ভুবনেশ্বর–কৃষ্ণরাজপুরম হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ | |||||
---|---|---|---|---|---|
পরিষেবা ধরন | হামসফর এক্সপ্রেস | ||||
প্রথম পরিষেবা | ১৩ জুলাই ২০১৭ | ||||
বর্তমান পরিচালক | পূর্ব উপকূল রেল | ||||
যাত্রাপথ | |||||
শুরু | কৃষ্ণরাজপুরম (কেজেএম) | ||||
বিরতি | ১৭ | ||||
শেষ | ভুবনেশ্বর (বিবিএস) | ||||
ভ্রমণ দূরত্ব | ১,৫১২ কিমি (৯৪০ মা) | ||||
যাত্রার গড় সময় | ২৫ঘ. ০মি. | ||||
পরিষেবার হার | সাপ্তাহিক [ক] | ||||
রেল নং | ২২৮৩৩ / ২২৮৩৪ | ||||
যাত্রাপথের সেবা | |||||
শ্রেণী | এসি ৩ টায়ার | ||||
আসন বিন্যাস | নেই | ||||
ঘুমানোর ব্যবস্থা | আছে | ||||
খাদ্য সুবিধা | উপলব্ধ | ||||
পর্যবেক্ষণ সুবিধা | বড় জানালা | ||||
কারিগরি | |||||
গাড়িসম্ভার | এলএইচবি হামসফর | ||||
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) | ||||
পরিচালন গতি | ৬০ কিমি/ঘ (৩৭ মা/ঘ) | ||||
|
ভুবনেশ্বর–কৃষ্ণরাজপুরম হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত কৃষ্ণরাজপুরম রেলওয়ে স্টেশন এবং ওড়িশার ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ২২৮৩৩/২২৮৩৪ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে চলাচল করে।[১][২][৩][৪][৫]
কোচের বৈশিষ্ট্য
ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।
কোচে ষোলোটি এসি-৩ টায়ার, একটি প্যান্ট্রিকার ও দুটি জেনারেটর পাওয়ার কার রয়েছে।
পরিষেবা
২২৮৩৩ নং ভুবনেশ্বর–কৃষ্ণরাজপুরম হামসফর এক্সপ্রেস ৬০ কিমি প্রতি ঘন্টা বেগে বুধবার যাত্রা শুরু করে ২৫ ঘন্টায় ১৫১২ কিমি এবং ২২৮৩৪ নং ট্রেনটি বৃহস্পতিবার ৫৯ কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে ২৫ ঘন্টা ৪০ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।
লোকো লিংক
এই ট্রেনটি বিশাখাপত্তনম ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম পর্যন্ত যায়। বাকি পথ বিশাখাপত্তনম থেকে কৃষ্ণরাজপুরম পর্যন্ত লালাগুড়া ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ লোকোমোটিভ দ্বারা চলে।
সময় সারণী
ট্রেন নাম্বার | স্টেশন কোড | যাত্রারম্ভ স্টেশন | যাত্রারম্ভের সময় | যাত্রারম্ভের দিন | যাত্রাসমাপ্তি স্টেশন | যাত্রাসমাপ্তির সময় | যাত্রাসমাপ্তির দিন |
---|---|---|---|---|---|---|---|
২২৮৩৩ | বিবিএস | ভুবনেশ্বর | ১২:১০ (দুপুর) | বুধবার | কৃষ্ণরাজপুরম | ১:০০ পিএম | বৃহস্পতিবার |
২২৮৩৪ | কেজেএম | কৃষ্ণরাজপুরম | ৪:৫৫ পিএম | বৃহস্পতিবার | ভুবনেশ্বর | ৬:১৫ পিএম | শুক্রবার |
পথ ও যাত্রাবিরতি
- ভুবনেশ্বর
- খুর্দা রোড জংশন
- ব্রহ্মপুর
- পলাসা
- শ্রীকাকুলাম রোড
- বিজয়নগরম জংশন
- বিশাখাপত্তনম
- দুব্বাড়া
- রাজামুন্দ্রী
- এলুরু
- বিজয়ওয়াড়া জংশন
- ওঙ্গোল
- নেল্লোর
- রেনিগুণ্টা
- কাটপাড়ি জংশন
- বঙ্গারপেট
- কৃষ্ণরাজপুরম
টীকা
- ↑ উভয় দিকে সপ্তাহে এক দিন
তথ্যসূত্র
- ↑ Introduction of New Train Bhubaneswar-Krishnarajapuram-Bhubaneswar Humsafar Express (Weekly)
- ↑ "Humsafar weekly to Krishnarajapuram from July 17"
- ↑ PTI (৯ জুলাই ২০১৭)। "Humsafar Express between Bhubaneswar & Bengaluru to start soon"। Financial Express। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৮।
- ↑ Bhubaneswar - Krishnarajapuram Humsafar Express
- ↑ Prabhu Inaugurates Various Passenger Initiatives