উভয়ৌষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি

আমরা জানি ব্যন্জনধ্বনি উচ্চারণ করতে হলে ঠোঁট স্পর্শ করতে হয়ে। ছবিতে যেহেতু ঠোঁট স্পর্শ করা দেখা যাচ্ছে সেহেতু এখানে ব্যন্জনধ্বনি উচ্চারণ করা হয়েছে। যেমনঃ- পানি, ভূমি , মাটি, বছর ইত্যাদি।

যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে উভয় ঠোঁট স্পর্শ করা হয় সেগুলোকে উভয়ৌষ্ঠ্য বা বিশুদ্ধ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি বলা হয়। বাংলা ভাষার "প", "ব", "ভ", ও "ম" বর্ণগুলোর উচ্চারণ উভয়ৌষ্ঠ্য বলা হয়।