নাগরপুর উপজেলা
নাগরপুর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে নাগরপুর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৩′০″ উত্তর ৮৯°৫২′৫″ পূর্ব / ২৪.০৫০০০° উত্তর ৮৯.৮৬৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
আয়তন | |
• মোট | ২৬৬.৭৭ বর্গকিমি (১০৩.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[১] | |
• মোট | ২,৫৮,৪৩১ |
• জনঘনত্ব | ৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫. ০৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৯৩৬ |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৯৩ ৭৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নাগরপুর উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন
এই উপজেলার ভৌগোলিক স্থানাঙ্ক আয়তন: ২৬৬.৭৭ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫৮´ থেকে ২৪°১০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৪৬´ থেকে ৯০°০১´ পূর্ব দ্রাঘিমাংশ । এই উপজেলার উত্তরে টাঙ্গাইল সদর উপজেলা ও দেলদুয়ার উপজেলা, দক্ষিণে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা, পূর্বে মির্জাপুর উপজেলা, সাটুরিয়া উপজেলা, ঢাকা জেলার ধামরাই উপজেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা
প্রশাসনিক এলাকা
নাগরপুর উপজেলায় ইউনিয়ন সর্বমোট ১২টি।
- নাগরপুর ইউনিয়ন
- ভাররা ইউনিয়ন
- সহবতপুর ইউনিয়ন
- গয়হাটা ইউনিয়ন
- বেকড়া ইউনিয়ন
- সলিমাবাদ ইউনিয়ন
- ধুবরিয়া ইউনিয়ন
- টেংরীপাড়া ইউনিয়ন
- দপ্তিয়র ইউনিয়ন
- মামুদনগর ইউনিয়ন
- পাকুটিয়া ইউনিয়ন এবং
- মোকনা ইউনিয়ন।
ইতিহাস
নাগরপুর থানা গঠিত হয় ১৯০৫ সালে এবঙ থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ৯ সেপ্টেম্বর ১৯৮৩ সালে।
জনসংখ্যার উপাত্ত
জনসংখ্যা ২৫৮৪৩১; পুরুষ ১২৬৮৮১, মহিলা ১৩১৫৫০। মুসলিম ২৩৯১১৫, হিন্দু ১৯২৯৫, বৌদ্ধ ৮ এবঙ অন্যান্য ১৩ জন ।
শিক্ষা
শিক্ষার হার ৩৪.৭%; পুরুষ ৪০.০%, মহিলা ২৯.৭%। কলেজ ৩, মাধ্যমিক বিদ্যালয় ৩০, প্রাথমিক বিদ্যালয় ১৫৭, মাদ্রাসা ১৬
অর্থনীতি
প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, সরিষা, আখ।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিল, তিসি, কাউন, মিষ্টি আলু, চিনা, কলাই।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, কলা, পেঁপে, জাম, কুল।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, মৃৎশিল্প, লৌহশিল্প, কাঠের কাজ।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬১.৬৩%, অকৃষি শ্রমিক ৩.২২%, শিল্প ১.০৭%, ব্যবসা ১১.২০%, পরিবহন ও যোগাযোগ ১.৬৬%, চাকরি ১০.৫০%, নির্মাণ ০.৭৪%, ধর্মীয় সেবা ০.২৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৯৪% এবঙ অন্যান্য ৮.৭৮%।
পানীয়জলের উৎস নলকূপ ৯২.৯৭%, পুকুর ০.২২%, ট্যাপ ০.৩৬% এবং অন্যান্য ৬.৪৫%।
বিবিধ
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ১, উপস্বাস্থ্য কেন্দ্র ৬, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১২, কমিউনিটি ক্লিনিক ৩৫, প্রাইভেট ক্লিনিক ৬।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ২৭৯, মন্দির ৯
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ৫, ক্লাব ২৬, সিনেমা হল ৩, মহিলা সমবায় সমিতি ১৩, খেলার মাঠ ১৪।
ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য
- নাগরপুর চৌধুরীবাড়ী
- পাকুটিয়া জমিদার বাড়ী
- নাগরপুর দিঘি
- টেংরীপাড়া খেলার মাঠ
- খামার ধল্লা খেলার মাঠ
- যদুনাথ পাইলট মডেল হাই স্কুল & কলেজ (১৯০১ সাল থেকে)
- তেবাড়িয়া অতিহ্যবাহি মসজিদ
- গয়হাটারঅতি প্রাচীন মঠ
- বেকরা সোনালী সংঘ মাঠ
- তেবাড়িয়া এবং গয়হাটার অতিহ্যবাহী হাট (৩০০ বছরের পুরানো)
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "উপজেলা সম্পর্কিত তথ্য"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৫।