আলজেরিয়া জাতীয় ফুটবল দল
ডাকনাম | الخُضر (সবুজ)[১] الأفناك (মরুভূমির খেঁকশিয়াল)[২] محاربي الصحراء (মরুভূমির যোদ্ধা)[৩] | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | আলজেরীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | দিয়ামেল বেলমাদি[৪] | ||
অধিনায়ক | রিয়াদ মাহরিজ | ||
সর্বাধিক ম্যাচ | লাখদার বেল্লুনি (১০০)[৫] | ||
শীর্ষ গোলদাতা | আব্দুল হাফিজ তাসফাউত (৩৬)[৬] | ||
মাঠ | বিভিন্ন | ||
ফিফা কোড | ALG | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৩৩ (২০ জুলাই ২০২৩)[৭] | ||
সর্বোচ্চ | ১৫ (অক্টোবর ২০১৪) | ||
সর্বনিম্ন | ১০৩ (জুন ২০০৮) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৪৪ ৮ (৩০ এপ্রিল ২০২২)[৮] | ||
সর্বোচ্চ | ৮ (ডিসেম্বর ১৯৮১) | ||
সর্বনিম্ন | ৮৫ (অক্টোবর ২০১৮) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
আলজেরিয়া ২–১ বুলগেরিয়া (আলজিয়ার্স, আলজেরিয়া; ৬ জানুয়ারি ১৯৬৩) | |||
বৃহত্তম জয় | |||
আলজেরিয়া ১৫–১ দক্ষিণ ইয়েমেন (ত্রিপোলি, লিবিয়া; ১৭ আগস্ট ১৯৭৩) | |||
বৃহত্তম পরাজয় | |||
হাঙ্গেরি ৯–২ আলজেরিয়া (বুদাপেস্ট, হাঙ্গেরি; ১৬ আগস্ট ১৯৬৭) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ৪ (১৯৮২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | ১৬ দলের পর্ব (২০১৪) | ||
আফ্রিকা কাপ অফ নেশন্স | |||
অংশগ্রহণ | ১৯ (১৯৬৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৯০, ২০১৯) | ||
আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ২ (২০১১-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চতুর্থ স্থান (২০১১) |
আলজেরিয়া জাতীয় ফুটবল দল (আরবি: منتخب الجزائر لكرة القدم, ইংরেজি: Algeria national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আলজেরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আলজেরীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৬৩ সালের ৬ই জানুয়ারি তারিখে, আলজেরিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আলজেরিয়ার আলজিয়ার্সে অনুষ্ঠিত উক্ত ম্যাচে আলজেরিয়া বুলগেরিয়াকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। আলজেরিয়া হচ্ছে আফ্রিকা কাপ অফ নেশন্সের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৯ সালে সেনেগালকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
আল খাদ্রা নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দিয়ামেল বেলমাদি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ম্যানচেস্টার সিটির মধ্যমাঠের খেলোয়াড় রিয়াদ মাহরিজ।
আলজেরিয়া এপর্যন্ত ৪ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৪ ফিফা বিশ্বকাপের ১৬ দলের পর্বে পৌঁছানো, যেখানে তারা অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সেও আলজেরিয়া অন্যতম সফল দল, যেখানে তারা ২টি (১৯৯০ এবং ২০১৯) শিরোপা জয়লাভ করেছে।
লাখদার বেল্লুনি, বিল্লাল দাজিরি, আব্দুল হাফিজ তাসফাউত, ইসলাম স্লিমানি এবং হিল্লাল সুদানির মতো খেলোয়াড়গণ আলজেরিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৪ সালের অক্টোবর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে আলজেরিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৫তম) অর্জন করে এবং ২০০৮ সালের জুন মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১০৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে আলজেরিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৮ম (যা তারা ১৯৮১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৩১ | তিউনিসিয়া | ১৫১৬.৬৬ | |
৩২ | চিলি | ১৫১১.৩১ | |
৩৩ | আলজেরিয়া | ১৫১১.২৩ | |
৩৪ | মিশর | ১৫০৯.৮৯ | |
৩৫ | ওয়েলস | ১৫০৬.০৪ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৪২ | ১৭ | মিশর | ১৬৯৫ |
৪৩ | ১০ | প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড | ১৬৯০ |
৪৪ | ৮ | আলজেরিয়া | ১৬৮৫ |
৪৫ | ৪ | কোত দিভোয়ার | ১৬৮৪ |
৪৬ | ৭ | অস্ট্রেলিয়া | ১৬৭৭ |
প্রতিযোগিতামূলক তথ্য
ফিফা বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ||
১৯৩০ | ফ্রান্সের অধীনে ছিল | ফ্রান্সের অধীনে ছিল | ||||||||||||||
১৯৩৪ | ||||||||||||||||
১৯৩৮ | ||||||||||||||||
১৯৫০ | ||||||||||||||||
১৯৫৪ | ||||||||||||||||
১৯৫৮ | ||||||||||||||||
১৯৬২ | ||||||||||||||||
১৯৬৬ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
১৯৭০ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ১ | ১ | ১ | ২ | |||||||||
১৯৭৪ | ২ | ১ | ০ | ১ | ২ | ৫ | ||||||||||
১৯৭৮ | ৪ | ১ | ২ | ১ | ২ | ৩ | ||||||||||
১৯৮২ | গ্রুপ পর্ব | ১৩তম | ৩ | ২ | ০ | ১ | ৫ | ৫ | ৮ | ৫ | ২ | ১ | ১৬ | ৬ | ||
১৯৮৬ | গ্রুপ পর্ব | ২২তম | ৩ | ০ | ১ | ২ | ১ | ৫ | ৬ | ৫ | ১ | ০ | ১৩ | ৩ | ||
১৯৯০ | উত্তীর্ণ হয়নি | ৬ | ৩ | ২ | ১ | ৬ | ২ | |||||||||
১৯৯৪ | ৮ | ২ | ৩ | ৩ | ৮ | ১১ | ||||||||||
১৯৯৮ | ২ | ১ | ০ | ১ | ২ | ৩ | ||||||||||
২০০২ | ১০ | ৩ | ৩ | ৪ | ১৩ | ১৪ | ||||||||||
২০০৬ | ১২ | ৩ | ৫ | ৪ | ১৫ | ১৫ | ||||||||||
২০১০ | গ্রুপ পর্ব | ২৮তম | ৩ | ০ | ১ | ২ | ০ | ২ | ১৩ | ৮ | ২ | ৩ | ১৭ | ৮ | ||
২০১৪ | ১৬ দলের পর্ব | ১৪তম | ৪ | ১ | ১ | ২ | ৭ | ৭ | ৮ | ৬ | ০ | ২ | ১৬ | ৭ | ||
২০১৮ | উত্তীর্ণ হয়নি | ৮ | ২ | ২ | ৪ | ১৫ | ১২ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | ||||||||||||||
মোট | ১৬ দলের পর্ব | ৪/২১ | ১৩ | ৩ | ৩ | ৭ | ১৩ | ১৯ | ৮৯ | ৪০ | ২৩ | ২৬ | ১২৬ | ৯১ |
অর্জন
তথ্যসূত্র
- ↑ "16 November 2014"। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "1982 FIFA World Cup™ - News - Algeria turn Gijon green - FIFA.com"। www.fifa.com। ১৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "23 June 2014"। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Officiel : Belmadi nouveau selectionneur"। www.dzfoot.com। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Algeria - Record International Players"। www.rsssf.com। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Algeria - Record Internationally Players"। www.rsssf.com। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (আরবি) (ফরাসি)
- ফিফা-এ আলজেরিয়া জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ আলজেরিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি)