লিব্রাঅফিস
মূল উদ্ভাবক | স্টার ডিভিশন |
---|---|
উন্নয়নকারী | দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন |
প্রাথমিক সংস্করণ | ২৫ জানুয়ারি ২০১১ |
রিপজিটরি | |
যে ভাষায় লিখিত | সি++, জাভা, এবং পাইথন[১] |
অপারেটিং সিস্টেম | লিনাক্স, উইন্ডোজ ৭+ (৫.x এর পরের সংস্করণের জন্যে উইন্ডোজ এক্সপি), ম্যাক ওএস ১০.৯+, অ্যান্ড্রয়েড(প্রদর্শক);[২] অদাপ্তরিকঃ[৩] ফ্রিবিএসডি, ওপেনবিএসডি,[৪] নেটবিএসডি, হাইকু, সোলারিস (সংস্করণ ৫.২.৫) |
স্ট্যান্ডার্ড (সমূহ) | ওপেন ডকুমেন্ট |
উপলব্ধ | ১১৫টি ভাষায়[৫] |
ধরন | অফিস স্যুট |
লাইসেন্স | মোজিলা পাবলিক লাইসেন্স সংস্করণ ২.০ (আনুষঙ্গিক অনুমতি পত্র গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স, এলজিপিএল সংস্করণ ৩.০ + অথবা অ্যাপাচি লাইসেন্স ২.০)[৬] |
ওয়েবসাইট | www |
লিব্রাঅফিস (ইংরেজি: LibreOffice) দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন কর্তৃক উন্নয়ন করা একটি ফ্রি ও উন্মুক্ত অফিস স্যুট। এটা ওপেনঅফিসের একটি ফোর্ক হিসাবে ২০১০ সালে উন্মুক্ত করা হয়, যেটা স্টারঅফিসের একটি মুক্ত সোর্স সংস্করণ ছিলো। লিব্রাঅফিস স্যুটে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট তৈরি ও সম্পাদনা, স্লাইড শো, নকশা এবং অঙ্কন, ডাটাবেস নিয়ে কাজ করা, এবং গাণিতিক সূত্র লিখার জন্যে প্রোগ্রাম রয়েছে। লিব্রাঅফিস ১১৫টি ভাষার জন্যে উপযোগী।[৫]
লিব্রাঅফিস ডকুমেন্ট সংরক্ষণের জন্যে আইএসও অথবা আইইসি স্ট্যান্ডার্ড ওপেন ডকুমেন্ট ফাইল বিন্যাস (ODF) এর সব এপ্লিকেশনের বিদ্যমান ফাইল বিন্যাস হিসাবে ব্যবহার করে। একগুচ্ছ ইম্পোর্ট/এক্সপোর্ট ফিল্টার ব্যবহার করে লিব্রাঅফিস মাইক্রোসফট অফিসসহ অন্যান্য প্রধান অফিস স্যুটের ফাইল বিন্যাসও সাপোর্ট করে। [৭][৮]
লিনাক্স, মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড (অপারেটিং সিস্টেম) [৯] অনলাইন অফিস স্যুট হিসাবে বিভিন্ন কম্পিউটার প্ল্যাটফরমে লিব্রাঅফিস সহজলভ্য।[২] অনেক জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোরও এটি ডিফল্ট অফিস স্যুট।[১০][১১][১২] এটা সবচেয়ে সক্রিয়ভাবে উন্নয়ন করা ফ্রি ও ওপেন সোর্স অফিস স্যুট। [১৩]
প্রকল্পটি বেটা হিসাবে সেপ্টেম্বর ২৮, ২০১০-এ ঘোষিত হয়েছে। জানুয়ারি ২০১১(প্রথম স্থিতিশীল মুক্তি) এবং অক্টোবর ২০১১ এর মধ্যে লিব্রাঅফিস ৭৫ লক্ষবার নামানো হয়েছে।[১৪]
অন্তর্ভুক্ত এপ্লিকেশন
মডিউল | নোট | |
---|---|---|
রাইটার | ওয়ার্ডপারফেক্ট বা মাইক্রোসফট ওয়ার্ডের মতই একই ফাংশনালিটি ও ফাইল সাপোর্টযুক্ত একটি ওয়ার্ড প্রসেসর। এটার বিস্তৃত 'হোয়াট য়্যু সি ইজ হোয়াট য়্যু গেট' ওয়ার্ড প্রসেসিং ক্ষমতা রয়েছে, কিন্তু প্রাথমিক টেক্সট এডিটর হিসাবেও ব্যবহার করা যায়।[৮] | |
ক্যালক | মাইক্রোসফট এক্সেল বা লোটাস ১-২-৩ এর মত একটি স্প্রেডশিট প্রোগ্রাম। লিব্রাঅফিস ক্যালকের কিছু স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন একটি সিস্টেম রয়েছে যেখানে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর তথ্যের উপর ভিত্তি করে লেখচিত্র(গ্রাফ) তৈরি করে।[৮][১৫] | |
ইম্প্রেস | মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের প্রতিনিধিত্ব করে এমন একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। এসডব্লিউএফ(.swf) ফাইল হিসাবে প্রেজেন্টেশন সংরক্ষণ করা যায় এবং অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করে যেকোন কম্পিউটার থেকেই দেখা যায়। [৮][১৬] | |
