লংগাইর ইউনিয়ন
লংগাইর | |
---|---|
ইউনিয়ন | |
১১নং লংগাইর ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: লংগাইর | |
বাংলাদেশে লংগাইর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | গফরগাঁও উপজেলা |
আয়তন | |
• মোট | ৬.৭১২ বর্গ কিঃমিঃ বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৪,৬৭০ |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৫২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২২৩৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
লংগাইর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
ইউনিয়নটি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত। ১১ নং লংগাইর ইউনিয়নের উত্তর দিকে ৮ নং গফরগাঁও ইউনিয়ন, দক্ষিণ-পূর্ব দিকে ১০ নং উস্থি ইউনিয়ন, দক্ষিণে ১২ নং পাইথল ও ১৩ নং দত্তেরবাজার ইউনিয়ন এবং পশ্চিমে ৭ নং মশাখালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
ইউনিয়নের গ্রামসমূহ :
১.চাইরবাড়ীয়া
২.দত্তন্নপাড়া
৩.চকপাদরা
৪.আমখলা
৫.বাঘবেড়
৬.হাজির হাটী
৭.বাগবাড়ী
৮.কুকসাইর
৯.মাইজবাড়ী
১০.সৈয়দপাড়া
১১.লংগাইর
১২.গোলাবাগী পশ্চিম
১৩.গোলাবাড়ী পূর্ব
১৪.হাওয়াখালী
১৫.ডিমাইল
১৬.বাগড়া
১৭.কাজা
১৮.সতরবাড়ী
১৯.টাংগুন
২০.শৈলসাপ
২১.ফরিদপুর
২২.বাংগাল কান্দি
যোগাযোগ
গফরগাঁও উপজেলা সদর থেকে দূরত্ব ০৮ কিলোমিটার দক্ষিণে, ময়মনসিংহ সদর থেকে ৪৬ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে ৮৪ কিলোমিটার উত্তর দিকে। লংগাইর ইউনিয়ন এর লোকজন রেলপথ ও সড়কপথে যাতায়াত করে থাকেন। লংগাইর এর বুক চিরে ঢাকা-ময়মনসিংহ বাইপাস রোড বরমী বাজার হয়ে বয়ে গেছে রাজধানী ঢাকা পর্যন্ত।
আয়তন ও জনসংখ্যা
১১নং লংগাইর ইউনিয়ন পরিষদের আয়তন ৬.৭১২ বর্গকিমি ও মোট জনসংখ্যা ২৪,৪৭০ জন। ইউনিয়নটিতে মোট ভোটার ১৮,৭৫১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৯,৫৮১ জন এবং নারী ভোটার ৯,১৭০ জন।
শিক্ষা
শিক্ষার হার: ৪৯.৫২%
প্রাথমিক বিদ্যালয়: ১৯টি, মাধ্যমিক বিদ্যালয় : ০৪টি, মাদরাসা: কওমী মাদরাসা ০৪টি ও হাঃ মাদরাসা ০৫টি, কিন্ডার গার্টেন:০৫ টি
শিক্ষা প্রতিষ্ঠান :
(১) বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
(২)হাতেমতাই উচ্চ বিদ্যালয়।
(৩) বাগবাড়ী কমিউনিটি স্কুল।
দর্শনীয় স্থান
(১) সতর বাড়ী চার গম্বুজ বিশিষ্ট পুরাতন মসজিদ। (২) কালু শাহ'র দীঘি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
জনপ্রতিনিধি
আব্দুল্লাহ আল-আমিন বিপ্লব
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "লংগাইর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।
- ↑ "গফরগাঁও উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।