দুর্গ–হযরত নিজামুদ্দীন হামসফর এক্সপ্রেস

দুর্গ–হযরত নিজামুদ্দীন হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনহামসফর এক্সপ্রেস
প্রথম পরিষেবা২৮ এপ্রিল ২০১৭; ৭ বছর আগে (2017-04-28)
বর্তমান পরিচালকদক্ষিণ পূর্ব মধ্য রেল
যাত্রাপথ
শুরুদুর্গ জংশন (ডিইউআরজি)
বিরতি১৪
শেষহযরত নিজামুদ্দীন (এনজেডএম)
ভ্রমণ দূরত্ব১,২৮০ কিমি (৭৯৫ মা)
যাত্রার গড় সময়২১ঘ. ২০মি.
পরিষেবার হারসপ্তাহে দুইদিন
রেল নং২২৮৬৭ / ২২৮৬৮
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি ৩ টায়ার
আসন বিন্যাসনেই
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাউপলব্ধ
পর্যবেক্ষণ সুবিধাবড় জানালা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি হামসফর
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
পরিচালন গতি৫৯ কিমি/ঘ (৩৭ মা/ঘ) বিরতির গড় ধরে
পথের মানচিত্র

দুর্গ–হযরত নিজামুদ্দীন হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন, যা  ছত্রিশগড়ের দুর্গ জংশন রেলওয়ে স্টেশন এবং দিল্লির হযরত নিজামুদ্দীন রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে দুইবার ২২৮৬৭/২২৮৬৮ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশছত্রিশগড়ের মধ্যে চলাচল করে।

কোচের বৈশিষ্ট্য

ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।

কোচে ষোলোটি এসি-৩ টায়ার, একটি প্যান্ট্রিকার ও দুটি জেনারেটর পাওয়ার কার রয়েছে।

পরিষেবা

২২৮৬৭ নং দুর্গ–হযরত নিজামুদ্দীন হামসফর এক্সপ্রেস ৬০ কিমি প্রতি ঘন্টা বেগে মঙ্গল ও শুক্রবার দুর্গ থেকে যাত্রা শুরু করে ২১ ঘন্টা ২০ মিনিটে ১২৮০ কিমি এবং ২২৮৬৮ নং ট্রেনটি বুধ ও শনিবার হযরত নিজামুদ্দীন থেকে শুরু করে ৫৮ কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে ২২ ঘন্টায় ঐ দূরত্ব অতিক্রম করে।

লোকো লিংক

এই ট্রেনটি ভিলাই ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৭ দ্বারা দুর্গ থেকে হযরত নিজামুদ্দীন পর্যন্ত যায়।

পথ ও যাত্রাবিরতি

টীকা

তথ্যসূত্র