অষ্টধার ইউনিয়ন

অষ্টধার
ইউনিয়ন
অষ্টধার ইউনিয়ন পরিষদ।
অষ্টধার ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
অষ্টধার
অষ্টধার
অষ্টধার বাংলাদেশ-এ অবস্থিত
অষ্টধার
অষ্টধার
বাংলাদেশে অষ্টধার ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′৫৭″ উত্তর ৯০°২৫′১৫″ পূর্ব / ২৪.৭৪৯১৭° উত্তর ৯০.৪২০৮৩° পূর্ব / 24.74917; 90.42083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাময়মনসিংহ সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমো: এমদাদুল হক আরমান
আয়তন
 • মোট১২.৭০ বর্গকিমি (৪.৯০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট২৭,১২৪
 • জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার(২০০১)
 • মোট৪০ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

অষ্টধার ইউনিয়ন‌ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর উপজেলার একটি ইউনিয়ন।[]

প্রশাসনিক এলাকা

অধিভুক্ত গ্রাম:

  • অষ্টধার
  • কুঠুরাকান্দা
  • উপড়া পাড়া
  • বালিয়াপাড়া
  • কায়দাপাড়া
  • সেনরচর
  • তারাপুর সেনরচর
  • রেহাই তারাপুর
  • নিমতলা
  • চরশশা
  • ভূগলী
  • কাউনিয়া
  • ঝাপারকান্দা
  • মহিষমারী
  • পান্ডাপাড়া

আয়তন ও জনসংখ্যা

আয়তন – ১২.৭০ (বর্গ কিঃ মিঃ),২০১১ সালের আদম শুমারি অনুযায়ী লোকসংখ্যা – ২৭১২৪ জন (প্রায়)। গ্রামের সংখ্যা – ১৪টি, মৌজার সংখ্যা – ১৩ টি, হাট/বাজার সংখ্যা -৩ টি।

শিক্ষা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়- ১৩টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়- ২টি,মাধ্যমিক বিদ্যালয়-০২টি,মাদ্রাসা-১৭ টি,কলেজ- ০১ টি। অষ্টধার আলিম সিনিয়র মাদরাসা এবং চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কলেজ।

যোগযোগ ব্যবস্থা

ময়মনসিংহ সদর উপজেলা থেকে অষ্টধার ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা হলো, ট্রেন, সি.এন.জি অটো।

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: এমদাদুল হক আরমান
চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ মরহুম আক্তার আলী
০২ মরহুম আইন উদ্দিন মাষ্টার
০৩ মরহুম মন্টু মিয়া
০৪ ওয়াজেদ আলী
০৫ মো: নূর আহাম্মদ সরকার
০৬ মো: আব্দুল কাদের
০৭ মো: সফিকুল হক বাবলু
০৮ তারেক হাসান
০৯ এমদাদুল হক আরমান ২০২২-বর্তমান

তথ্যসূত্র

  1. "অষ্টধার ইউনিয়ন‌"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০