মাদাগাস্কার জাতীয় ফুটবল দল

মাদাগাস্কার
দলের লোগো
ডাকনামবারেয়া
অ্যাসোসিয়েশনমালাগাসি ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচএরিক রাবেসান্দ্রাদ্রাতানা
অধিনায়কআনিকেত আবেল
সর্বাধিক ম্যাচমানিসোয়া রাজাফিন্দ্রাকোতো (৬১)
শীর্ষ গোলদাতাফানেভা ইমা আন্দ্রিয়াতসিমা
পাওলিন ভোয়াভি (১৪)
মাঠবিভিন্ন
ফিফা কোডMAD
ওয়েবসাইটwww.fmf.mg
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১০৮ হ্রাস ১ (২০ জুলাই ২০২৩)[১]
সর্বোচ্চ৭৪ (ডিসেম্বর ১৯৯২)
সর্বনিম্ন১৯০ (মার্চ ২০১৪)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১২৬ হ্রাস ১৬ (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ৬৪ (ডিসেম্বর ১৯৬৪)
সর্বনিম্ন১৬৭ (এপ্রিল ২০০৭)
প্রথম আন্তর্জাতিক খেলা
ফ্রান্স মাদাগাস্কার ১–২ মরিশাস 
(মাদাগাস্কার; ~১৯৪৭)
বৃহত্তম জয়
 মালাগাসি প্রজাতন্ত্র ৮–১ কঙ্গো 
(আন্তানানারিভো, মাদাগাস্কার; ১৯ এপ্রিল ১৯৬০)
বৃহত্তম পরাজয়
 মরিশাস ৭–০ মাদাগাস্কার
(রেউনিওঁ; ৩১ জুলাই ১৯৫২)
[[File:|23x15px|border |alt=|link=]] কঙ্গো-লেওপোলদভিল ৭–০ মালাগাসি প্রজাতন্ত্র মাদাগাস্কার
(কঙ্গো প্রজাতন্ত্র; ১৮ জুলাই ১৯৬৫)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১ (২০১৯-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (২০১৯)

মাদাগাস্কার জাতীয় ফুটবল দল (ইংরেজি: Madagascar national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মাদাগাস্কারের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মাদাগাস্কারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মালাগাসি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[৩] এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। আনুমানিক ১৯৪৭ সালে, মাদাগাস্কার প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মাদাগাস্কারে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মাদাগাস্কার মরিশাসের কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

বারেয়া নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এরিক রাবেসান্দ্রাদ্রাতানা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন লুদোগোরেৎস রাজগ্রাদের মধ্যমাঠের খেলোয়াড় আনিকেত আবেল।

মাদাগাস্কার এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে মাদাগাস্কার এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, সেখানে তাদের সাফল্য হচ্ছে ২০১৯ আফ্রিকা কাপ অফ নেশন্সের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা তিউনিসিয়ার কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

এরিক রাবেসান্দ্রাতানা, পাওলিন ভোয়াভি, লালাইনা নোমেঁজানাহারি, ফানেভা ইমা আন্দ্রিয়াতসিমা এবং মানিসোয়া রাজাফিন্দ্রাকোতোর মতো খেলোয়াড়গণ মাদাগাস্কারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯২ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মাদাগাস্কার তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৭৪তম) অর্জন করে এবং ২০১৪ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মাদাগাস্কারের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৬৪তম (যা তারা ১৯৬৪ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৬৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২০ জুলাই ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১০৬ অপরিবর্তিত  কঙ্গো ১১৯০.৬৩
১০৭ বৃদ্ধি  গুয়াতেমালা ১১৮৬.৭১
১০৮ হ্রাস  মাদাগাস্কার ১১৮৬.০৯
১০৯ হ্রাস  কসোভো ১১৭৯.৬৯
১১০ হ্রাস  তাজিকিস্তান ১১৭৯.৫৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১২৫ বৃদ্ধি  জাঞ্জিবার ১৩২৮
১২৬ হ্রাস ১৬  মাদাগাস্কার ১৩২৭
১২৭ হ্রাস  লিথুয়ানিয়া ১৩২৪
১২৮ হ্রাস ১০  লাইবেরিয়া ১৩২১
১২৮ বৃদ্ধি  তানজানিয়া ১৩২১

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
উরুগুয়ে ১৯৩০ প্রতিষ্ঠিত হয়নি প্রতিষ্ঠিত হয়নি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪ প্রত্যাহার প্রত্যাহার
আর্জেন্টিনা ১৯৭৮ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
স্পেন ১৯৮২ উত্তীর্ণ হয়নি
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ উত্তীর্ণ হয়নি
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২ ১০ ১৬
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০ ১২
ব্রাজিল ২০১৪
রাশিয়া ২০১৮
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ৩৬ ১২ ১৬ ৪২ ৫১

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  3. Clarel Faniry Rasoanaivo (১০ জুলাই ২০১৯)। "Madagascans elated by AFCON success, eye semi-finals"Reuters। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