শাকুয়াই ইউনিয়ন

শাকুয়াই
ইউনিয়ন
৭নং শাকুয়াই ইউনিয়ন পরিষদ
শাকুয়াই ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
শাকুয়াই
শাকুয়াই
শাকুয়াই বাংলাদেশ-এ অবস্থিত
শাকুয়াই
শাকুয়াই
বাংলাদেশে শাকুয়াই ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৭′২০″ উত্তর ৯০°২০′৫৭″ পূর্ব / ২৫.১২২২২° উত্তর ৯০.৩৪৯১৭° পূর্ব / 25.12222; 90.34917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাহালুয়াঘাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

শাকুয়াই ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[][]

অবস্থান ও সীমানা

ইউনিয়নের সিমানা - পূর্বে ফুলপুর উপজেলা, পশ্চিমে স্বদেশী ইউনিয়ন, উওরে বিলডোরা ইউনিয়ন, দক্ষিণে ফুলপুর উপজেলা।

যোগাযোগ ব্যবস্থাঃ পাকা সড়ক (বাস, টেম্পু, জিপ, মটর সাইকেল)

ইতিহাস

ইউনিয়ন স্থাপন কাল - ১৯৬১ ।

প্রশাসনিক এলাকা

শাকুয়াই ইউনিয়ন হালুয়াঘাট উপজেলা আওতাধীন ৭ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হালুয়াঘাট উপজেলার আওতাধীন। এটি জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ -১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

০১ বন্দকোনা, পূবাইল, ঔটিপাড়া, আসামপাড়া, খালপাড়, শাকুয়াই বাজার,শাকুয়াই বাড়ইপাড়া৷
০২ রামনাথপুর, বাগিশপুর, আমোয়াপাড়া, বন্দেরপাড়া ঘোনাপাড়া, কুল্লাতলী৷
০৩ কৃষ্ণনগর,গুবুদিয়ারপাড়৷
০৪ জৈনাটি, বাড়িয়াকান্দা, মাইজপাড়া, বাঁশতৈল৷
০৫ পূর্ব শাকনাইট, পশ্চিম শাকনাইট, চাতলিয়ার পাড়৷
০৬ পিকা, বনোয়াপাড়া, বাস্তারকান্দা,সলংগার পাড়, চাকুয়ার পাড়৷
০৭ সাতাইশ কাহনিয়া, রায়বাদ, কাউচিয়া৷
০৮ ফনিয়া, বালিজুরী৷
০৯ ভাট্রা নয়াপাড়া, বাড়ইপাড়া

আয়তন ও জনসংখ্যা

আয়তন - ১২.৮ বর্গকিলোমিটার

লোকসংখ্যা - ২১,১৪৬ জন

শিক্ষা

শিক্ষার হার : ৯০%

শিক্ষা প্রতিষ্ঠান:

সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫টি, বেসরকারি প্রাথমিক  বিদ্যালয় ৩টি, বেসরকারি মাদ্রাসা ৫টি,

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ২টি।

১। শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

২। শাকনাইট এম এম উচ্চ বিদ্যালয়।

দর্শনীয় স্থান

কংশ নদী, কাতুবাবুর খেলার মাঠ, সোনাই বিল, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত শাকুয়াই স্কুল ইত্যাদি।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ মোঃ জয়নাল আবেদীন ১৯৭৪-১৯৭৬
০২ মোঃ আব্দুর রহিম খান ১৯৭৭-১৯৮৪
০৩ মোঃ আরব আলী সিদ্দিকী ১৯৮৪-১৯৮৮
০৪ মোঃ নাজিম উদ্দিন ১৯৮৮-১৯৯২
০৫ মোঃ নাজিম উদ্দিন ১৯৯২-১৯৯৮
০৬ মোঃ আরব আলী সিদ্দিকী ১৯৯৮-২০০৩
০৭ মোঃ নাজিম উদ্দিন ২০০৩-২০১১
০৮ মোঃ নাজিম উদ্দিন ২০১১-২০১৬
০৯ মোঃ নাজিম উদ্দিন ২০১৬-২০২১
১০ ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান ২০২১-বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "শাকুয়াই ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০ 
  2. "হালুয়াঘাট উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০