মরক্কোর ভূগোল
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/LocationMorocco.svg/220px-LocationMorocco.svg.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d2/Modis_morocco_lrg.jpg/310px-Modis_morocco_lrg.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Morocco_Topography.png/310px-Morocco_Topography.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/MoroccoWesternSaharaOMC.png/330px-MoroccoWesternSaharaOMC.png)
মরক্কো উত্তরে ভূমধ্যসাগর হতে পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত; এর অভ্যন্তরের বৃহৎ পাহাড়ি এলাকা এবং সুদূর দক্ষিণে সাহারা মরুভূমি। মরক্কো একটি উত্তর আফ্রিকান দেশ, যা আফ্রিকার একবারে উত্তর-পশ্চিমে সীমানায় মহাদেশীয় ইউরোপের প্রান্তে অবস্থিত। ১৩ কিলোমিটার (৮.১ মাইল) প্রশস্ত জিব্রাল্টার প্রণালী স্পেনকে মরক্কো থেকে বিচ্ছিন্ন করেছে। মরক্কোর পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তরে পশ্চিম ভূমধ্যসাগর।
ভৌগোলিক পরিসংখ্যান
ভৌগোলিক স্থানাঙ্ক: ৩২°০০′ উত্তর ৫°০০′ পশ্চিম / ৩২.০০০° উত্তর ৫.০০০° পশ্চিম
আয়তন:
মোট:
৪৪৫,৫৫১ বর্গ কিলোমিটার (পশ্চিম সাহারা ব্যতীত), ৭১২,৫৫০ বর্গ কিলোমিটার (মরক্কো ও পশ্চিম সাহারা মিলিতভাবে);
ভূমি:
৪৪৬,৩০২ বর্গ কিলোমিটার (বা, ৭১২,২০০ বর্গ কিলোমিটার);
জলভাগ:
২৫০ বর্গ কিলোমিটার।
সমুদ্রসীমা:
টেরিস্ট্রিয়াল সমুদ্রসীমা:
১২ নটিক্যাল মাইল (২২.২ কিমি; ১৩.৮ মা);
বিশেষ অর্থনৈতিক এলাকা:
৫,৭৫,২৩০ কিমি২ (২,২২,১০০ মা২) with ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪ কিমি)।
ভূমি ব্যবহার ও প্রাকৃতিক সম্পদ
প্রাকৃতিক সম্পদ: ফসফেট, আকরিক লৌহ, ম্যাঙ্গানিজ, তামা, জিংক, মাছ, লবণ।
ভূমি ব্যবহার:
চাষযোগ্য ভূমি:
১৭.৫%;
স্থায়ী শষ্য:
২.৯%;
স্থায়ী চারণভূমি:
৪৭.১%;
বনভূমি:
১১.৫%;
অন্যান্য:
২১.৬১% (২০১১)।
সেচের আওতাভূক্ত ভূমি: ১৪,৮৫০ বর্গ কিলোমিটার (২০০৪)।
মোট নবায়নযোগ্য পানি সম্পদ: ২৯ কিলোমিটার৩ (২০১১)
প্রাকৃতিক দূর্যোগ: মৌসুমি খরা।
আরও দেখুন
- মরক্কোর জলবায়ু
- মরক্কোর নদনদীর তালিকা
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- বিশ্বের মৃত্তিকা মানচিত্র - মরক্কোর মৃত্তিকা মানচিত্র।