আজারবাইজান জাতীয় ফুটবল দল
![]() | ||||
ডাকনাম | মিল্লি | |||
---|---|---|---|---|
অ্যাসোসিয়েশন | আজারবাইজানী ফুটবল অ্যাসোসিয়েশন | |||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | |||
প্রধান কোচ | জান্নি দে বিয়াজি | |||
অধিনায়ক | মাকসিম মেদভেদেভ | |||
সর্বাধিক ম্যাচ | রাশাদ সাদিগভ (১১১) | |||
শীর্ষ গোলদাতা | গুরবান গুরবানভ (১৪) | |||
মাঠ | বাকু অলিম্পিক স্টেডিয়াম | |||
ফিফা কোড | AZE | |||
ওয়েবসাইট | www | |||
| ||||
ফিফা র্যাঙ্কিং | ||||
বর্তমান | ১১৪ ![]() | |||
সর্বোচ্চ | ৭৩ (জুলাই ২০১৪) | |||
সর্বনিম্ন | ১৭০ (জুন ১৯৯৪) | |||
এলো র্যাঙ্কিং | ||||
বর্তমান | ৭৮ ![]() | |||
সর্বোচ্চ | ৫১ (জুন ১৯২৮) | |||
সর্বনিম্ন | ১৫২ (জুন ২০০১) | |||
প্রথম আন্তর্জাতিক খেলা | ||||
![]() ![]() (গুরজানি, জর্জিয়া; ১৭ সেপ্টেম্বর ১৯৯২)[৩][৪] | ||||
বৃহত্তম জয় | ||||
![]() ![]() (বাকু, আজারবাইজান; ৫ জুন ১৯৯৯) ![]() ![]() (বাকু, আজারবাইজান; ৪ সেপ্টেম্বর ২০১৭) | ||||
বৃহত্তম পরাজয় | ||||
![]() ![]() (অসের, ফ্রান্স; ৬ সেপ্টেম্বর ১৯৯৫)[৩] |
আজারবাইজান জাতীয় ফুটবল দল (আজারবাইজানি: Azərbaycan milli futbol komandası) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আজারবাইজানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আজারবাইজানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আজারবাইজানী ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ১৭ই সেপ্টেম্বর তারিখে, আজারবাইজান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; জর্জিয়ার গুরজানিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে আজারবাইজান জর্জিয়ার কাছে ৬–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
৬৯,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বাকু অলিম্পিক স্টেডিয়ামে মিল্লি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জান্নি দে বিয়াজি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন কারাবাখের রক্ষণভাগের খেলোয়াড় মাকসিম মেদভেদেভ।
আজারবাইজান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও আজারবাইজান এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
রাশাদ সাদিগভ, আসলান কেরিমভ, কামরান আগায়েভ, গুরবান গুরবানভ এবং দিমিত্রি নাজারভের মতো খেলোয়াড়গণ আজারবাইজানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৪ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে আজারবাইজান তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৭৩তম) অর্জন করে এবং ১৯৯৪ সালের জুন মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৭০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে আজারবাইজানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫১তম (যা তারা ১৯২৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৫২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১১২ | ![]() |
![]() |
১১৭৯.৮ |
১১৩ | ![]() |
![]() |
১১৭৬.৭৫ |
১১৪ | ![]() |
![]() |
১১৭৪.২২ |
১১৫ | ![]() |
![]() |
১১৬৮.৩৮ |
১১৬ | ![]() |
![]() |
১১৬৮.১২ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৭৬ | ![]() |
![]() |
১৫০৭ |
৭৭ | ![]() |
![]() |
১৪৯৯ |
৭৮ | ![]() |
![]() |
১৪৯৮ |
৭৯ | ![]() |
![]() |
১৪৯৭ |
৮০ | ![]() |
![]() |
১৪৯৪ |
৮০ | ![]() |
![]() |
১৪৯৪ |
প্রতিযোগিতামূলক তথ্য
ফিফা বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে | সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে | ||||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৬ষ্ঠ | ৫ | ২ | ১ | ২ | ৫ | ৬ | ৪ | ৩ | ০ | ১ | ১৬ | ৩ | |
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৬ষ্ঠ | ৪ | ২ | ১ | ১ | ৯ | ৭ | ৪ | ৪ | ০ | ০ | ১১ | ৩ | |
![]() |
৩য় স্থান নির্ধারণী | ৪র্থ | ৬ | ৪ | ০ | ২ | ১০ | ৬ | ৬ | ৫ | ০ | ১ | ১৯ | ৬ | |
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৫ম | ৪ | ২ | ১ | ১ | ৬ | ২ | ৪ | ৩ | ১ | ০ | ৮ | ১ | |
![]() |
প্রত্যাহার | ৪ | ৩ | ০ | ১ | ৫ | ২ | ||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৪ | ২ | ০ | ২ | ৫ | ৩ | ||||||||
![]() |
দ্বিতীয় পর্ব | ৭ম | ৫ | ২ | ২ | ১ | ৭ | ৪ | ৮ | ৬ | ২ | ০ | ২০ | ২ | |
![]() |
১৬ দলের পর্ব | ১০ম | ৪ | ২ | ১ | ১ | ১২ | ৫ | ৮ | ৪ | ২ | ২ | ১৩ | ৮ | |
![]() |
গ্রুপ পর্ব | ১৭তম | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৪ | ৮ | ৪ | ৩ | ১ | ১১ | ৪ | |
আজারবাইজানের অংশ হিসেবে | আজারবাইজানের অংশ হিসেবে | ||||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৮ | ১ | ০ | ৭ | ৩ | ২২ | ||||||||
![]() ![]() |
১০ | ১ | ২ | ৭ | ৪ | ১৭ | |||||||||
![]() |
১০ | ০ | ৩ | ৭ | ১ | ২১ | |||||||||
![]() |
১০ | ১ | ২ | ৭ | ৪ | ১৪ | |||||||||
![]() |
১০ | ১ | ৬ | ৩ | ৭ | ১১ | |||||||||
![]() |
১০ | ৩ | ১ | ৬ | ১০ | ১৯ | |||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ৫৮ | ৭ | ১৪ | ৩৭ | ২৯ | ১০৪ |
তথ্যসূত্র
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
- ↑ ক খ World Football Elo Ratings: Azerbaijan
- ↑ "Pride in defeat on debut day"। UEFA.com। ২ ফেব্রুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০০৯। [অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট
(আজারবাইজানি) (ইংরেজি)
- ফিফা-এ আজারবাইজান জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ আজারবাইজান জাতীয় ফুটবল দল (ইংরেজি)