কাবুল নদী

কাবুল
নদী
দেশ আফগানিস্তান এবং পাকিস্তান
উপনদী
 - বাঁদিকে Panjshir River, Alingar River, Kunar River, Swat River
 - ডানদিকে Logar River, Bara River
উৎস Hindu Kush Mountains
 - উচ্চতা ২,৪০০ মিটার (৭,৮৭৪ ফিট)
মোহনা Indus River
 - অবস্থান Attock
দৈর্ঘ্য ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল)
অববাহিকা ৬৬,০০০ বর্গকিলোমিটার (২৫,৪৮৩ বর্গমাইল)

কাবুল নদী (পশতু: کابل سیند, দারি: دریای کابل‎, উর্দু: دریائے کابل‎‎), ক্লাসিকাল কোপেস /ˈkfz/, is a ৭০০-কিলোমিটার (৪৩০ মা) দীর্ঘ নদী যা সাংলেখ রেঞ্জ এর হিন্দু কুশ পর্বতমালায় আফগানিস্তান এবং বাঁধিবার জিনিসপত্র মধ্যে সিন্ধু নদী এর কছে এ্যাটক, পাকিস্তান. এটি পূর্ব আফগানিস্তানের প্রধান নদী এবং উনাই পাস দ্বারা হেলমান্দ জলের অংশ থেকে আলাদা করা হয়।

ধারা

কাবুল নদীটি কাবুলের শহরগুলি অতিবাহিত করে, পাকিস্তানে খাইবার পাখতুনখোয়াতে অতিবাহিত হওয়ার পূর্বে আফগানিস্তানে সুরজি এবং জালালাবাদ এর ২৫ কিলোমিটার (১৬মাইল) টোরখামে ডুরান্ড লাইন সীমান্তের উত্তরে। কাবুল নদীর প্রধান উপনদীগুলি হচ্ছে লোগার, পানজির, আলিংগার, কুনার, বার ও সোয়াত নদী।

তথ্যসূত্র

বহিঃসংযোগ