উত্তর মেসিডোনিয়া জাতীয় ফুটবল দল

উত্তর মেসিডোনিয়া
দলের লোগো
ডাকনামক্রভেনি রিসোভি (লাল লিনক্স)
ক্রভেনি লাভোভি (লাল সিংহ)
অ্যাসোসিয়েশনউত্তর মেসিডোনিয়া ফুটবল ফেডারেশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচইগর আঙ্গেলোভস্কি
অধিনায়কগরান পান্দেফ
সর্বাধিক ম্যাচগরান পান্দেফ (১১৪)
শীর্ষ গোলদাতাগরান পান্দেফ (৩৬)
মাঠটোশে প্রোয়েস্কি এরিনা
ফিফা কোডMKD
ওয়েবসাইটffm.mk
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৬৮ অপরিবর্তিত (২০ জুলাই ২০২৩)[১]
সর্বোচ্চ৪৬ (অক্টোবর ২০০৮)
সর্বনিম্ন১৬৬ (মার্চ ২০১৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৫০ বৃদ্ধি ১০ (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ৪১ (এপ্রিল ২০১৮)
সর্বনিম্ন১১৩ (জানুয়ারি ২০১৭)
প্রথম আন্তর্জাতিক খেলা
 স্লোভেনিয়া ১–৪ মেসিডোনিয়া 
(ক্রান, স্লোভেনিয়া; ১৩ অক্টোবর ১৯৯৩)
বৃহত্তম জয়
 লিশটেনস্টাইন ১–১১ মেসিডোনিয়া 
(এশেন, লিশটেনস্টাইন; ৯ নভেম্বর ১৯৯৬)
বৃহত্তম পরাজয়
 মেসিডোনিয়া ০–৫ বেলজিয়াম 
(স্কোপিয়ে, মেসিডোনিয়া; ৭ জুন ১৯৯৫)
 মেসিডোনিয়া ০–৫ স্লোভাকিয়া 
(স্কোপিয়ে, মেসিডোনিয়া; ৭ অক্টোবর ২০০১)
 হাঙ্গেরি ৫–০ মেসিডোনিয়া 
(বুদাপেস্ট, হাঙ্গেরি; ১৪ নভেম্বর ২০০১)
 চেক প্রজাতন্ত্র ৬–১ মেসিডোনিয়া 
(তেপ্লিৎসে, চেক প্রজাতন্ত্র; ৮ জুন ২০০৫)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১ (২০২০-এ প্রথম)
সেরা সাফল্যঅনির্ধারিত

উত্তর মেসিডোনিয়া জাতীয় ফুটবল দল (ম্যাসেডোনীয়: Фудбалска репрезентација нa Северна Македонија, ইংরেজি: North Macedonia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে উত্তর মেসিডোনিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম উত্তর মেসিডোনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উত্তর মেসিডোনিয়া ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯৩ সালের ১৩ই অক্টোবর তারিখে, উত্তর মেসিডোনিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; স্লোভেনিয়ার ক্রানে অনুষ্ঠিত উক্ত ম্যাচে উত্তর মেসিডোনিয়া স্লোভেনিয়াকে ৪–১ গোলের ব্যবধানে পরাজিত করেছিল।

৩৩,৪৬০ ধারণক্ষমতাবিশিষ্ট টোশে প্রোয়েস্কি এরিনাে ক্রভেনি রিসোভি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ে-এ অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইগর আঙ্গেলোভস্কি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন জেনোয়ার আক্রমণভাগের খেলোয়াড় গরান পান্দেফ।

উত্তর মেসিডোনিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে উত্তর মেসিডোনিয়া উয়েফা ইউরো ২০২০-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করবে।

গরান পান্দেফ, গোৎসে সেদলোস্কি, ভেলিচে শুমুলিকস্কি, আলেকসান্দ্র ত্রায়কোভস্কি এবং আর্তিম সাকিরির মতো খেলোয়াড়গণ উত্তর মেসিডোনিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৮ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে উত্তর মেসিডোনিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪৬তম) অর্জন করে এবং ২০১৭ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৬৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে উত্তর মেসিডোনিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৪১তম (যা তারা ২০১৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১১৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২০ জুলাই ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৬৬ অপরিবর্তিত  কাবু ভের্দি ১৩৫৪.৬৫
৬৭ অপরিবর্তিত  আইসল্যান্ড ১৩৫২.৯৮
৬৮ অপরিবর্তিত  উত্তর মেসিডোনিয়া ১৩৫০.৫৩
৬৯ অপরিবর্তিত  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ১৩৫০.১১
৭০ অপরিবর্তিত  ইরাক ১৩৪৫.২১
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৪৮ হ্রাস ২৪  ভেনেজুয়েলা ১৬৭৩
৪৯ হ্রাস  গ্রিস ১৬৭২
৫০ বৃদ্ধি ১০  উত্তর মেসিডোনিয়া ১৬৬৩
৫১ হ্রাস  কাতার ১৬৬২
৫২ হ্রাস  রোমানিয়া ১৬৫৫

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
উরুগুয়ে ১৯৩০ যুগোস্লাভিয়ার অংশ ছিল যুগোস্লাভিয়ার অংশ ছিল
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
ফ্রান্স ১৯৯৮ উত্তীর্ণ হয়নি ১০ ২২ ১৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২ ১০ ১১ ১৮
জার্মানি ২০০৬ ১২ ১১ ২৪
দক্ষিণ আফ্রিকা ২০১০ ১১
ব্রাজিল ২০১৪ ১০ ১৬
রাশিয়া ২০১৮ ১০ ১৫ ১৫
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/৮ ৬০ ১৪ ১২ ৩৪ ৭১ ১০২

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