গোঁসাইপুর ইউনিয়ন
গোশাইপুর | |
---|---|
ইউনিয়ন | |
৫নং গোশাইপুর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে গোঁসাইপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৮′৪৮″ উত্তর ৮৯°৫৫′৪২″ পূর্ব / ২৫.১৪৬৬৭° উত্তর ৮৯.৯২৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | শেরপুর জেলা |
উপজেলা | শ্রীবরদী উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
গোশাইপুর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
ইতিহাস
প্রশাসনিক এলাকা
গ্রাম সমূহ– মাটিয়াকুড়া, গড়গরিয়া, গিলাগাছা, গোনাপাড়া, জংগলখিলা, ভারেরা, ধাতুয়া, শংকরঘোষ, রহমতপুর বালিয়াচন্ডি গোশাইপুর ছেউরিয়াদহেরপাড় আড়ালেকান্দা
আয়তন ও জনসংখ্যা
আয়তন– ৭.৭০ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা-২৬৩০৭ জন। (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
শিক্ষা
শিক্ষার হার: ৩৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮টি
- বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় ৫টি
- উচ্চ বিদ্যালয় ২টি
- মাদ্রাসা- ২টি
দর্শনীয় স্থান
ভারেরা এস,পি হাই স্কুল এন্ড কলেজ , তেনাচিড়া ব্রিজ, খলিসাকুড়ে বিল, বইশা বিল, খন্তিপাড়া খাল। ভারেরা ঈদগাহ মাঠ. মুন্সিবাড়ি পুরাতন মসজিদ. ধাতুয়া আরাইলা কান্ধা সরকার বাড়ি. বানারিপাড়া প্রাইমারি স্কুল।(ব্রিটিশ পিরিয়ড) মাটিয়াকুড়া দাখিল মাদ্রাসা, মাটিয়াকুড়া সকাল বাজার।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
১.মোঃ তৌহিদুর রহমান মুন, সহকারী কমিশনার(ভূমি), গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২. আমিনুল ইসলাম (মুক্তিযোদ্ধা কমান্ডার)। ৩. মঞ্জুরুল ইসলাম রানা ( আঞ্চলিক কবি)।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ শাহাজাল ইসলাম আশিক
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মোঃ আক্তারুজ্জামান | ১৯৯৮ - ২০০২ |
০২ | মোঃ আল আমিন | ২০০৩ - ২০১১ |
০৩ | মোঃ আব্দুল্লাহ আল মামুন তালুকদার | ২০১১-২০১৬ |
০৪ | "এ.কে.এম জোবায়েল" | ২০১৬-২০২২ |
০৫ | মোঃশাহাজামাল ইসলাম আশিক | ২০২২- চলমান
আরও দেখুনতথ্যসূত্র
|