২০২০–২১ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
২০২০-২১ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
ওয়েস্ট ইন্ডিজ | শ্রীলঙ্কা | ||
তারিখ | ৩ মার্চ – ২ এপ্রিল ২০২১ | ||
অধিনায়ক |
ক্রেগ ব্রেদওয়েট (টেস্ট) কিরণ পোলার্ড (ওডিআই ও টি২০আই) |
দিমুথ করুনারত্নে (টেস্ট ও ওডিআই) অ্যাঞ্জেলো ম্যাথিউস (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | ক্রেগ ব্রেদওয়েট (২৩৭) | লাহিরু থিরিমানে (২৪০) | |
সর্বাধিক উইকেট | কেমার রোচ (৯) | সুরঙ্গা লকমল (১১) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সুরঙ্গা লকমল (শ্রীলঙ্কা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | শাই হোপ (২৫৮) | দানুষ্কা গুণতিলকা (১৮৭) | |
সর্বাধিক উইকেট | জেসন মোহাম্মদ (৬) | থিসারা পেরেরা (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | লেন্ডল সিমন্স (৭৩) | পাথুম নিশাঙ্কা (৮১) | |
সর্বাধিক উইকেট | ওবেদ ম্যাককয় (৪) | ওয়ানিদু হাসারাঙ্গা (৮) |
শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে, যা মার্চ থেকে এপ্রিল ২০২১-এ অনুষ্ঠিত হয়। [১][২]
দলীয় সদস্য
প্রস্তুতিমূলক খেলা
৮–১১ মার্চ ২০২১
|
ব
|
||
- ব্রেদওয়েট একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৭–১৮ মার্চ ২০২১
|
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
৩ মার্চ ২০২১
১৮:০০ (রাত) |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কেভিন সিনক্লেয়ার (ওয়েস্ট ইন্ডিজ), আশেন বান্দারা ও পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) সব তার টি২০আই অভিষেক হয়।
- আকিলা ধনঞ্জয় (শ্রীলঙ্কা) হ্যাটট্রিক নিয়েছিল, শ্রীলঙ্কার হয়ে তৃতীয় বোলার হলেন টি২০আইতে হ্যাটট্রিক নিন।
- কিরণ পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) এক এক ওভারে ছয়টি ছক্কা, বোলিং অফ আকিলা ধনঞ্জয়, হয়ে উঠছে দ্বিতীয় ক্রিকেটার টি২০আইতে এটি অর্জন করবে।
২য় টি২০আই
৩য় টি২০আই
ওডিআই সিরিজ
১ম ওডিআই
১০ মার্চ ২০২১
০৯:৩০ |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আশেন বান্দারা ও পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।
- দানুষ্কা গুণতিলকা শ্রীলঙ্কার বাইরে দেওয়া প্রথম ক্রিকেটার হয়েছিলেন মাঠে বাধা ওয়ানডেতে।
- শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) ওয়ানডেতে নিজের দশম সেঞ্চুরি করেছিলেন।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, শ্রীলঙ্কা ০।
২য় ওডিআই
১২ মার্চ ২০২১
০৯:৩০ |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, শ্রীলঙ্কা ০।
৩য় ওডিআই
১৪ মার্চ ২০২১
১৩:৩০ (দিন/রাত) |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অ্যান্ডারসন ফিলিপ (ওয়েস্ট ইন্ডিজ) তার ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, শ্রীলঙ্কা –২।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২১–২৫ মার্চ ২০২১
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
- গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) আম্পায়ার হিসাবে তার প্রথম টেস্টে দাঁড়িয়ে।
- পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কার হয়ে চতুর্থ ব্যাটসম্যান হয়েছিলেন টেস্টে অভিষেকের সেঞ্চুরি।
- নক্রুমা বোনার (ওয়েস্ট ইন্ডিজ) টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ২০, শ্রীলঙ্কা ২০।
২য় টেস্ট
২৯ মার্চ – ২ এপ্রিল ২০২১
|
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে তৃতীয় দিনে মাত্র ৪২.১ ওভারই সম্ভব হয়েছিল।
- ক্রেগ ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) তার টেস্টে ৪,০০০ তম রান।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ২০, শ্রীলঙ্কা ২০।
তথ্যসূত্র
- ↑ "Sri Lanka's Binura Fernando, Chamika Karunaratne test Covid-19-positive ahead of West Indies tour"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১।
- ↑ "CWI and ESPN+ agree groundbreaking five-year USA media rights deal"। Cricket West Indies। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১।
বহিঃসংযোগ