স্বদেশী ইউনিয়ন

স্বদেশী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একটি ইউনিয়ন।[]

স্বদেশী ইউনিয়ন
ইউনিয়ন
১২নং স্বদেশী ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাহালুয়াঘাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানজিহাদ সিদ্দিকী ইরাদ (আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৭.৮১ বর্গকিমি (৩.০২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৪,৮৫১
 • জনঘনত্ব৩,২০০/বর্গকিমি (৮,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৮৯.৪৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও সীমানা

হালুয়াঘাট উপজেলার মধ্যভাগে স্বদেশী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তর পশ্চিমে ধারা ইউনিয়ন,পশ্চিমে আমতৈল ইউনিয়ন, পূর্বে বিলডোরা ইউনিয়ন, দক্ষিণ পূর্বে শাকুয়াই ইউনিয়ন এবং উত্তরে নড়াইল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

স্বদেশী ইউনিয়ন হালুয়াঘাট উপজেলা আওতাধীন ১২ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হালুয়াঘাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ -১ এর অংশ। এ ইউনিয়নের ওয়ার্ড এবং গ্রামগুলো হল:

  • মাছাইল (১নং ওয়ার্ড)
  • হরিরামপুর বাউসা (২নং ওয়ার্ড)
  • হাঁপানিয়া (৩নং ওয়ার্ড)
  • উত্তর ইটাখোলা (৪নং ওয়ার্ড)
  • উত্তর সুদর্শনখিলা (৫নং ওয়ার্ড)
  • দক্ষিণ ইটাখোলা (৬নং ওয়ার্ড)
  • স্বদেশী (৭নং ওয়ার্ড)
  • গাজীপুর (৮নং ওয়ার্ড)
  • নাশুল্ল্যা (৯নং ওয়ার্ড)

নদ-নদী

  • রামখালী নদী
  • কংশ নদী
  • ঘোড়াঁমারা ডোবা

শিক্ষা ব্যবস্থা

স্বদেশী ইউনিয়নের সাক্ষরতার হার ৮৯.৪৯%। এ ইউনিয়নে ২ টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ টি মাদ্রাসা ও ৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

  • ঘাশী গাও দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
  • বাউসা সর: প্রাথমিক বিদ্যালয়
  • স্বদেশী এ.এইচ.এস উচ্চ বিদ্যালয়
  • মাছাইল সর: প্রাথমিক বিদ্যালয়
  • হাঁপানিয়া সর: প্রাথমিক বিদ্যালয়
  • কৃষ্টপুর সর: প্রাথমিক বিদ্যালয়
  • বাউসি সর: প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব স্বদেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামখালী কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়

কমিউনিটি ক্লিনিক

স্বদেশী ইউনিয়নে ৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে যেগুলো বাউসা, স্বদেশী, মাছাইল গ্রামে অবস্থিত।

যোগাযোগ ব্যবস্থা

স্বদেশী ইউনিয়নে যোগাযোগের অনেকগুলো সড়ক রয়েছে তার মধ্য প্রধান সড়ক হচ্ছে ফুলপুর-হালুয়াঘাট মহাসড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম টেম্পু, অটোরিকশা, মোটরসাইকেল।

ধর্মীয় উপাসনালয়

স্বদেশী ইউনিয়নে ১৯টি মসজিদ ও ৫টি মন্দির এবং ১টি গীর্জা রয়েছে।

মাজার

  • শেখ নবু ফকিরের মাজার (বাউসা)
  • মাওলানা আব্দুক গফুরের মাজার (বোয়ালযানা)
  • শাহ্ পুকন উদ্দিন মুন্সী (রঃ) মাজার, রওজাবাড়ী(মাছাইল,টংগীরঘাট)

উল্লেখযোগ্য ব্যক্তি

  • শামসুল তালুকদার
  • আকবর আলী
  • জান মোহাম্মদ কামাল (সাবেক সংসদ সদস্য)
  • মোনায়েম আলম খোকন তালুকদার (সাবেক ইউপি চেয়ারম্যান)
  • আলতাফ হোসেন তালুকদার

জনপ্রতিনিধি

  • জিহাদ সিদ্দিকী ইরাদ-বর্তমান চেয়ারম্যান
সন্মানিত ব্যক্তিবর্গ
  • মোনায়েম আলম খোকন তালুকদার
  • আব্দুল হাই
  • শামসুল তালুকদার
  • আকবর আলী
  • জান মোহাম্মদ কামাল (সাবেক সংসদ সদস্য)
  • আলতাফ হোসেন তালুকদার
  • আবদুস সোবহান (সাবেক ইউপি সদস্য)
  • মোঃ কফিল উদ্দিন
  • দেলোয়ার হোসেন শাহেনশাহ

দর্শনীয় স্থান

  • সিংরা বিল
  • কংশ নদী

তথ্যসূত্র

  1. "স্বদেশী ইউনিয়ন"swadeshiup.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৬