চৌগাছা ইউনিয়ন
চৌগাছা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
চৌগাছা ইউনিয়ন | |
বাংলাদেশে চৌগাছা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৫′২০.৯″ উত্তর ৮৯°২′২৭.২″ পূর্ব / ২৩.২৫৫৮০৬° উত্তর ৮৯.০৪০৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | চৌগাছা উপজেলা |
আয়তন | |
• মোট | ১৭.৪৮ বর্গকিমি (৬.৭৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১২,০৯৯ |
• জনঘনত্ব | ৬৯০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চৌগাছা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত চৌগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]
ভৌগোলিক অবস্থান
ভৌগোলিক অবস্থান অনুযায়ী চৌগাছা ইউনিয়ন জেলা সদর হতে প্রায় ২৩ কি:মি: এবং উপজেলা সদর হতে ৩ কি:মি: পূর্বে কয়ারপাড়া গ্রামে যশোর চৌগাছা মহা সড়কের পার্শে অবস্থিত। এর উত্তর দিকে পাতিবিলা ইউনিয়ন, দক্ষিণে ধুলিয়ানি ইউনিয়ন, পূর্বে সিংহাঝুলি ইউনিয়ন, পশ্চিমে কপোতাক্ষ নদ ও চৌগাছা পৌরসভা। ৭টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত চৌগাছা ইউনিয়ন পরিষদ। ইউনিয়নটি ৮টি গ্রাম এবং ৭টি মৌজা নিয়ে গঠিত হয়েছে।
গ্রাম
চৌগাছা ইউনিয়নে মোট ৮টি গ্রাম রয়েছে।
- উত্তর কায়ারপড়া
- দক্ষিণ কয়ারপাড়া
- লস্করপুর
- মনমথপুর
- চাদপুর (আংশিক)
- বেড়গোবিন্দপুর
- দিঘলসিঙ্গা
- মশ্যমপুর
তথ্যসূত্র
- ↑ "চৌগাছা ইউনিয়ন"। chougachhaup5.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।