চম্পারণ হামসফর এক্সপ্রেস
চম্পারন হামসফর এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | হামসফর এক্সপ্রেস |
প্রথম পরিষেবা | ১০ এপ্রিল ২০১৮ |
বর্তমান পরিচালক | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
যাত্রাপথ | |
শুরু | কাটিহার জংশন (কে আই আর) |
বিরতি | ১১ |
শেষ | দিল্লী জংশন (ডি এল আই) |
ভ্রমণ দূরত্ব | ১,৪৭৩ কিমি (৯১৫ মা) |
যাত্রার গড় সময় | ৩০ ঘণ্টা |
পরিষেবার হার | সাপ্তাহিক |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | তৃতীয় শ্রেণীর এসি |
আসন বিন্যাস | নেই |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
চম্পারন হামসফর এক্সপ্রেস (১৫৭০৫/১৫৭০৬) হলো একটি অতিদ্রিত ট্রেন, যেটি দিল্লী থেকে বিহারের কাটিহার পর্যন্ত চলাচল করে। এটি একটি হামসফর এক্সপ্রেস শ্রেণীভূক্ত ট্রেন
ইতিহাস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালে এপ্রিল মাসে এই ট্রেনটির শুভারম্ভ করেন। চম্পারন সত্যাগ্রহের শতবর্ষ পূর্তি উপলক্ষে এর নাম হয়েছে চম্পারন হামসফর এক্সপ্রেস।
যাত্রাপথে গুরুত্বপূর্ণ স্টেশন
- কাটিহার জংশন
- পূর্ণিয়া জংশন
- সাহর্সা জংশন
- সমস্তিপুর জংশন
- মুজফ্ফরপুর জংশন
- বাপুধাম মোতাহারী
- লখনউ
- কানপুর সেন্ট্রাল
- দিল্লী জংশন