২০১৯–২০ ইংল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
২০১৯-২০ ইংল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ||
তারিখ | ১৭ ডিসেম্বর ২০১৯ – ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ||
অধিনায়ক |
ফাফ দু প্লেসিস (টেস্ট) কুইন্টন ডি কক (ওডিআই ও টি২০আই) |
জো রুট (টেস্ট) ইয়ন মর্গ্যান (ওডিআই ও টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৪ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুইন্টন ডি কক (৩৮০) | ডম শিবলি (৩২৪) | |
সর্বাধিক উইকেট | অ্যানরিখ নরকিয়া (১৮) | স্টুয়ার্ট ব্রড (১৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | বেন স্টোকস (ইংল্যান্ড) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | কুইন্টন ডি কক (১৮৭) | জো ডেনলি (১৫৩) | |
সর্বাধিক উইকেট |
বিউরেন হেনড্রিক্স (৪) তাব্রাইজ শামসী (৪) | আদিল রশিদ (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুইন্টন ডি কক (১৩১) | ইয়ন মর্গ্যান (১৩৬) | |
সর্বাধিক উইকেট | লুঙ্গি এনগিডি (৮) | টম কারেন (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ইয়ন মর্গ্যান (ইংল্যান্ড) |
ইংল্যান্ড ক্রিকেট দল চারটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা ডিসেম্বর ২০১৯ থেকে ফেব্রুয়ারি ২০২০-এ অনুষ্ঠিত হয়। [১][২]
দলীয় সদস্য
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
|
|
প্রস্তুতিমূলক খেলা
তিনদিনের ম্যাচ: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ বনাম ইংল্যান্ড
১৭–১৮ ডিসেম্বর ২০১৯
|
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তিনদিনের ম্যাচ: দক্ষিণ আফ্রিকা এ বনাম ইংল্যান্ড
২০–২২ ডিসেম্বর ২০১৯
|
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
একদিনের ম্যাচ: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ বনাম ইংল্যান্ড
৩১ জানুয়ারি ২০২০
১০:০০ |
ব
|
||
জেসন রয় ১০১ (৯৯)
স্টেফান টইট ২/৩২ (৮ ওভার) |
জ্যাক স্নিমান ৬৫ (৬৭)
টম কারেন ২/১৭ (৬ ওভার) |
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
একদিনের ম্যাচ: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ বনাম ইংল্যান্ড
১ ফেব্রুয়ারি ২০২০
১০:০০ |
ব
|
||
জ্যাক স্নিমান ৬৭ (৪৫)
ম্যাথিউ পার্কিনসন ৩/৯ (২ ওভার) |
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ম্যাচটি ৩০ ওভারের মধ্যে সীমাবদ্ধ থাকায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের টার্গেটটি ১৮৮ এ সমন্বিত হয়েছিল।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২৬–৩০ ডিসেম্বর ২০১৯
|
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ডোয়েন প্রিটোরিয়াস ও রাসি ফন ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
- জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) তার ১৫০ তম টেস্টে খেলেছে।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৩০, দক্ষিণ আফ্রিকা ০।
২য় টেস্ট
৩–৭ জানুয়ারি ২০২০
|
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পিটার মালান (দক্ষিণ আফ্রিকা) তার টেস্ট অভিষেক হয়।
- জেমস অ্যান্ডারসন তার গ্রহণ ২৮ তম পাঁচ উইকেট শিকার এর সাথে বোলার হওয়ার জন্য সর্বাধিক পাঁচ উইকেটের হাল টেস্টে ইংল্যান্ডের হয়ে।
- ডম শিবলি (ইংল্যান্ড) তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন।
- এই ভেন্যুতে টেস্ট ম্যাচে এটি ইংল্যান্ডের প্রথম জয় ১৯৫৭ থেকে।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৩০, দক্ষিণ আফ্রিকা ০।
৩য় টেস্ট
১৬–২০ জানুয়ারি ২০২০
|
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ডেন প্যাটারসন (দক্ষিণ আফ্রিকা) তার টেস্ট অভিষেক হয়।
- এটি বিদেশে খেলা ইংল্যান্ডের ৫০০তম টেস্ট ম্যাচ ছিল।
- বেন স্টোকস (ইংল্যান্ড) টেস্টে তার ৪,০০০ তম রান করেছেন।
- অলি পোপ (ইংল্যান্ড) তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন।
- ডম বেস (ইংল্যান্ড) টেস্ট ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৩০, দক্ষিণ আফ্রিকা ০।
৪র্থ টেস্ট
২৪–২৮ জানুয়ারি ২০২০
|
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিউরেন হেনড্রিক্স (দক্ষিণ আফ্রিকা) তার টেস্ট অভিষেক হয়, গ্রহণ করা পাঁচ-উইকেট প্রাপ্তি।
- এনরিখ নর্জে (দক্ষিণ আফ্রিকা) টেস্ট ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
- কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) টেস্টে ২০০ (৪৭) উইকেট শিকারী হয়ে ম্যাচের দিক থেকে দ্রুততম উইকেটরক্ষক হয়েছিলেন।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ইংল্যান্ড ৩০, দক্ষিণ আফ্রিকা ০।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
৪ ফেব্রুয়ারি ২০২০
১৩:৩০ (দিন/রাত) |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- লুথো সিপামলা, জেজে স্মাটস (দক্ষিণ আফ্রিকা), টম ব্যান্টন ও ম্যাথিউ পার্কিনসন (ইংল্যান্ড) সব তার ওডিআই অভিষেক হয়।
- ক্রিস উকস (ইংল্যান্ড) তার ১০০ তম ওয়ানডে খেলেছে।
- কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ওয়ানডেতে তার ৫০০০ তম রান করেছে।
২য় ওডিআই
৭ ফেব্রুয়ারি ২০২০
১৩:৩০ (দিন/রাত) |
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকার ইনিংসের সময় বৃষ্টি আর কোনও খেলা বাধা দেয়নি।
- বিয়র্ন ফরটুইন (দক্ষিণ আফ্রিকা) তার ওডিআই অভিষেক হয়।
৩য় ওডিআই
৯ ফেব্রুয়ারি ২০২০
১০:০০ |
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সাকিব মাহমুদ (ইংল্যান্ড) তার ওডিআই অভিষেক হয়।
- আদিল রশিদ (ইংল্যান্ড) তার ১০০তম ওয়ানডে খেলেছে।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
১২ ফেব্রুয়ারি ২০২০
১৮:০০ (রাত) |
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ডেল স্টেইন তার ৬২তম উইকেটটি হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকার হয়ে উইকেট শিকারী শীর্ষস্থানীয় টি২০আইতে।
২য় টি২০আই
১৪ ফেব্রুয়ারি ২০২০
১৮:০০ (রাত) |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে (১৭ বল) দ্রুততম পঞ্চাশ রানের রেকর্ডটি নিজের।
৩য় টি২০আই
১৬ ফেব্রুয়ারি ২০২০
১৪:৩০ |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ইয়ন মর্গ্যান ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে (২১ বল) দ্রুততম পঞ্চাশ রানের রেকর্ডটি নিজের।
তথ্যসূত্র
- ↑ "Schedule for inaugural World Test Championship announced"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ "Men's Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।