আজারবাইজান জাতীয় ফুটবল দল

আজারবাইজান
দলের লোগো
ডাকনামমিল্লি
অ্যাসোসিয়েশনআজারবাইজানী ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচজান্নি দে বিয়াজি
অধিনায়কমাকসিম মেদভেদেভ
সর্বাধিক ম্যাচরাশাদ সাদিগভ (১১১)
শীর্ষ গোলদাতাগুরবান গুরবানভ (১৪)
মাঠবাকু অলিম্পিক স্টেডিয়াম
ফিফা কোডAZE
ওয়েবসাইটwww.affa.az
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
তৃতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১২১ অপরিবর্তিত (২০ জুলাই ২০২৩)[১]
সর্বোচ্চ৭৩ (জুলাই ২০১৪)
সর্বনিম্ন১৭০ (জুন ১৯৯৪)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৩৩ হ্রাস ২৩ (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ৫১ (জুন ১৯২৮)
সর্বনিম্ন১৫২ (জুন ২০০১)
প্রথম আন্তর্জাতিক খেলা
 জর্জিয়া ৬–৩ আজারবাইজান 
(গুরজানি, জর্জিয়া; ১৭ সেপ্টেম্বর ১৯৯২)[৩][৪]
বৃহত্তম জয়
 আজারবাইজান ৪–০ লিশটেনস্টাইন 
(বাকু, আজারবাইজান; ৫ জুন ১৯৯৯)
 আজারবাইজান ৫–১ সান মারিনো 
(বাকু, আজারবাইজান; ৪ সেপ্টেম্বর ২০১৭)
বৃহত্তম পরাজয়
 ফ্রান্স ১০–০ আজারবাইজান 
(অসের, ফ্রান্স; ৬ সেপ্টেম্বর ১৯৯৫)[৩]

আজারবাইজান জাতীয় ফুটবল দল (আজারবাইজানি: Azərbaycan milli futbol komandası, ইংরেজি: Azerbaijan national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আজারবাইজানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আজারবাইজানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আজারবাইজানী ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ১৭ই সেপ্টেম্বর তারিখে, আজারবাইজান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; জর্জিয়ার গুরজানিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে আজারবাইজান জর্জিয়ার কাছে ৬–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

৬৯,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বাকু অলিম্পিক স্টেডিয়ামে মিল্লি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জান্নি দে বিয়াজি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন কারাবাখের রক্ষণভাগের খেলোয়াড় মাকসিম মেদভেদেভ।

আজারবাইজান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও আজারবাইজান এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

রাশাদ সাদিগভ, আসলান কেরিমভ, কামরান আগায়েভ, গুরবান গুরবানভ এবং দিমিত্রি নাজারভের মতো খেলোয়াড়গণ আজারবাইজানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৪ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আজারবাইজান তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৭৩তম) অর্জন করে এবং ১৯৯৪ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৭০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে আজারবাইজানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫১তম (যা তারা ১৯২৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৫২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২০ জুলাই ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১৯ অপরিবর্তিত  গাম্বিয়া ১১৫৯.৮২
১২০ অপরিবর্তিত  সিয়েরা লিওন ১১৫৬.১১
১২১ অপরিবর্তিত  আজারবাইজান ১১৪৩.২২
১২২ অপরিবর্তিত  টোগো ১১৪০.৮৮
১২৩ বৃদ্ধি  মালাউই ১১৪০.৬৫
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৩১ হ্রাস  মালাউই ১৩১১
১৩২ হ্রাস ২৬  সুদান ১৩০৫
১৩৩ হ্রাস ২৩  আজারবাইজান ১৩০১
১৩৪ বৃদ্ধি  বতসোয়ানা ১৩০০
১৩৫ হ্রাস ১৯  কঙ্গো ১২৯৮

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে
উরুগুয়ে ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮ কোয়ার্টার-ফাইনাল ৬ষ্ঠ ১৬
চিলি ১৯৬২ কোয়ার্টার-ফাইনাল ৬ষ্ঠ ১১
ইংল্যান্ড ১৯৬৬ ৩য় স্থান নির্ধারণী ৪র্থ ১০ ১৯
মেক্সিকো ১৯৭০ কোয়ার্টার-ফাইনাল ৫ম
পশ্চিম জার্মানি ১৯৭৪ প্রত্যাহার
আর্জেন্টিনা ১৯৭৮ উত্তীর্ণ হয়নি
স্পেন ১৯৮২ দ্বিতীয় পর্ব ৭ম ২০
মেক্সিকো ১৯৮৬ ১৬ দলের পর্ব ১০ম ১২ ১৩
ইতালি ১৯৯০ গ্রুপ পর্ব ১৭তম ১১
আজারবাইজানের অংশ হিসেবে আজারবাইজানের অংশ হিসেবে
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
ফ্রান্স ১৯৯৮ উত্তীর্ণ হয়নি ২২
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২ ১০ ১৭
জার্মানি ২০০৬ ১০ ২১
দক্ষিণ আফ্রিকা ২০১০ ১০ ১৪
ব্রাজিল ২০১৪ ১০ ১১
রাশিয়া ২০১৮ ১০ ১০ ১৯
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ৫৮ ১৪ ৩৭ ২৯ ১০৪

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  3. World Football Elo Ratings: Azerbaijan
  4. "Pride in defeat on debut day"। UEFA.com। ২ ফেব্রুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০০৯ [অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