১৯৮৬ ফিফা বিশ্বকাপ

১৯৮৬ ফিফা বিশ্বকাপ
Copa Mundial de Fútbol México '86
১৯৮৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লোগো
বিবরণ
স্বাগতিক দেশমেক্সিকো
তারিখ৩১ মে – ২৯ জুন (৩০ দিন)
দল২৪ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠ১২ (৯টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (২য় শিরোপা)
রানার-আপ পশ্চিম জার্মানি
তৃতীয় স্থান ফ্রান্স
চতুর্থ স্থান বেলজিয়াম
পরিসংখ্যান
ম্যাচ৫২
গোল সংখ্যা১৩২ (ম্যাচ প্রতি ২.৫৪টি)
দর্শক সংখ্যা২৩,৯৩,০৩১ (ম্যাচ প্রতি ৪৬,০২০ জন)
শীর্ষ গোলদাতাইংল্যান্ড গ্যারি লিনেকার (৬ গোল)
সেরা খেলোয়াড়আর্জেন্টিনা দিয়েগো মারাদোনা
পিকে, ১৯৮৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মাসকট।

১৯৮৬ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 1986 FIFA World Cup) হল ফিফা বিশ্বকাপের ১৩তম আসর যা মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালের ৩১ মে থেকে ২৯ জুন পর্যন্ত। এতে অংশগ্রহণ করে ২৪টি দেশ। প্রকৃতপক্ষে, বিশ্বকাপের এই আসর আয়োজনের জন্য কলম্বিয়াকে নির্বাচিত করেছিল ফিফা, কিন্তু অর্থনৈতিক কারণে ১৯৮২ সালে তারা তা প্রত্যাহার করে নেয়। ১৯৮৩ সালের মে মাসে নতুন আয়োজক হিসেবে মেক্সিকোকে নির্বাচিত করা হয়।

বিশ্বকাপের এই আসরের শিরোপাধারী দল হল আর্জেন্টিনা (দ্বিতীয় শিরোপা)। দলের নেতৃত্ব দেন দিয়েগো মারাদোনা, যিনি একই কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কুখ্যাত “হ্যান্ড অফ গড” এবং “শতাব্দীর সেরা গোল” হিসেবে নির্বাচিত গোল দুইটি করেন। পুরো প্রতিযোগিতায় তিনি করেন পাঁচ গোল এবং সতীর্থদের দিয়ে করান আরও পাঁচটি গোল।[১] ফাইনালে মেক্সিকো সিটির ইস্তাদিও অ্যাজতেকায় পশ্চিম জার্মানিকে ৩–২ গোলে হারায় আর্জেন্টিনা। পুরো প্রতিযোগিতায় মোট দর্শক উপস্থিতি ছিল ২,৩৯৩,০৩১, গড় হিসেবে প্রতি খেলায় ৪৬,০১৯।[২]

এই প্রতিযোগিতার ধরন ১৯৮২-এর চেয়ে ভিন্ন ছিল। দ্বিতীয় পর্বে গ্রুপের পরিবর্তে নক-আউট পদ্ধতি চালু ছিল। অংশগ্রহণকারী ২৪টি দলকে চারটি করে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছিল (এ থেকে এফ)। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং ছয়টি গ্রুপ হতে তৃতীয় স্থানে থাকা চারটি শীর্ষ দল দ্বিতীয় পর্বের টিকিট পায়। এটিই ছিল শেষ বিশ্বকাপ যেখানে একই মহাদেশের দলগুলোকে সম্পূর্ণরূপে আলাদা না করে প্রথম পর্বের ড্র অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার পর নতুন নিয়মের অধীনে বিশ্বকাপের প্রতিটি গ্রুপে দুইটি বা তিনটি করে ইউরোপীয় দল বিদ্যমান থাকে। ১৯৮৬ বিশ্বকাপে, গ্রুপ বি-তে শুধুমাত্র একটি ইউরোপীয় দল ছিল (বেলজিয়াম)।

আয়োজক নির্বাচন

১৯৭৪ সালের জুনে আয়োজক হিসেবে কলম্বিয়াকে নির্বাচিত করে ফিফা। তবে কলম্বিয়ান কর্তৃপক্ষ ১৯৮২ সালে জানায় যে অর্থনৈতিক কারণে ফিফার শর্তাবলীর অধীনে তারা বিশ্বকাপ আয়োজনে অপারগ। তাই ১৯৮৩ সালের ২০ মে, নতুন আয়োজক হিসেবে মেক্সিকোকে নির্বাচিত করে ফিফা। ফলে প্রথম জাতি হিসেবে দুইবার ফিফা বিশ্বকাপ আয়োজনের সুযোগ লাভ করে তারা। ১৯৮৫ সালে বিশ্বকাপ শুরুর আট মাস আগে মেক্সিকোতে একটি তীব্র ভূমিকম্প আঘাত হানে। ফলে মেক্সিকোর বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য সন্দেহের মুখে পড়ে। কিন্তু স্টেডিয়ামগুলোর কোনো প্রকার ক্ষতি না হওয়ায় তারা প্রস্তুতি চালিয়ে যায়।

