কাকিলাকুড়া ইউনিয়ন

কাকিলাকুড়া
ইউনিয়ন
কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ।
কাকিলাকুড়া ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
কাকিলাকুড়া
কাকিলাকুড়া
কাকিলাকুড়া বাংলাদেশ-এ অবস্থিত
কাকিলাকুড়া
কাকিলাকুড়া
বাংলাদেশে কাকিলাকুড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৮′৪৮″ উত্তর ৮৯°৫৫′৪২″ পূর্ব / ২৫.১৪৬৬৭° উত্তর ৮৯.৯২৮৩৩° পূর্ব / 25.14667; 89.92833 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাশেরপুর জেলা
উপজেলাশ্রীবরদী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানহামিদ উল্লাহ তালুকদার
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

কাকিলাকুড়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[][]

প্রশাসনিক এলাকা

গ্রাম সমূহ– কুতুবপুর, খামারপাড়া, চকপাড়া, পিরিজপুর, সাতানীপাড়া, গড়খুলা, গবরীকুড়া, খঞ্চেপাড়া, দীগদারী, খাটিয়াডাঙ্গা, মলামারী, কামারপাড়া, চিথলীয়াপাড়া, ভতনীকান্দা, উলিপাড়া, গেড়ামারা, কামারদহ, পুটল, চিংগুতাইর, খাসপাড়া, বলদিয়ারচর, সকরারদী, খোশালপুর, কানিপাড়া, দিয়ালপাড়া, নয়াপাড়া, চুরিয়াপাড়া।

আয়তন ও জনসংখ্যা

আয়তন– ১০ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা– ৩০৪৬ জন (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

শিক্ষা

শিক্ষার হার : ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

শিক্ষা প্রতিষ্ঠান

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৮টি
  • বে-সরকারি রেজিঃ প্রাঃ বিদ্যালয় ৭টি
  • উচ্চ বিদ্যালয় ২টি
  • মাদ্রাসা- ১টি

দর্শনীয় স্থান

  • অচিন বৃক্ষ

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- হামিদ উল্লাহ তালুকদার

পূর্বতন চেয়ারম্যানগণের তালিকা ও মেয়াদকাল
 চেয়ারম্যানের নাম মেয়াদকাল
মোঃ মোফাজ্জল হুসেন তালুকদার ১৯৭২-১৯৭৬
আবুল হায়াত মোঃ জিয়াউর রহমান ১৯৭৬-১৯৮২
মোঃ আব্দুল কুদ্দুস তালুকদার ১৯৮২-১৯৮৮
মোঃ আব্দুল কুদ্দুস তালুকদার ১৯৮৮-১৯৯২
হামিদ উল্লাহ তালুকদার  ১৯৯২-২০০২
মোঃ আলিফ উদ্দিন ২০০৩-২০১১
হামিদ উল্লাহ তালুকদার ২০১১-চলমান

তথ্যসূত্র

  1. "কাকিলাকুড়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০ 
  2. "শ্রীবর্দী উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০