লক্ষ্মীপুর ইউনিয়ন, আটঘরিয়া
লক্ষ্মীপুর | |
---|---|
ইউনিয়ন | |
৫ নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে লক্ষ্মীপুর ইউনিয়ন, আটঘরিয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৭′৩৩″ উত্তর ৮৯°১৪′৫৬″ পূর্ব / ২৪.১২৫৮৩° উত্তর ৮৯.২৪৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | আটঘরিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আঃ মালেক সরকার |
আয়তন | |
• মোট | ৯,৯৯৪ একর বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২২,৩৬৯ |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৬.৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
লক্ষ্মীপুর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
লক্ষীপুর ইউনিয়নটি আটঘরিয়া উপজেলার একটি ছোট ইউনিয়ন। এটি পাবনা –আরিচা মহাসড়কের রাজাইমন্ডল থেকে উত্তর দিকে পাবনা সদর থানার আতাইকুলা ইউনিয়নের ইছামতি নদী উত্তর পাড় ঘেসে অবস্থিত। উত্তরে হাদল ইউনিয়ন পূর্বে ভুলবাড়িয়া ইউনিয়ন এবং পশ্চিমে একদন্ত ইউনিয়ন অবস্থিত।দক্ষিণে পাবনা সদর উপজেলা অবস্থিত।এখানে বিখ্যাত বিল চতরা অবস্থিত।
ইতিহাস
প্রান্ডব ভ্রাতাদের রাজত্ব ছিল এ অঞ্চলে। অতিতে এখানকার বাসিন্দাদের প্রধান জীবিকা ছিল কৃষি। ব্যপক ফসল উৎপাদন হত যার ফলে শস্য ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার নামে পরিচিত ছিল এ অঞ্চল। উপজেলা থেকে ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত লক্ষীপুর ইউনিয়ন।
এলাকায় প্রচুর ফসল উৎপাদন হতো,ফসলের এই ব্যপক উৎপাদনের জন্য এলাকাকে লক্ষ্মীর ভান্ডার বলা হত এবং এ লক্ষ্মীর ভান্ডার থেকেই ইউনিয়নের নামকরণ করা হয় লক্ষীপুর।
প্রশাসনিক এলাকা
- গ্রামের সংখ্যা: ১৮টি
- মৌজার সংখ্যা: ১৬টি
- হাট-বাজারের সংখ্যা: ২টি
গ্রাম সমূহঃ- শ্রীপুর, কৈজুরী,লক্ষীপুর পূর্ব, লক্ষীপুর পশ্চিম, দাপুনিয়া, চর-শ্রীপুর, গারুলিয়া,রাজাপুর, দুলামপুর, বাওইকোলা, ফলিয়া, বালুঘাটা, কেশবপুর, রঘুরামপুর, যাত্রাপুর, রানীগ্রাম, জয়কৃষ্ণপুর, পদ্মলোচনপুর।
আয়তন ও জনসংখ্যা
আয়তন : ৯,৯৯৪ একর (৪০.৪৭ বর্গ কিলোমিটার) । লোকসংখ্যা: পুরুষ- ১১,১৩০ জন, মহিলা- ১১,২৪৯ জন, মোট জনসংখ্যা - ২২,৩৬৯ জন ।
শিক্ষা
শিক্ষার হার : ৬৬.৬৫% ।
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৭টি
- মাধ্যমিক বিদ্যালয়- ১টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ১টি
- মাদ্রাসা- ৪টি
দর্শনীয় স্থান
- রানীগ্রামের বিলচত্রা সংলগ্ন কালী বটতলা।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- আঃ মালেক সরকার
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মৃত-তাজ মাহমুদ | |
০২ | মৃত রইজ উদ্দিন | |
০৩ | মৃত এম এ গফুর | ১৯৬০-১৯৬৩ |
০৪ | মো: আব্দুল গফুর মিয়া | ১৯৭৩-১৯৭৬ |
০৫ | মৃত সিরাজুল ইসলাম | ১৯৭৭-১৯৮৩ |
০৬ | মো: আব্দুল গফুর মিয়া | ১৯৮৪-১৯৮৮ |
০৭ | মো: সাইফুল্লাহ বিশ্বাস | ১৯৮৭-১৯৯১ |
০৮ | মো:আব্দুল মালেক সরকার | ১৯৯২-১৯৯৬ |
০৯ | মো: সাইফুল্লাহ বিশ্বাস | ১৯৯৭-২০০২ |
১০ | মো: আব্দুল গফুর মিয়া | ২০০৩-২০১০ |
১১ | মোছা: আলিমা আক্তার | ২০১১- |
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "লক্ষ্মীপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০।
- ↑ "আটঘরিয়া উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০।