যোগ্যতা

  বিশ্বকাপে অংশগ্রহনকারী দেশ
  বিশ্বকাপে অংশগ্রহনে ব্যর্থ দেশ
  বিশ্বকাপে অংশগ্রহন করেনি এমন দেশ
  ফিফার সদস্য নয় এমন দেশ

তিনটি দেশ প্রথমবারের মত বিশ্বকাপে অংশগ্রহণ করে: কানাডা, ডেনমার্ক এবং ইরাকহন্ডুরাসের বিপক্ষে ২–১ গোলে জয় লাভ করে কানাডা তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে। ইরান–ইরাক যুদ্ধের কারণে ইরাক তাদের প্রত্যেকটি হোম ম্যাচ নিরপেক্ষ মাঠে খেলে। ১৯৫৪ সালের পর প্রথমবারের মত এবার অংশগ্রহণ করে দক্ষিণ কোরিয়া, প্যারাগুয়ে ১৯৫৮ সালের এবং পর্তুগাল ১৯৬৬ সালের পর প্রথমবারের মত অংশগ্রহণ করে। ২০১০ অনুসারে, এই শেষবারের মত হাঙ্গেরি, কানাডা, ইরাক এবং উত্তর আয়ারল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করে।

মাঠসমূহ

এগারটি শহরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শহর স্টেডিয়াম ধারণ ক্ষমতা খেলাসমূহ প্রথম পর্বের স্বাগতিক দল
মেক্সিকো সিটি ইস্তাদিও অ্যাজতেকা ১১৪,৬০০ উদ্বোধনী খেলা, গ্রুপ বি, ২য় পর্ব,
কো.ফা, সে.ফা, ফাইনাল
 মেক্সিকো
মেক্সিকো সিটি ইস্তাদিও অলিম্পিকো ইউনিভার্সিতারিও ৭২,০০০ গ্রুপ এ, ২য় পর্ব  আর্জেন্টিনা,  বুলগেরিয়া,  দক্ষিণ কোরিয়া
গুয়াদালাজারা ইস্তাদিও জালিস্কো ৬৬,০০০ গ্রুপ ডি, ২য় পর্ব, কো.ফা, সে.ফা  ব্রাজিল
পুয়েব্লা ইস্তাদিও কুয়াতেমক ৪৬,০০০ গ্রুপ এ, ২য় পর্ব, কো.ফা,
তৃতীয় স্থান নির্ধারণী
 ইতালি
স্যান নিকোলাস দি লস গার্জা ইস্তাদিও ইউনিভার্সিতারিও ৪৪,০০০ গ্রুপ এফ, ২য় পর্ব, কো.ফা  পোল্যান্ড
কুয়েরেতারো ইস্তাদিও লা করেগিদোরা ৪০,৭৮৫ গ্রুপ ই, ২য় পর্ব  পশ্চিম জার্মানি
মনতেরেই ইস্তাদিও টেকনোলোজিকো ৩৮,০০০ গ্রুপ এফ  ইংল্যান্ড,  পর্তুগাল*,  মরক্কো*
লিওন ইস্তাদিও ন্যু ক্যাম্প ৩৫,০০০ গ্রুপ সি, ২য় পর্ব  ফ্রান্স
নেজাহুয়ালকোয়োট্ল ইস্তাদিও নেজা ৮৬ ৩৫,০০০ গ্রুপ ই  উরুগুয়ে,  ডেনমার্ক,  স্কটল্যান্ড
ইরাপুয়াতো ইস্তাদিও সার্জিও লিওন শ্যাভেজ ৩২,০০০ গ্রুপ সি  সোভিয়েত ইউনিয়ন,  হাঙ্গেরি,  কানাডা
জাপোপান, জালিস্কো ইস্তাদিও ত্রেস দি মার্জো ৩০,০০০ গ্রুপ ডি  স্পেন*,  উত্তর আয়ারল্যান্ড,  আলজেরিয়া*
তলুকা ইস্তাদিও নেমেসিও দিয়েজ ৩০,০০০ গ্রুপ বি  বেলজিয়াম,  প্যারাগুয়ে,  ইরাক
  • মরোক্কো এবং পর্তুগাল খেলেছে গুয়াদালাজারায় যখন স্পেন এবং আলজেরিয়া খেলেছে মনতেরেই-এ।
১৯৮৬ ফিফা বিশ্বকাপ মেক্সিকো-এ অবস্থিত
গুয়াদালাজারা
গুয়াদালাজারা
ইরাপুয়াতো
ইরাপুয়াতো
লিওন
লিওন
মেক্সিকো সিটি
মেক্সিকো সিটি
মনতেরেই
মনতেরেই
নেজাহুয়ালকোয়োট্ল
নেজাহুয়ালকোয়োট্ল
পুয়েব্লা
পুয়েব্লা
কুয়েরেতারো
কুয়েরেতারো
স্যান নিকোলাস দি লস গার্জা
স্যান নিকোলাস দি লস গার্জা
তলুকা
তলুকা
জাপোপান
জাপোপান
১৯৮৬ বিশ্বকাপের ভেন্যুসমূহের অবস্থান নির্দেশকারী মানচিত্র

