২০১৯–২০ নিউজিল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

২০১৯-২০ নিউজিল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
 
  অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ – ২০ মার্চ ২০২০
অধিনায়ক টিম পেইন (টেস্ট)
অ্যারন ফিঞ্চ (ওডিআই ও টি২০আই)
কেন উইলিয়ামসন টম ল্যাথাম তৃতীয় টেস্টের জন্য নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন।</ref>
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান মারনাস লাবুশেন (৫৪৯) টম ব্লান্ডেল (১৭২)
সর্বাধিক উইকেট নাথান লায়ন (২০) নিল ওয়াগনার (১৭)
সিরিজ সেরা খেলোয়াড় মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া)
একদিনের আন্তর্জাতিক সিরিজ

নিউজিল্যান্ড ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং তিনটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে, যা ডিসেম্বর ২০১৯ থেকে মার্চ ২০২০-এ অনুষ্ঠিত হয়। টেস্ট সিরিজটি হচ্ছে ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধনী খেলার অংশ।

দলীয় সদস্য

টেস্ট ওডিআই
 অস্ট্রেলিয়া[]  নিউজিল্যান্ড[]  অস্ট্রেলিয়া  নিউজিল্যান্ড

টেস্ট সিরিজ

১ম টেস্ট

১২-১৬ ডিসেম্বর ২০১৯ (দিন/রাত)
Scorecard
৪১৬ (১৪৬.২ ওভার)
মারনাস লাবুশেন ১৪৩ (২৪০)
নিল ওয়াগনার ৪/৯২ (৩৭ ওভার)
১৬৬ (৫৫.২ ওভার)
রস টেলর ৮০ (১৩৪)
মিচেল স্টার্ক ৫/৫২ (১৮ ওভার)
৯/২১৭ঘো (৬৯.১ ওভার)
জো বার্নস ৫৩ (১২৩)
টিম সাউদি ৫/৬৯ (২১.১ ওভার)
১৭১ (৬৫.৩ ওভার)
বিজে ওয়াটলিং ৪০ (১০৬)
মিচেল স্টার্ক ৪/৪৫ (১৪ ওভার)
অস্ট্রেলিয়া ২৯৬ রানে জয়ী
পার্থ স্টেডিয়াম, পার্থ
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) তার টেস্ট অভিষেক হয়।
  • আলীম দার সর্বাধিক টেস্ট ম্যাচে (১২৯) দাড়ানোর রেকর্ড তৈরী করেন।[]
  • মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া) তার টেস্ট ক্যারিয়ারের ১,০০০ রান পূর্ণ করেন।[]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ৪০, নিউজিল্যান্ড ০।

২য় টেস্ট

২৬–৩০ ডিসেম্বর ২০১৯
Scorecard
৪৬২ (১১৫.১ ওভার)
ট্রাভিস হেড ১১৪ (২৩৪)
নিল ওয়াগনার ৪/৮৩ (৩৮ ওভার)
১৩৭/৪ (৪৫ ওভার)
টম ল্যাথাম ৫০ (১৪৪)
প্যাট কামিন্স ৫/২৮ (১৭ ওভার)
৫/১৪৮ঘো (৫৪.৫ ওভার)
ডেভিড ওয়ার্নার ৩৮ (৬৫)
নিল ওয়াগনার ৩/৫০ (১৭.২ ওভার)
২৪০ (৭১ ওভার)
টম ব্লান্ডেল ১২১ (২১০)
নাথান লায়ন ৪/৮১ (২৩ ওভার)
অস্ট্রেলিয়া ২৪৭ রানে জয়ী
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নিল ওয়াগনার (নিউজিল্যান্ড) তার টেস্ট ক্যারিয়ারের ২০০তম উইকেটটি লাভ করে।[]
  • ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) টেস্ট ক্রিকেটে তার ১০০০ রান সংগ্রহের কৃতিত্ব তৈরী করেন।[]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ৪০, নিউজিল্যান্ড ০।

৩য় টেস্ট

৩–৭ জানুয়ারি ২০২০
Scorecard
৪৫৪/১০ (১৫০.১ ওভার)
মারনাস লাবুশেন ২১৫ (৩৬৩)
নিল ওয়াগনার ৩/৬৬ (৩৩.১ ওভার)
২৫৬/১০ (৯৫.৪ ওভার)
গ্লেন ফিলিপস ৫২ (১১৫)
নাথান লায়ন ৫/৬৮ (৩০.৪ ওভার)
২১৭/২ঘো (৫২ ওভার)
ডেভিড ওয়ার্নার ১১১* (১৫৯)
টড অ্যাস্টল ১/৪১ (৮ ওভার)
১৩৬ (৪৭.৫ ওভার)
কলিন ডি গ্র্যান্ডহোম ৫২ (৬৮)
নাথান লায়ন ৫/৫০ (১৬.৫ ওভার)
অস্ট্রেলিয়া ২৭৯ রানে জয়ী
সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১৩ মার্চ ২০২০
১৪:৩০ (দিন/রাত)
অস্ট্রেলিয়া 
৭/২৫৮ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
১৮৭ (৪১ ওভার)
ডেভিড ওয়ার্নার ৬৭ (৮৮)
ইশ সোধি ৩/৫১ (8 ওভার)
অস্ট্রেলিয়া ৭১ রানে জয়ী
সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
আম্পায়ার: মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই

৩য় ওডিআই

২০ মার্চ ২০২০
১৪:৩০ (দিন/রাত)

তথ্যসূত্র

  1. "Cameron Bancroft left out of settled Australia Test squad to face New Zealand"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৯ 
  2. "Lockie Ferguson set for New Zealand Test debut after maiden call-up"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯ 
  3. "Aleem Dar set to break record for most Tests as umpire"। International Cricket Council। ১১ ডিসেম্বর ২০১৯। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  4. "Labuschagne keeps his cool to hit ton in Perth scorcher"The Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৯ 
  5. "Relentless Wagner races to 200 Test wickets"Cricket Australia। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৯ 
  6. "This is your captain Tim Paine: buckle up and enjoy"The Weekend Australian। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯ 
  7. "Williamson out, Phillips to make Test debut for Black Caps against Australia"TVNZ। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০ 
  8. "Recent Match Report - Australia vs New Zealand, ICC World Test Championship, 3rd Test | ESPNcricinfo.com"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। 
  9. Barrett, Chris (৪ জানুয়ারি ২০২০)। "Harvey hails Labuschagne after breaking Invincible's 67-year-old run record"The Sydney Morning Herald (ইংরেজি ভাষায়)। 
  10. "Ross Taylor becomes New Zealand's highest scorer in Test cricket"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০২০। 

বহিঃসংযোগ