২০২৩ ভিক্টোরিয়া সিরিজ

২০২৩ ভিক্টোরিয়া সিরিজ
তারিখ১৮ এপ্রিল ২০২৩ – ২৩ এপ্রিল ২০২৩
তত্ত্বাবধায়কউগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক উগান্ডা
বিজয়ী উগান্ডা (১ম শিরোপা)
রানার-আপ তানজানিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১১
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়রুয়ান্ডা হেনরিয়েট ইশিমোয়ে
সর্বাধিক রান সংগ্রহকারীসংযুক্ত আরব আমিরাত কবিশা কুমারী (১১২)
সর্বাধিক উইকেটধারীউগান্ডা কনসি আওয়েকো (৭)
← ২০১৯

২০২৩ ভিক্টোরিয়া সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের এপ্রিল মাসে উগান্ডায় অনুষ্ঠিত হয়।[] টুর্নামেন্টে স্বাগতিক উগান্ডার সঙ্গে অংশগ্রহণ করে কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা ও সংযুক্ত আরব আমিরাত[] টুর্নামেন্টটি ছিল ভিক্টোরিয়া সিরিজের দ্বিতীয় আসর;[][] ২০১৯ সালে অনুষ্ঠিত প্রথম আসরে বিজয়ী হয়েছিল জিম্বাবুয়ে[] টুর্নামেন্টের ম্যাচসমূহ কাম্পালার লুগোগো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[]

উগান্ডা ও তানজানিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়,[] যার পর রাউন্ড-রবিন পর্বে এগিয়ে থাকা উগান্ডাকে বিজয়ী ঘোষণা করা হয়।[]

দলীয় সদস্য

 উগান্ডা[]  কেনিয়া[১০]  তানজানিয়া[১১]  রুয়ান্ডা[১২]  সংযুক্ত আরব আমিরাত[১৩]
  • কনসি আওয়েকো (অধি.)
  • জ্যানেট ম্বাবাজি (সহ-অধি.)
  • আইরিন আলুমো
  • ইমাকুলেট নাকিসুইয়ি
  • এভেলিন আন্‌য়িপো
  • এস্থার ইলোকু (উই.)
  • কেভিন আউইনো (উই.)
  • গ্লোরিয়া ওবুকোর
  • প্যাট্রিসিয়া মালেমিকিয়া
  • প্রসকোভিয়া আলাকো
  • ফিওনা কুলুমে
  • রিতা মুসামালি
  • সারাহ আকিতেং
  • স্টেফানি নাম্পিনা
  • শ্যারন জুমা (অধি.) (উই.)
  • এস্থার ওয়াচিরা (সহ-অধি.)
  • অ্যান ওয়াঞ্জিরা
  • কেলভিয়া ওগোলা
  • চ্যারিটি মুথোনি (উই.)
  • ডেইজি ঞ্জোরোগে
  • ফেইথ মুতুয়া
  • ফ্লাভিয়া ওধিয়াম্বো
  • ভেনাসা ওকো
  • মনিকাহ ন্ধাম্বি
  • মারিওন জুমা
  • মার্সি আহোনো
  • লাভেন্দাহ ইদাম্বো
  • লিনজ নাবুইরে
  • ফাতুমা কিবাসু (অধি.)
  • অ্যাগনেস কোয়েলে
  • আয়েশা মোহাম্মদি
  • জোসেফিন উলরিক
  • নিমা পিউস
  • পেরিস কামুনিয়া
  • মনিকা প্যাসকাল (উই.)
  • মোয়ানাইদি সোয়েদি
  • মোয়াপোয়ানি মোহাম্মদি
  • শুফা মোহাম্মদি (উই.)
  • সাউম ম্‌তে
  • সোনিয়া মুইয়া
  • সোফিয়া জেরোম
  • হুদা ওমরি
  • মারি বিমেন্‌য়িমানা (অধি.)
  • অ্যালিস ইকুজোয়ে
  • ইমাকুলে মুহাওয়েনিমানা
  • ক্ল্যারিস উমুতোনিওয়াসে
  • জিজেল ইশিমোয়ে
  • জেওভানিস উয়াসে (উই.)
  • জোসিয়্যান ন্‌য়িরানকুন্দিনেজা
  • বেলিস মুরেকাতেতে
  • মার্গারিত ভুমিলিয়া
  • মেরভেইল উয়াসে (উই.)
  • রোজিন ইরেরা
  • সারাহ উয়েরা (উই.)
  • সিফা ইনগাবিরে
  • হেনরিয়েট ইশিমোয়ে
  • ছায়া মুঘল (অধি.) (উই.)
  • ইশা রোহিত (সহ-অধি.) (উই.)
  • অবনী সুনীল পাতিল
  • অর্চনা সুপ্রিয়া
  • ইন্দুজা নন্দকুমার
  • ঋষিতা রজিত
  • কবিশা কুমারী
  • খুশি শর্মা
  • গীতিকা জ্যোতিষ
  • তীর্থ সতীশ (উই.)
  • বৈষ্ণবী মহেশ
  • রিনিতা রজিত
  • লাবণ্য কেনি
  • সঞ্চিন সিং (উই.)