ম্যাচ অফিসিয়াল

আফ্রিকা
এশিয়া
  • সৌদি আরব ফালাজ আল-শানার
  • সিরিয়া জামাল আল শারিফ
  • জাপান শিজুও টাকাডা
ইউরোপ
  • ইতালি লুইগি অ্যাগ্নোলিন
  • অস্ট্রিয়া হ্রোস্ট ব্রামিয়ার
  • সোভিয়েত ইউনিয়ন ভ্যালেরি বিউটেনকো
  • চেকোস্লোভাকিয়া ভজটেক ক্রিস্টোভ
  • ইংল্যান্ড জর্জ কোর্টনি
  • সুইজারল্যান্ড আন্দ্রে ডায়ানা
  • বুলগেরিয়া বগডান ডশেভ
  • সুইডেন এরিক ফ্রেডরিকসন
  • রোমানিয়া ইওয়ান ইগনা
  • নেদারল্যান্ডস জ্যান কেইজের
  • পূর্ব জার্মানি সিয়েগফ্রাইড কির্শেন
  • হাঙ্গেরি লাজোস নেমেথ
  • যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র জোরান পেট্রোভিচ
  • বেলজিয়াম অ্যালক্সিস পনেত
  • ফ্রান্স জোয়েল কুইনিউ
  • পশ্চিম জার্মানি ভল্কের রথ
  • স্পেন ভিক্তরিয়ানো স্যানচেজ আর্মিনিও
  • পর্তুগাল কার্লোস সিলভা ভ্যালেন্তে
  • উত্তর আয়ারল্যান্ড অ্যালান স্নোডি

উত্তর এবং মধ্য আমেরিকা
  • গুয়াতেমালা রমুলো মেন্দেজ
  • মেক্সিকো অ্যান্তোনিও মার্কুয়েজ রামিরেজ
  • মার্কিন যুক্তরাষ্ট্র ডেভিড সোশা
  • কোস্টা রিকা বের্নি উলোয়া মরেরা
ওসেনিয়া
  • অস্ট্রেলিয়া ক্রিস ব্যামব্রিজ
দক্ষিণ আমেরিকা
  • ব্রাজিল রমুয়াল্দো আরপ্পি ফিলিও
  • কলম্বিয়া জিসাস দিয়াজ
  • আর্জেন্টিনা কার্লোস এস্পোসিতো
  • প্যারাগুয়ে গ্যাব্রিয়েল গঞ্জালেজ রোয়া
  • উরুগুয়ে জোসে লুইহ মার্তিনেজ ব্যাজান
  • চিলি হের্ন্যান সিলভা

সিডিং

পট ১ পট ২ পট ৩ পট ৪

ফলসমূহ

  চ্যাম্পিয়ন
  রানার-আপ
  তৃতীয় স্থান
  চতুর্থ স্থান
  কোয়ার্টার-ফাইনাল
  রাউন্ড অফ ১৬
  গ্রুপ পর্ব

প্রথম পর্ব

গ্রুপ চ্যাম্পিয়ন, রানার-আপ এবং শীর্ষ চার তৃতীয় স্থানের দল যারা রাউন্ড অফ ১৬-তে পৌছেছে।

গ্রুপ এ

দল খে ড্র পরা প্রা বি পা
 আর্জেন্টিনা +৪
 ইতালি +১
 বুলগেরিয়া –২
 দক্ষিণ কোরিয়া –৩
বুলগেরিয়া ১ – ১ ইতালি
সিরাকভ গোল ৮৫' প্রতিবেদন আলতোবেল্লি গোল ৪৩'
দর্শক সংখ্যা: ৯৬,০০০
রেফারি: এরিক ফ্রেডরিকসন (সুইডেন)

আর্জেন্টিনা ৩ – ১ দক্ষিণ কোরিয়া
ভ্যালদানো গোল ৬'৪৬'
রুগেরি গোল ১৮'
প্রতিবেদন পার্ক চ্যাং-সিয়ন গোল ৭৩'
ইস্তাদিও অলিম্পিকো ইউনিভার্সিতারিও, মেক্সিকো সিটি
দর্শক সংখ্যা: ৬০,০০০
রেফারি: ভিক্তরিয়ানো স্যানচেজ আরমিনিও (স্পেন)

ইতালি ১ – ১ আর্জেন্টিনা
আলতোবেল্লি গোল ৬' (পে.) প্রতিবেদন মারাদোনা গোল ৩৪'
ইস্তাদিও কুয়াউতেমক, পুয়েব্লা
দর্শক সংখ্যা: ৩২,০০০
রেফারি: জ্যান কেইজের (নেদারল্যান্ডস)

দক্ষিণ কোরিয়া ১ – ১ বুলগেরিয়া
কিম জং-বু গোল ৭০' প্রতিবেদন গেটভ গোল ১১'
ইস্তাদিও অলিম্পিকো ইউনিভার্সিতারিও, মেক্সিকো সিটি
দর্শক সংখ্যা: ৪৫,০০০
রেফারি: ফালাজ আল শানার (সৌদি আরব)

দক্ষিণ কোরিয়া ২ – ৩ ইতালি
চোই সুন-হো গোল ৬২'
হু জুং-মু গোল ৮৩'
প্রতিবেদন আলতোবেল্লি গোল ১৭'৭৩'
চো কয়াং-রে গোল ৮২' (আ.গো.)
ইস্তাদিও কুয়াউতেমক, পুয়েব্লা
দর্শক সংখ্যা: ২০,০০০
রেফারি: ডেভিড সখা (যুক্তরাষ্ট্র)

