অষ্টগ্রাম উপজেলা
অষ্টগ্রাম | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে অষ্টগ্রাম উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°১৬′১২″ উত্তর ৯১°৭′৪১″ পূর্ব / ২৪.২৭০০০° উত্তর ৯১.১২৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
আসন | কিশোরগঞ্জ-৪ |
সরকার | |
• উপজেলা চেয়ারম্যান | পদ শূন্য |
আয়তন | |
• মোট | ৩৫৫.৫৩ বর্গকিমি (১৩৭.২৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[১] | |
• মোট | ১,৪৫,৫৫২ |
• জনঘনত্ব | ৪১০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৭.৪০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২৩৮০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ ০২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অষ্টগ্রাম বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন
অষ্টগ্রাম উপজেলা একটি হাওড় বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা। যার ভৌগোলিক অবস্থান ২৪°১৬' উত্তর অক্ষাংশ এবং ৯১°০৭' পূর্ব দ্রাঘিমাংশে। অষ্টগ্রাম উপজেলার উত্তরে ইটনা উপজেলা, দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা, পূর্বে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা ও বানিয়াচং উপজেলা, পশ্চিমে বাজিতপুর উপজেলা ও নিকলী উপজেলা।
প্রশাসনিক এলাকা
এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -
- ১নং দেওঘর ইউনিয়ন
- ২নং কাস্তুল ইউনিয়ন
- ৩নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন
- ৪নং বাংগালপাড়া ইউনিয়ন
- ৫নং কলমা ইউনিয়ন
- ৬নং আদমপুর ইউনিয়ন
- ৭নং খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন
- ৮নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন
ইতিহাস
অষ্টগ্রাম, প্রাচীনকাল থেকেই খুব বিখ্যাত একটি উপজেলা হিসেবে পরিচিত। এখানে যুগে যুগে বহু জমিদারের বসবাস ছিল। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা এটি। এখানকার পনিরের সুনাম সমগ্র দেশে বিরাজমান। অষ্টগ্রামে অনেক সুফি সাধকরা ইসলাম প্রচার করতে এসে এখানেই থেকে গিয়েছিলেন। মাজারের গ্রাম হিসাবেও এই উপজেলার সুনাম সর্বত্র বিরাজমান।
যোগাযোগ
অষ্টগ্রাম উপজেলাটি চতুর্দিক থেকে পানি দ্বারা বেষ্টিত। তাই এর যাতায়াতের একমাত্র মাধ্যমই ছিলো জলপথ। তবে সম্প্রতি অষ্টগ্রাম টু বাজিতপুর মৌসুমি রাস্তা হওয়ায় এলাকার মানুষেরা প্রায় আট মাসই স্থলপথ ব্যবহার করতে পারে। তবে বর্ষাকালে জনপদটির একমাত্র বাহন হলো নৌকা এবং স্পিডবোট।
কিন্তু এখন অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা তিন উপজেলাকে সাবমারসিবল সড়কের মাধ্যমে যুক্ত করে দেওয়ায়, ১২ মাসই যাতায়াত করা যায়, এক উপজেলা হতে অন্য উপজেলার সাথে। তাছাড়াও কিশোরগঞ্জ সদর, ঢাকা কিংবা অন্যান্য অঞ্চলের সাথেও চলাচলের ব্যাপক সুবিধা হয়েছে অষ্টগ্রামের মানুষদের। ২০২০ সালের আগস্ট মাসে উদ্বোধন করা হয়েছে আবুরা সড়ক বা অল ওয়েদার সড়ক। এতে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যুক্ত হয়েছে পরস্পরের সঙ্গে।[২] ইতোমধ্যে সড়কটি পরিনত হয়েছে পর্যটন কেন্দ্রে। [৩]
জনসংখ্যার উপাত্ত
পুরুষ ৫১.৪১%, মহিলা ৪৮.৫৯%; মুসলিম ৮২.৮৪%, হিন্দু১৫.৬৪%; পৌত্তলিক ও অন্যান্য ১.৫২%।
শিক্ষা
কলেজ ২টি, উচ্চ বিদ্যালয় ৮ টি, মাদ্রাসা ১২টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৫টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৫টি।
অর্থনীতি
অষ্টগ্রামের অর্থনীতি সাধারণত কৃষির উপর নির্ভরশীল। এছাড়া প্রবাসী রেমিট্যান্স এর উপরও অনেকটা নির্ভরশীল।
দর্শনীয় স্থান
- হযরত মাওলানা সৈয়দ রিয়াজত উল্লাহ সাহেব (রহঃ) এঁর মাজার শরীফ। পূর্বঅষ্টগ্রাম, মোতায়েদ বাড়ি।
- রাষ্ট্রপতি আবদুল হামিদ পার্ক।
- রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু।
- হযরত শাহ কুতুবউদ্দিন আউলিয়ার মাজার শরীফ।
- পূর্ব অষ্টগ্রাম মেঘলা দীঘি নামক একটি বিশাল পুকুর যার বিস্তৃতি প্রায় ১০০০ শতাংশ জমি নিয়ে।
- জব্বার মঞ্জিল, মধ্য অষ্টগ্রাম
- উত্তর হাওড়, অষ্টগ্রাম।
তথ্যসূত্র
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে অষ্টগ্রাম"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
- ↑ হাওরবাসীর স্বপ্নের 'আবুরা সড়ক' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ↑ ‘স্বপ্নের সড়কে’ ছুটে আসছেন হাজারো মানুষ, জাগো নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ৩ জুন ২০২১