ড্র | মাইক্রোসফট ভিশুর মত ভেক্টর গ্রাফিক এডিটর ও ডায়াগ্রাম তৈরির টুল যা কোরেলড্র-এর আগের সংস্করণগুলোর বৈশিষ্ট্য ধারণ করে। এটা স্ক্রিবাস, মাইক্রোসফট পাবলিশারের মত ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যারের কাজও করে।[১৭] পিডিএফ-ফাইল সম্পাদনার কাজও এটি দিয়ে করা যায়। | |
ম্যাথ | গাণিতিক সূত্র তৈরি ও সম্পাদনা করার উদ্দেশ্যে এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। সূত্র তৈরির জন্য এ এপ্লিকেশন একাধিক এক্সএমএল ব্যবহার করে থাকে। লিব্রাঅফিস স্যুটের অন্যান্য ডকুমেন্ট, যেমন রাইটার বা ক্যালকের ডকুমেন্টের মধ্যে ব্যবহারের জন্যেও এ সূত্রগুলো উপযোগী। [১৮] | |
বেস | মাইক্রোসফট এক্সেসের মত একটি ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ডাটাবেস তৈরি ও ব্যবস্থাপনা, ফরম ও প্রতিবেদন তৈরির জন্যে লিব্রাঅফিস বেস উপযোগী। [৮][১৯] |
তথ্যসূত্র
- ↑ "রিলিজ নোট ৪.০"। উইকি। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। নভেম্বর ১৩, ২০১২। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ ক খ "সিস্টেম রিকোয়ারমেন্টস"। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। ২০১১। ২০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ "ডকুমেন্টেশান/সিস্টেম রিকোয়ারমেন্টস - দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন উইকি"। wiki.documentfoundation.org (ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ "OpenBSD ports"। ২২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ ক খ "লিব্রাঅফিস ফ্রেশ ডাউনলোড – ভাষা সিলেক্ট করুন"। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। ২২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ "অনুমতিপত্র"। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ "মাইক্রোসফট অপিস ডকুমেন্ট রূপান্তর বিষয়ে"। লিব্রাঅফিস সাহায্য। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। এপ্রিল ৮, ২০১৩। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ "বৈশিষ্ট্য"। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ "লিব্রাঅফিস প্রদর্শক এখন অ্যান্ড্রয়েডে"। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন ব্লগ। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ "অফিস এপ"। Ubuntu.com। ক্যানোনিকাল লিমিটেড। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ "LibreOffice"। ডেবিয়ান সাহায্য। ডেবিয়ান। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ "লিব্রাঅফিস সাথে নিয়ে আসা প্রপথম হলো ওপেনসুয্যে"। ওপেনসুয্যে খবর। ওপেনসুয্যে। মার্চ ৭, ২০১১। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৮।
- ↑ কোরবেট, জোনাথন। "লিব্রাঅফিস ও ওপেন অফিসের উন্নয়ন কার্যক্রম"। LWN.net। একলেটিক্স ইংক। সংগ্রহের তারিখ জুলাই ১৬, ২০১৮।
- ↑ থমসন, লেইন (সেপ্টেম্বর ২৮, ২০১১)। "প্রথম জন্মদিনে লিব্রাঅফিসের উদযাপনের উৎস আছে"। যুক্তরাজ্য: দ্য রেজিস্টার। সংগ্রহের তারিখ জুলাই ১৬, ২০১৮।
- ↑ "লিব্রাঅফিস ক্যালক"। Libreoffice.org। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮।
- ↑ "লিব্রাঅফিস ইম্প্রেস"। Libreoffice.org। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮।
- ↑ "লিব্রাঅফিস ড্র"। Libreoffice.org। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮।
- ↑ "লিব্রাঅফিস ম্যাথ"। Libreoffice.org। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮।
- ↑ "লিব্রাঅফিস বেস"। দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ জুলাই ৩১, ২০১৮।
আরও দেখুন
বহিসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট
- কার্লিতে লিব্রাঅফিস (ইংরেজি)