আর্জেন্টিনা ২ – ০ বুলগেরিয়া
ভ্যালদানো গোল ৩'
বুরুচাগা গোল ৭৬'
প্রতিবেদন
ইস্তাদিও অলিম্পিকো ইউনিভার্সিতারিও, মেক্সিকো সিটি
দর্শক সংখ্যা: ৬৫,০০০
রেফারি: বের্নি উল্লোয়া মরেরা (কোস্টা রিকা)

গ্রুপ বি

দল খে ড্র পরা প্রা বি পা
 মেক্সিকো +২
 প্যারাগুয়ে +১
 বেলজিয়াম
 ইরাক –৩
বেলজিয়াম ১ – ২ মেক্সিকো
ভ্যান্ডেনবার্গ গোল ৪৫' প্রতিবেদন কুইরার্তে গোল ২৩'
স্যানচেজ গোল ৩৯'
দর্শক সংখ্যা: ১১০,০০০
রেফারি: কার্লোস এস্পোসিতো (আর্জেন্টিনা)

প্যারাগুয়ে ১ – ০ ইরাক
রমেরো গোল ৩৫' প্রতিবেদন
ইস্তাদিও নেমেসিও দিয়েজ, তলুকা
দর্শক সংখ্যা: ২৪,০০০
রেফারি: এডুইন পিকন-অ্যাকং (মরিশাস)

মেক্সিকো ১ – ১ প্যারাগুয়ে
ফ্লোরেস গোল ৩' প্রতিবেদন রমেরো গোল ৮৫'
দর্শক সংখ্যা: ১১৪,৬০০
রেফারি: জর্জ কোর্টনি (ইংল্যান্ড)

ইরাক ১ – ২ বেলজিয়াম
রাধি গোল ৫৯' প্রতিবেদন সিফো গোল ১৬'
ক্লেসেন গোল ২১' (পে.)
ইস্তাদিও নেমেসিও দিয়েজ, তলুকা
দর্শক সংখ্যা: ২০,০০০
রেফারি: জিসাস দিয়াজ (কলম্বিয়া)

প্যারাগুয়ে ২ – ২ বেলজিয়াম
কাবানিয়াস গোল ৫০'৭৬' প্রতিবেদন ভের্কাউটেরেন গোল ৩০'
ভেইট গোল ৫৯'
ইস্তাদিও নেমেসিও দিয়েজ, তলুকা
দর্শক সংখ্যা: ১৬,০০০
রেফারি: বগডান ডশেভ (বুলগেরিয়া)

ইরাক ০ – ১ মেক্সিকো
প্রতিবেদন কুইরার্তে গোল ৫৪'
দর্শক সংখ্যা: ১০৩,৭৬৩
রেফারি: জোরান পেট্রোভিচ (ইয়োগোস্লাভিয়া)

গ্রুপ সি

দল খে ড্র পরা প্রা বি পা
 সোভিয়েত ইউনিয়ন +৮
 ফ্রান্স +৪
 হাঙ্গেরি –৭
 কানাডা –৫
কানাডা ০ – ১ ফ্রান্স
প্রতিবেদন পাপিন গোল ৭৯'
ইস্তাদিও ন্যু ক্যাম্প, লিওন
দর্শক সংখ্যা: ৩৬,০০০
রেফারি: হের্ন্যান সিলভা (চিলি)

সোভিয়েত ইউনিয়ন ৬ – ০ হাঙ্গেরি
ইয়াকোভেনকো গোল ২'
অ্যালেইনিকোভ গোল ৪'
বেলানোভ গোল ২৪' (পে.)
ইয়ারেমচুক গোল ৬৬'৭৩'
রদিওনোভ গোল ৮০'
প্রতিবেদন
ইস্তাদিও সার্জিও নিওন শ্যাভেজ, ইরাপুয়াতো
দর্শক সংখ্যা: ১৬,৫০০
রেফারি: লুইগি অ্যাগ্নোলিন (ইতালি)

ফ্রান্স ১ – ১ সোভিয়েত ইউনিয়ন
ফের্ন্যান্দেজ গোল ৬০' প্রতিবেদন র‍্যাটস গোল ৫৩'
ইস্তাদিও ন্যু ক্যাম্প, লিওন
দর্শক সংখ্যা: ৩৬,৫৪০
রেফারি: রমুয়াল্দো আরপ্পি ফিলিও (ব্রাজিল)

হাঙ্গেরি ২ – ০ কানাডা
এস্টেরহ্যাজি গোল ২'
ডেট্যারি গোল ৭৫'
প্রতিবেদন
ইস্তাদিও সার্জিও লিওন শ্যাভেজ, ইরাপুয়াতো
দর্শক সংখ্যা: ১৩,৮০০
রেফারি: জামাল আল শারিফি (সিরিয়া)

হাঙ্গেরি ০ – ৩ ফ্রান্স
প্রতিবেদন স্তোপাইরা গোল ২৯'
তিগানা গোল ৬২'
রশেতেউ গোল ৮৪'
ইস্তাদিও ন্যু ক্যাম্প, লিওন
দর্শক সংখ্যা: ৩১,৪২০
রেফারি: কার্লোস সিলভা ভ্যালেন্তে (পর্তুগাল)

