১৯৭০ সালের বাংলা চলচ্চিত্রের তালিকা

১৯৭০ সালে কলকাতার বাংলা ভাষা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রযোজিত চলচ্চিত্রসমূহের একটি তালিকা।

চলচ্চিত্রসমূহ

-
নাম পরিচালক ভূমিকায় ধরন তথ্যাবলী/সঙ্গীত
অরণ্যের দিনরাত্রি সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্র গোল্ডেন বিয়ারএর জন্য মনোনীত হয়
নিশিপদ্ম অরবিন্দ মুখোপাধ্যায় উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায় নাটকীয় প্লেব্যাক সঙ্গীতের জন্য দুটি 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'
সাগিনা মাহাতো তপন সিংহ দিলীপ কুমার সপ্তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবএ গিয়েছিল
প্রথম কদম ফুল ইন্দর সেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তনুজা নাটকীয়

তথ্যসূত্র