কেনিয়া দলে জুডিথ আজিয়াম্বো, জোসেফিন আব্‌ওম ও শ্যারন আউমাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৪]

রাউন্ড-রবিন

পয়েন্ট তালিকা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 উগান্ডা (H) +১.২৮৭
 তানজানিয়া +১.৮৭৬
 সংযুক্ত আরব আমিরাত +০.৫৮৫
 রুয়ান্ডা −০.৮৮২
 কেনিয়া −৩.১৯৬
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

  ফাইনালে উত্তীর্ণ

সূচি

১৮ এপ্রিল ২০২৩
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৮৪/৯ (২০ ওভার)
 কেনিয়া
৬৯ (২০ ওভার)
ছায়া মুঘল ২৪ (২১)
লাভেন্দাহ ইদাম্বো ২/১৮ (৪ ওভার)
ভেনাসা ওকো ১৪ (২৮)
লাবণ্য কেনি ২/২ (২ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১৫ রানে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও নরবার্ট আবি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ছায়া মুঘল (সংযুক্ত আরব আমিরাত)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।
  • অ্যান ওয়াঞ্জিরা, মারিওন জুমা, লিনজ নাবুইরে (কেনিয়া), অবনী সুনীল পাতিল, অর্চনা সুপ্রিয়া, ঋষিতা রজিত ও গীতিকা জ্যোতিষ (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ এপ্রিল ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৬১ (২০ ওভার)
 উগান্ডা
৬২/৩ (১১.১ ওভার)
জিজেল ইশিমোয়ে ১৯ (৪০)
কনসি আওয়েকো ২/৮ (৪ ওভার)
জ্যানেট ম্বাবাজি ২৯* (৩১)
রোজিন ইরেরা ১/৮ (২ ওভার)
উগান্ডা ৭ উইকেটে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: শ্যারন আতুওলা (উগান্ডা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জ্যানেট ম্বাবাজি (উগান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।

১৯ এপ্রিল ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৩৮/৫ (২০ ওভার)
 তানজানিয়া
১৪০/৩ (১৭.৫ ওভার)
কবিশা কুমারী ৪৪* (৪৩)
পেরিস কামুনিয়া ১/২১ (৪ ওভার)
সাউম ম্‌তে ৪০ (৩৩)
ইশা রোহিত ১/১৪ (৪ ওভার)
তানজানিয়া ৭ উইকেটে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাউম ম্‌তে (তানজানিয়া)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।
  • মালিজিয়া কিবোয়ানা ও মোয়াপোয়ানি মোহাম্মদি (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৯ এপ্রিল ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৮৮/৬ (১৪ ওভার)
 কেনিয়া
৪১ (১৩.১ ওভার)
হেনরিয়েট ইশিমোয়ে ২৬* (১৮)
এস্থার ওয়াচিরা ৩/১৭ (৩ ওভার)
শ্যারন জুমা ১৩ (১৯)
হেনরিয়েট ইশিমোয়ে ২/৪ (২.১ ওভার)
রুয়ান্ডা ৪৭ রানে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: শ্যারন আতুওলা (উগান্ডা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেনরিয়েট ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৪ ওভারে খেলা হয়।