সোভিয়েত ইউনিয়ন ২ – ০ কানাডা
ব্লকহিন গোল ৫৮'
জাভারোভ গোল ৭৪'
প্রতিবেদন
ইস্তাদিও সার্জিও লিওন শ্যাভেজ, ইরাপুয়াতো
দর্শক সংখ্যা: ১৪,২০০
রেফারি: ইদ্রিস ত্রাওরে (মালি)

গ্রুপ ডি

দল খে ড্র পরা প্রা বি পা
 ব্রাজিল +৫
 স্পেন +৩
 উত্তর আয়ারল্যান্ড –৪
 আলজেরিয়া –৪
স্পেন ০ – ১ ব্রাজিল
প্রতিবেদন সক্রেটিস গোল ৬২'
ইস্তাদিও জালিস্কো, গুয়াদালাজারা
দর্শক সংখ্যা: ৩৫,৭৪৮
রেফারি: ক্রিস ব্যামব্রিজ (অস্ট্রেলিয়া)

আলজেরিয়া ১ – ১ উত্তর আয়ারল্যান্ড
জিদান গোল ৫৯' প্রতিবেদন হোয়াইটসাইড গোল ৬'
ইস্তাদিও ত্রেস দি মার্জো, গুয়াদালাজারা
দর্শক সংখ্যা: ২২,০০০
রেফারি: ভ্যালেরি বিউটেনকো (সোভিয়েত ইউনিয়ন)

ব্রাজিল ১ – ০ আলজেরিয়া
ক্যারেকা গোল ৬৬' প্রতিবেদন
ইস্তাদিও জালিস্কো, গুয়াদালাজারা
দর্শক সংখ্যা: ৪৮,০০০
রেফারি: রমুলো মেন্দেজ (গুয়াতেমালা)

উত্তর আয়ারল্যান্ড ১ – ২ স্পেন
ক্লার্ক গোল ৪৬' প্রতিবেদন বুত্রেগুয়েনো গোল ১'
সালিনাস গোল ১৮'
ইস্তাদিও ত্রেস দি মার্জো, গুয়াদালাজারা
দর্শক সংখ্যা: ২৮,০০০
রেফারি: হ্রোস্ট ব্রামিয়ার (অস্ট্রিয়া)

উত্তর আয়ারল্যান্ড ০ – ৩ ব্রাজিল
প্রতিবেদন ক্যারেকা গোল ১৫'৮৭'
জসিমার গোল ৪২'
ইস্তাদিও জালিস্কো, গুয়াদালাজারা
দর্শক সংখ্যা: ৫১,০০০
রেফারি: সিয়েগফ্রাইড কির্শেন (পূর্ব জার্মানি)

আলজেরিয়া ০ – ৩ স্পেন
প্রতিবেদন কালদেরে গোল ১৫'৬৮'
এলয় গোল ৭০'
ইস্তাদিও তেকনোলোজিকো, মনতেরেই
দর্শক সংখ্যা: ২৩,৯৮০
রেফারি: শিজুও টাকাডা (জাপান)

গ্রুপ ই

দল খে ড্র পরা প্রা বি পা
 ডেনমার্ক +৮
 পশ্চিম জার্মানি –১
 উরুগুয়ে –৫
 স্কটল্যান্ড –২
উরুগুয়ে ১ – ১ পশ্চিম জার্মানি
আলজামেন্দি গোল ৪' প্রতিবেদন অ্যালোফস গোল ৮৪'
ইস্তাদিও লা করেগিদোরা, কুয়েরেতারো
দর্শক সংখ্যা: ৩০,৫০০
রেফারি: ভজটেক ক্রিস্টোভ (চেকস্লোভাকিয়া)

স্কটল্যান্ড ০ – ১ ডেনমার্ক
প্রতিবেদন এল্কজের লারসেন গোল ৫৭'
ইস্তাদিও নেজা ৮৬, নেজাহুয়ালকোয়োট্ল
দর্শক সংখ্যা: ১৮,০০০
রেফারি: লাজোস নেমেথ (হাঙ্গেরি)

পশ্চিম জার্মানি ২ – ১ স্কটল্যান্ড
ভলের গোল ২৩'
আলোফস গোল ৪৯'
প্রতিবেদন স্ট্রাশান গোল ১৮'
ইস্তাদিও লা করেগিদোরা, কুয়েরেতারো
দর্শক সংখ্যা: ৩০,০০০
রেফারি: ইওয়ান ইগনা (রোমানিয়া)

ডেনমার্ক ৬ – ১ উরুগুয়ে
এল্কজের লারসেন গোল ১১'৬৭'৮০'
লের্বি গোল ৪১'
লাউড্রাপ গোল ৫২'
অলসেন গোল ৮৮'
প্রতিবেদন ফ্রাঙ্কেস্কোলি গোল ৪৫' (পে.)
ইস্তাদিও নেজা ৮৬, নেজাহুয়ালকোয়োট্ল
দর্শক সংখ্যা: ২৬,৫০০
রেফারি: অ্যান্তোনিও মার্কুয়েজ রামিরেজ (মেক্সিকো)

