উলাশী ইউনিয়ন
উলাশীMahade,hasan | |
---|---|
ইউনিয়ন | |
উলাশী ইউনিয়ন | |
ডাকনাম: Mahade | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | শার্শা উপজেলা |
প্রতিষ্ঠাকালDalda | ১৯৬২ |
আয়তন | |
• মোট | ৯০.৪২ বর্গকিমি (৩৪.৯১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৪,১০২ |
• জনঘনত্ব | ৪৯০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
উলাশী ইউনিয়ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তর খুলনা বিভাগের জেলা যশোরের অন্তর্গত শার্শা উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
ভৌগোলিক অবস্থান
ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়ন পূর্বে নির্বাসখোলা ইউনিয়ন, উত্তর পূর্ব পাশে নাভারন ইউনিয়ন, উত্তর পশ্চিম পাশে শার্শা ইউনিয়ন, পশ্চিমে বেনাপোল ইউনিয়ন, দক্ষিণে বাগআচড়া ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নটির আয়তন ৩৪.৯১ বর্গ কি:মি:, ওয়ার্ডের সংখ্যা ০৯টি, গ্রামের সংখ্যা ১৭, হাট বাজারের সংখ্যা ৬টি, মৌজার সংখ্যা ১৩টি এবং খোয়াড়ের সংখ্যা ১৫টি।
গ্রামসমূহ
- উলাশী
- গিলাপোল
- খাজুরা
- সম্বন্ধকাটি
- কাশিয়াডাঙ্গা
- জিরানগাছা
- লাউতাড়া
- রামপুর
- মাটিপুকুর
- কন্যাদহ
- রামেরডাঙ্গা
- ধলদাহ
- বেনেখড়ি
- কাঠুরিয়া
- বড়বাড়িয়া
- পানবুড়ি
- যদুনাথপুর
তথ্যসূত্র
- ↑ "এক নজরে উলাশী ইউনিয়ন"। ulshiup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।