শুক্রাশয়

Testicle
Inner workings of the testicles.
Diagram of male (human) testicles
বিস্তারিত
ধমনীটেস্টিকুলার ধমনী
শিরাটেস্টিকুলার শিরা, প্যামপিনিফর্ম প্লেক্সাস
স্নায়ুস্পারমাটিক প্লেক্সাস
লসিকালাম্বার লসিকানালী
শনাক্তকারী
লাতিনtestis
মে-এসএইচD013737
টিএ৯৮A09.3.01.001
টিএ২3576
এফএমএFMA:7210
শারীরস্থান পরিভাষা
Diagram of an adult human testicle: A.) Blood vessels; B.) Head of epididymis; C.) Efferent ductules; D.) Seminiferous tubules; E.) Parietal lamina of tunica vaginalis; F.) Visceral lamina of tunica vaginalis; G.) Cavity of tunica vaginalis; H.) Tunica albuginea; I.) Lobule of testis; J.) Tail of epididymis; K.) Body of epididymis; L.) Mediastinum; M.) Vas deferens.

শুক্রাশয় (ইংরেজি testicle বা testis, অর্থাৎ পৌরুষের সাক্ষী) মেরুদণ্ডী প্রাণীদের পুংজননকোষ বা শুক্রাণু ও পুরুষ হরমোন টেস্টোস্টেরন উৎপাদনকারী অঙ্গ। স্ত্রী-প্রাণীতে এটির সদৃশ অঙ্গটি হল ডিম্বাশয়। এটি একই সাথে প্রজননতন্ত্র এবং অন্তঃক্ষরাতন্ত্রের অংশ।

সম্মুখস্থিত পিটুইটারি গ্রন্থি শুক্রাশয়ের কাজ নিয়ন্ত্রণ করে। পিটুইটারি থেকে আগত লুটেনীকরণ হরমোন শুক্রাশয়কে টেস্টস্টেরোন নিঃসরণে উদ্দীপিত করে। আবার টেস্টস্টেরন এবং ফলিকল-উদ্দীপক হরমোনের উপস্থিতি ছাড়া শুক্রাণু উৎপাদন সম্ভব নয়। পশুদের নিয়ে গবেষণাতে দেখা গেছে যে যদি শুক্রাশয় খুব বেশি বা খুব কম পরিমাণ এস্ট্রোজেন হরমোনের সংস্পর্শে আসে, তবে শুক্রাণু উৎপাদন এমন পর্যায়ে ব্যহত হতে পারে যে পুরুষ প্রাণীটি অনুর্বর হয়ে যেতে পারে।[]

তথ্যসূত্র

  1. Sierens, J. E.; Sneddon, S. F.; Collins, F.; Millar, M. R.; Saunders, P. T. (২০০৫)। "Estrogens in Testis Biology"। Annals of the New York Academy of Sciences1061: 65–76। ডিওআই:10.1196/annals.1336.008পিএমআইডি 16467258