ডেনমার্ক ২ – ০ পশ্চিম জার্মানি
অলসেন গোল ৪৩' (পে.)
এরিকসেন গোল ৬২'
প্রতিবেদন
ইস্তাদিও লা করেগিদোরা, স্যান্তিয়াগো দি কুয়েরেতারো
দর্শক সংখ্যা: ৩৬,০০০
রেফারি: অ্যালেক্সিস পনেত (বেলজিয়াম)

স্কটল্যান্ড ০ – ০ উরুগুয়ে
প্রতিবেদন
ইস্তাদিও নেজা ৮৬, নেজাহুয়ালকোয়োট্ল
দর্শক সংখ্যা: ২০,০০০
রেফারি: জোয়েল কুইনিওউ (ফ্রান্স)

গ্রুপ এফ

দল খে ড্র পরা প্রা বি পা
 মরক্কো +২
 ইংল্যান্ড +২
 পোল্যান্ড –২
 পর্তুগাল –২
মরক্কো ০ – ০ পোল্যান্ড
প্রতিবেদন
ইস্তাদিও ইউনিভার্সিতারিও, মনতেরেই
দর্শক সংখ্যা: ১৯,৯০০
রেফারি: জোসে লুইস মার্তিনেজ বাজান (উরুগুয়ে)

পর্তুগাল ১ – ০ ইংল্যান্ড
কার্লোস ম্যানুয়েল গোল ৭৬' প্রতিবেদন
ইস্তাদিও তেকনোলোজিকো, মনতেরেই
দর্শক সংখ্যা: ২৩,০০০
রেফারি: ভল্কের রথ (পশ্চিম জার্মানি)

ইংল্যান্ড ০ – ০ মরক্কো
প্রতিবেদন
ইস্তাদিও তেকনোলোজিকো, মনতেরেই
দর্শক সংখ্যা: ২০,২০০
রেফারি: গ্যাব্রিয়েল গঞ্জালেজ (প্যারাগুয়ে)

পোল্যান্ড ১ – ০ পর্তুগাল
স্মলারেক গোল ৬৮' প্রতিবেদন
ইস্তাদিও ইউনিভার্সিতারিও, মনতেরেই
দর্শক সংখ্যা: ১৯,৯১৫

ইংল্যান্ড ৩ – ০ পোল্যান্ড
লিনেকার গোল ৯'১৪'৩৪' প্রতিবেদন
ইস্তাদিও ইউনিভার্সিতারিও, মনতেরেই
দর্শক সংখ্যা: ২২,৭০০
রেফারি: আন্দ্রে ডায়ানা (সুইজারল্যান্ড)

পর্তুগাল ১ – ৩ মরক্কো
ডায়ামান্টিনো গোল ৮০' প্রতিবেদন খাইরি গোল ১৯'২৬'
মেরি ক্রিমাউ গোল ৬২'
ইস্তাদিও ত্রেস দি মার্জো, গুয়াদালাজারা
দর্শক সংখ্যা: ২৮,০০০
রেফারি: অ্যালান স্নোডি (উত্তর আয়ারল্যান্ড)

তৃতীয় স্থানে থাকা দলগুলোর তালিকা

গ্রুপ দল খে ড্র পরা প্রা বি পা
বি  বেলজিয়াম
এফ  পোল্যান্ড –২
 বুলগেরিয়া –২
 উরুগুয়ে –৫
সি  হাঙ্গেরি –৭
ডি  উত্তর আয়ারল্যান্ড –৪

১৯৯৪ বিশ্বকাপ থেকে, বিজয়ী দলগুলোকে দুই পয়েন্টের পরিবর্তে তিন পয়েন্ট করে দেওয়া শুরু হয়। এই নিয়ম হলে হাঙ্গেরি বুলগেরিয়ার উপরে অবস্থান করত এবং উরুগুয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যেত।

নকআউট পর্ব

 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
১৬ জুন – পুয়েব্লা
 
 
 আর্জেন্টিনা
 
২২ জুন – মেক্সিকো সিটি
 
 উরুগুয়ে
 
 আর্জেন্টিনা
 
১৮ জুন – মেক্সিকো সিটি
 
 ইংল্যান্ড
 
 ইংল্যান্ড
 
২৫ জুন – মেক্সিকো সিটি
 
 প্যারাগুয়ে
 
 আর্জেন্টিনা
 
১৮ জুন – কুয়েরেতারো
 
 বেলজিয়াম
 
 ডেনমার্ক
 
২২ জুন – পুয়েব্লা
 
 স্পেন
 
 স্পেন১ (৪)
 
১৫ জুন – লিওন
 
 বেলজিয়াম (পেন.)১ (৫)
 
 সোভিয়েত ইউনিয়ন
 
২৯ জুন – মেক্সিকো সিটি
 
 বেলজিয়াম (অ.স.প.)
 
