পোড়াগাঁও ইউনিয়ন
পোড়াগাঁও | |
---|---|
ইউনিয়ন | |
পোড়াগাও ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে পোড়াগাঁও ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৫′২″ উত্তর ৯০°১১′৫৭″ পূর্ব / ২৫.০৮৩৮৯° উত্তর ৯০.১৯৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | শেরপুর জেলা |
উপজেলা | নালিতাবাড়ী উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পোড়াগাঁও ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার অন্তর্গত একটি।[১][২]
অবস্থান ও সীমানা
১ নং পোড়াগাঁও ইউনিয়ন শেরপুর জেলার অর্ন্তগত নালিতাবাড়ী উপজেলার উত্তর-পশ্চিমে অবস্থিত পাহাড় দ্বারা আবদ্ধ সীমান্তবর্তী ছোট একটি ইউনিয়ন। এর পশ্চিমে ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়ন, উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, পূর্বে নয়াবিল ইউনিয়ন এবং দক্ষিণে নন্নী ইউনিয়ন দ্বারা বেষ্টিত।
ইতিহাস
পোড়াগাঁও ছিল হাজংদের আদি নিবাস।লোকমুখে প্রচলিত আছে যে, দেশ বিভাজনের সময় সাম্প্রদায়িক কারণে এখানকার হাজংরা ভারতে চলে যেতে বাধ্য হলে তাঁরা প্রচন্ড ক্ষোভে তাদের সমগ্র বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল এবং তখন থেকেই এর নাম হয় পোড়াগাঁও।বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে পাহাড়ী এলাকা হওয়ায় প্রাচীনকালে এই এলাকা বিস্তর পোড়ামাটি দ্বারা বিশিষ্ট ছিল এবং আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে স্বাভাবিক রূপ ধারণ করে। তাই বিশিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন বহু বহু বছর পূর্বের পোড়ামাটির প্রভাবে এই এলাকার নাম পোড়াগাঁও হয়ে উঠেছিল।
দেশে স্থানীয় প্রশাসন চালুর পর নন্নী ও পোড়াগাঁও যৌথভাবে একই ইউনিয়ন হিসাবে তাদের স্থানীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। ১৯৯০ এর দশকের প্রথমদিকে ১ নং পোড়াগাঁও স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে।
শিক্ষা
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়:
- বাতকুচি সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
- পলাশিকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- পোড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- লক্ষিকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- বুরুঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- সমশ্চুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়:
- পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয়।
- পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় ।
- সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা
- বাতকুচি বেকিকুড়া জামিউল উলুম মাদ্রাসা ও এতিমখানা ।
- লক্ষিকুরা নূরানী ও হাফেজি মাদ্রাসা।
- ফাতেমা জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা।
দর্শনীয় স্থান
- মধুটিলা ইকোপার্ক ।
- বাংলো বাড়ী ।
- বুরুঙ্গা ব্রীজ ।
নদ-নদী
প্রশাসনিক এলাকা
ক্রমিক নং | গ্রামের নাম |
---|---|
০১ | বাতকুচি |
০২ | পলাশিকুড়া |
০৩ | পোরাগাও |
০৪ | বুরুঙ্গা |
০৫ | লক্ষিকুড়া |
০৬ | ধুপাকুড়া |
০৭ | সমুচূরা |
০৮ | আন্ধারোপাড়া |
০৯ | বোনারপাড়া |
১০ | কালপানি |
১১ | মেছকুড়া |
১২ | শেকেরকুড়া |
ছবি ঘর
জনপ্রতিনিধি
চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | বর্তমান আলহাজ্ব মাওলানা মোঃ জামাল উদ্দিন | |
০২ | সাবেক, আলহাজ্ব মোঃ আজাদ মিয়া | |
০৩ | সাবেক, আবু বকর সিদ্দীক | |
০৪ | সাবেক, মোঃ শাহাজ উদ্দিন | |
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "পোড়াগাও ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।
- ↑ "নালিতাবাড়ী উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০।