আলজেরিয়ার ভূগোল

উপগ্রহ থেকে তোলা আলজেরিয়ার ভূ-প্রকৃতির চিত্র
তাহাত পর্বত, হোগার, আলজেরিয়া এর দৃশ্য

আলজেরিয়া আফ্রিকার ২য় বৃহত্তম রাষ্ট্র হলেও এর চার-পঞ্চমাংশ এলাকা সাহারা মরুভূমিতে পড়েছে। উত্তরে ভূমধ্যসাগর ঘেঁষে রয়েছে প্রায় ১ হাজার কিলোমিটার দীর্ঘ উপকূল। উত্তরের উপকূলীয় এলাকাতে মৃদু ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজমান। সাহারান অ্যাটলাস পর্বতমালা সবুজ উপকূলীয় অঞ্চলকে দক্ষিণের সাহারা মরুভূমি থেকে পৃথক করেছে।

আলজেরিয়া ২,৩৮১,৭৪০ বর্গ কিলোমিটার (৯১৯,৫৯০ বর্গ মাইল) ভূমি নিয়ে গঠিত, যার ৮০% এরও বেশি মরুভূমি, উত্তর আফ্রিকায়, মরক্কো এবং তিউনিসিয়ার মধ্যে অবস্থিত।[][]

তথ্যসূত্র

  1. Deeb, Mary-Jane (১৯৯৩)। "Physical Setting"। Metz, Helen Chapin। Algeria: a country study (English ভাষায়)। Washington, D.C.: Federal Research Division, Library of Congress। পৃষ্ঠা 69–76। ওসিএলসি 44230753. এই উৎস থেকে এই নিবন্ধে লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পাবলিক ডোমেইনে রয়েছে। 
  2. Central Intelligence Agency (২ জুন ২০২০)। The CIA World Factbook 2020-2021। Skyhorse। পৃষ্ঠা 158। আইএসবিএন 978-1-5107-5826-1