 আর্জেন্টিনা
 
১৬ জুন – গুয়াদালাজারা
 
 পশ্চিম জার্মানি
 
 ব্রাজিল
 
২১ জুন – গুয়াদালাজারা
 
 পোল্যান্ড
 
 ব্রাজিল১ (৩)
 
১৭ জুন – মেক্সিকো সিটি
 
 ফ্রান্স (পেন.)1 (4)
 
 ইতালি
 
২৫ জুন – গুয়াদালাজারা
 
 ফ্রান্স
 
 ফ্রান্স
 
১৭ জুন – মনতেরেই
 
 পশ্চিম জার্মানিতৃতীয় স্থান
 
 মরক্কো
 
২১ জুন – মনতেরেই২৮ জুন – পুয়েব্লা
 
 পশ্চিম জার্মানি
 
 পশ্চিম জার্মানি (পেন.)০ (৪) ফ্রান্স (অ.স.প.)
 
১৫ জুন – মেক্সিকো সিটি
 
 মেক্সিকো০ (১)  বেলজিয়াম
 
 মেক্সিকো
 
 
 বুলগেরিয়া
 

১৬ দলের পর্ব

মেক্সিকো ২ – ০ বুলগেরিয়া
নেগ্রেতে গোল ৩৪'
সেরভিন গোল ৬১'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১১৪,৫৮০
রেফারি: রমুয়াল্দো আরপ্পি ফিলিও (ব্রাজিল)

সোভিয়েত ইউনিয়ন ৩ – ৪ (অ.স.প.) বেলজিয়াম
বেলানোভ গোল ২৭'৭০'১১১' (পে.) প্রতিবেদন সিফো গোল ৫৬'
কেউলেম্যান্স গোল ৭৭'
ডেমল গোল ১০২'
ক্লেসেন গোল ১১০'
ইস্তাদিও ন্যু ক্যাম্প, লিওন
দর্শক সংখ্যা: ৩২,২৭৭
রেফারি: এরিক ফ্রেডরিকসন (সুইডেন)

ব্রাজিল ৪ – ০ পোল্যান্ড
সক্রেটিস গোল ৩০' (পে.)
জসিমার গোল ৫৫'
এদিনিও গোল ৭৯'
ক্যারেকা গোল ৮৩' (পে.)
প্রতিবেদন
ইস্তাদিও জালিস্কো, গুয়াদালাজারা
দর্শক সংখ্যা: ৪৫,০০০
রেফারি: ভল্কের রথ (পশ্চিম জার্মানি)

আর্জেন্টিনা ১ – ০ উরুগুয়ে
পাসকুয়ি গোল ৪২' প্রতিবেদন
ইস্তাদিও কুয়াতেমক, পুয়েব্লা
দর্শক সংখ্যা: ২৬,০০০
রেফারি: লুইগি অ্যাগ্নোলিন (ইতালি)

ইতালি ০ – ২ ফ্রান্স
প্রতিবেদন প্লাতিনি গোল ১৫'
স্তোপাইরা গোল ৫৭'
ইস্তাদিও অলিম্পিকো ইউনিভার্সিতারিও, মেক্সিকো সিটি
দর্শক সংখ্যা: ৭০,০০০
রেফারি: কার্লোস এস্পোসিতো (আর্জেন্টিনা)

মরক্কো ০ – ১ পশ্চিম জার্মানি
প্রতিবেদন ম্যাথেউস গোল ৮৭'
ইস্তাদিও ইউনিভার্সিতারিও, মনতেরেই
দর্শক সংখ্যা: ১৯,৮০০
রেফারি: জোরান পেট্রোভিচ (ইয়োগোস্লাভিয়া)

ইংল্যান্ড ৩ – ০ প্যারাগুয়ে
লিনেকার গোল ৩১'৭৩'
বেয়ার্ডস্লে গোল ৫৬'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৯২,৭২৮
রেফারি: জামাল আল শারিফ (সিরিয়া)

ডেনমার্ক ১ – ৫ স্পেন
অলসেন গোল ৩৩' (পে.) প্রতিবেদন বুত্রেগুয়েনো গোল ৪৩'৫৬'৮০'৮৮' (পে.)
গোইকোটজিয়া গোল ৬৮' (পে.)
ইস্তাদিও লা করেগিদোরা, কুয়েরেতারো
দর্শক সংখ্যা: ৩৮,৫০০
রেফারি: জ্যান কেইজের (নেদারল্যান্ডস)

কোয়ার্টার-ফাইনাল

ব্রাজিল ১ – ১ (অ.স.প.) ফ্রান্স
ক্যারেকা গোল ১৭' প্রতিবেদন প্লাতিনি গোল ৪০'
পেনাল্টি
সক্রেটিস পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
অ্যালেমাও পেনাল্টিতে গোল করেছেন
জিকো পেনাল্টিতে গোল করেছেন
ব্রাংকো পেনাল্টিতে গোল করেছেন
জুলিও সিজার পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
৩ – ৪ পেনাল্টিতে গোল করেছেন স্তোপাইরা
পেনাল্টিতে গোল করেছেন অ্যামোরস
পেনাল্টিতে গোল করেছেন বেলোয়ান
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে প্লাতিনি
পেনাল্টিতে গোল করেছেন ফের্ন্যান্দেজ
ইস্তাদিও জালিস্কো, গুয়াদালাজারা
দর্শক সংখ্যা: ৬৫,০০০
রেফারি: ইওয়ান ইগনা (রোমানিয়া)

