মাগুরা ইউনিয়ন, ঝিকরগাছা
মাগুরা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
মাগুরা ইউনিয়ন | |
বাংলাদেশে মাগুরা ইউনিয়ন, ঝিকরগাছার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৯′৪২.১″ উত্তর ৮৯°৩′৯.৪″ পূর্ব / ২৩.১৬১৬৯৪° উত্তর ৮৯.০৫২৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | ঝিকরগাছা উপজেলা |
আয়তন | |
• মোট | ৬৬.২৫ বর্গকিমি (২৫.৫৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১৩,৫২৬ |
• জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫৩০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | maguraup |
মাগুরা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]
গ্রাম অনুযায়ী সংখ্যা
মাগুরা ইউনিয়নে মোট ১৬টি গ্রাম রয়েছে। এখানে ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী গ্রামসহ জনসংখ্যার তথ্য প্রদান করা হল।
গ্রাম | জনসংখ্যা | গ্রাম | জনসংখ্যা |
---|---|---|---|
কায়মকোলা | ২৫০০ | ছোটকুলি | ৭৮৪ |
বড়কুলি | ৬৯০ | চাঁন্দা | ২০২১ |
জয়রামপুর | ৫৩০ | ঘোড়দাহ | ১৯৫৬ |
ফুলবাড়ী | ২১০১ | আশিংড়ী | ১০১১ |
আঙ্গারপাড়া | ৭৮০ | সন্তোষনগর | ৬৮৯ |
মিশ্রীদেয়াড়া | ১৭২৬ | বহিরামপুর | ৬০৩ |
মাগুরা | ২১৯৯ | ডহর মাগুরা | ১৯০১ |
মোহাম্মদপুর | ৮৯০ | মনোহরপুর | ৬৪০ |
তথ্যসূত্র
- ↑ "মাগুরা ইউনিয়ন"। maguraup.jessore.gov.bd। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।