২০ এপ্রিল ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৪৬/৪ (১৭ ওভার)
 কেনিয়া
৪৫ (১৪.৫ ওভার)
ফাতুমা কিবাসু ৩৭ (৩৩)
ফ্লাভিয়া ওধিয়াম্বো ৪/২৫ (৪ ওভার)
মার্সি আহোনো ১২ (২৭)
পেরিস কামুনিয়া ৩/১৪ (৪ ওভার)
তানজানিয়া ১০১ রানে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: নরবার্ট আবি (উগান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: পেরিস কামুনিয়া (তানজানিয়া)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৭ ওভারে খেলা হয়।
  • চ্যারিটি মুথোনি (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২০ এপ্রিল ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৯৮/৭ (২০ ওভার)
 উগান্ডা
৯৯/৪ (১৭ ওভার)
কবিশা কুমারী ৩৮ (৪৮)
কনসি আওয়েকো ২/১৫ (৪ ওভার)
কেভিন আউইনো ২৫ (৩৩)
বৈষ্ণবী মহেশ ২/১৩ (৪ ওভার)
উগান্ডা ৬ উইকেটে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেভিন আউইনো (উগান্ডা)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।

২১ এপ্রিল ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
৭৯/৮ (১৫ ওভার)
 তানজানিয়া
৭৬ (১৫ ওভার)
কেভিন আউইনো ২৭ (২৪)
সোফিয়া জেরোম ৩/১০ (৩ ওভার)
অ্যাগনেস কোয়েলে ২৮ (২৮)
জ্যানেট ম্বাবাজি ৪/২১ (৩ ওভার)
উগান্ডা ৩ রানে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কনসি আওয়েকো (উগান্ডা)
  • তানজানিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।

২১ এপ্রিল ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১১৭/৭ (২০ ওভার)
 রুয়ান্ডা
৫৭/৮ (২০ ওভার)
ইশা রোহিত ৩৭ (৩৫)
বেলিস মুরেকাতেতে ২/২৪ (৪ ওভার)
হেনরিয়েট ইশিমোয়ে ১৮ (২৮)
বৈষ্ণবী মহেশ ২/৫ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৬০ রানে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: শ্যারন আতুওলা (উগান্ডা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কবিশা কুমারী (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।

২২ এপ্রিল ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা) ও সাইমন কিন্তু (উগান্ডা)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২২ এপ্রিল ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৫৩/৪ (৬ ওভার)
 তানজানিয়া
৪৬/৪ (৬ ওভার)
হেনরিয়েট ইশিমোয়ে ২২* (১২)
আয়েশা মোহাম্মদি ১/৬ (১ ওভার)
সাউম ম্‌তে ১৯ (১৩)
হেনরিয়েট ইশিমোয়ে ২/২ (১ ওভার)
রুয়ান্ডা ৭ রানে জয়ী
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: নরবার্ট আবি (উগান্ডা) ও শ্যারন আতুওলা (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেনরিয়েট ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৬ ওভারে খেলা হয়।
  • সোনিয়া মুইয়া (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

ফাইনাল

২৩ এপ্রিল ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
লুগোগো স্টেডিয়াম, কাম্পালা
আম্পায়ার: জন মায়েকু (উগান্ডা) ও ভেরোনিক ইরিহো (রুয়ান্ডা)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র

  1. "UAE, Rwanda ready for Victoria Series Challenge"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩ 
  2. "Cricket: Rwanda to participate at Victoria Series Challenge Competition"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৩ 
  3. "Uganda Set To Host Victoria Series Second Edition"দ্য স্পোর্টস নেশন (ইংরেজি ভাষায়)। ৩০ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৩ 
  4. "Uganda Cricket to host 5-nation Victoria series in April 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৩ 
  5. "Zimbabwe win Victoria Women's Cricket Tri Series"ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৩ 
  6. "Preparations in high gear for 2023 Victoria Series in Kampala"মোবাইল টেলিফোন নেটওয়ার্ক স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৩ 
  7. "Pearls come out on top"পালস স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  8. "Victoria Series: Final Washed Out, Uganda Champions"দ্য স্পোর্টস নেশন (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  9. "Meet the 14 Players Set To Represent Uganda At Victoria Series"দ্য স্পোর্টস নেশন (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৩ 
  10. "Cricket Kenya names Women's squad to Victoria Series"ক্রিকেট কেনিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  11. "VICTORIA SERIES 2023"তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  12. @RwandaCricket (১৭ এপ্রিল ২০২৩)। "Here is Rwanda women cricket team for the Victoria series in kampala led by captain Diane Bimenyimana, they will be up against Host Uganda,kenya UAE and Tanzania" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  13. "UAE women's squad for Uganda and Namibia T20 tournaments announced"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  14. "Kenya heads to Uganda for Twenty20 International"নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