পশ্চিম জার্মানি ০ – ০ (অ.স.প.) মেক্সিকো
প্রতিবেদন
পেনাল্টি
আলোফসপেনাল্টিতে গোল করেছেন
ব্রেহমে পেনাল্টিতে গোল করেছেন
ম্যাথেউস পেনাল্টিতে গোল করেছেন
লিটবার্স্কি পেনাল্টিতে গোল করেছেন
৪ – ১ পেনাল্টিতে গোল করেছেন নেগ্রেতে
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে কুইরার্তে
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে সারভিন
ইস্তাদিও ইউনিভার্সিতারিও, মনতেরেই
দর্শক সংখ্যা: ৪১,৭০০
রেফারি: জিসাস দিয়াজ (কলম্বিয়া)

আর্জেন্টিনা ২ – ১ ইংল্যান্ড
মারাদোনা গোল ৫১'৫৫' প্রতিবেদন লিনেকার গোল ৮১'

স্পেন ১ – ১ (অ.স.প.) বেলজিয়াম
সেনিয়র গোল ৮৫' প্রতিবেদন কেউলেম্যানস গোল ৩৫'
পেনাল্টি
সেনিয়র পেনাল্টিতে গোল করেছেন
এলয় পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
চেন্দো পেনাল্টিতে গোল করেছেন
বুত্রাগুয়েনো পেনাল্টিতে গোল করেছেন
ভিক্তর পেনাল্টিতে গোল করেছেন
৪ – ৫ পেনাল্টিতে গোল করেছেন ক্লেসেন
পেনাল্টিতে গোল করেছেন সিফো
পেনাল্টিতে গোল করেছেন ব্রুস
পেনাল্টিতে গোল করেছেন ভেরভুর্ট
পেনাল্টিতে গোল করেছেন ভ্যান ডার এলস্ট
ইস্তাদিও কুয়াতেমক, পুয়েব্লা
দর্শক সংখ্যা: ৪৫,০০০
রেফারি: সেইগফ্রাইড কির্শেন (পূর্ব জার্মানি)

সেমি-ফাইনাল

ফ্রান্স ০ – ২ পশ্চিম জার্মানি
প্রতিবেদন ব্রেহমা গোল ৯'
ফোলার গোল ৮৯'
ইস্তাদিও জালিস্কো, গুয়াদালাজারা
দর্শক সংখ্যা: ৪৫,০০০
রেফারি: লুইজি আগ্নোলিন (ইতালি)

আর্জেন্টিনা ২ – ০ বেলজিয়াম
মারাদোনা গোল ৫১'৬৩' প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১১৪,৫০০
রেফারি: আন্তোনিও মার্কুয়েজ রামিরেজ (মেক্সিকো)

তৃতীয় স্থান নির্ধারণী খেলা

ফ্রান্স ৪ – ২ (অ.স.প.) বেলজিয়াম
ফেরেরি গোল ২৭'
পাপিন গোল ৪৩'
গেনগিনি গোল ১০৪'
আমোরস গোল ১১১' (পে.)
প্রতিবেদন কেউলেম্যানস গোল ১১'
ক্লেসেন গোল ৭৩'
ইস্তাদিও কুয়াতেমক, পুয়েব্লা
দর্শক সংখ্যা: ২১,০০০
রেফারি: জর্জ কোর্টনি (ইংল্যান্ড)

ফাইনাল

আর্জেন্টিনা ৩ – ২ পশ্চিম জার্মানি
ব্রাউন গোল ২৩'
ভ্যালদানো গোল ৫৫'
বুরুচাগা গোল ৮৩'
প্রতিবেদন রুমেনিগে গোল ৭৪'
ভলের গোল ৮০'
দর্শক সংখ্যা: ১১৪,৬০০
রেফারি: রমুয়াল্দো আরপ্পি ফিলিও (ব্রাজিল)

পুরস্কারসমূহ

সূত্র:[৩]

গোল্ডেন বুট গোল্ডেন বল ফিফা ফেয়ার প্লে শিরোপা
ইংল্যান্ড গ্যারি লিনেকার আর্জেন্টিনা দিয়েগো মারাদোনা  ব্রাজিল

গোলদাতা খেলোয়াড়গন

প্রতিযোগিতায় যেসব খেলোয়াড়দের লাল কার্ড দেখানো হয়েছে

  • কানাডা মাইক সুইনি[৪]
  • ডেনমার্ক ফ্রাংক আর্নেসেন
  • ইংল্যান্ড রে উইলকিনস
  • পশ্চিম জার্মানি থমাস বার্টহোল্ড
  • ইরাক বাসিল গর্গিস
  • মেক্সিকো হ্যাভিয়ের অ্যাগুইরে
  • উরুগুয়ে হোসে বাতিস্তা
  • উরুগুয়ে মিগুয়েল বসিও

তথ্যসূত্র

  1. "1986 FIFA World Cup Mexico – Overview"FIFA.comফিফা। ১০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩ 
  2. "1986 FIFA World Cup Mexico"FIFA.comফিফা। ১৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩ 
  3. "1986 FIFA World Cup Mexico – Awards"FIFA.comফিফা। ১৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  4. "HUNGARY - CANADA"Planet World Cup। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩ 

বহিঃসংযোগ