পাতিবিলা ইউনিয়ন
পাতিবিলা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
পাতিবিলা ইউনিয়ন | |
বাংলাদেশে পাতিবিলা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৭′৪৪.৯″ উত্তর ৮৯°১′৪৯.৪″ পূর্ব / ২৩.২৯৫৮০৬° উত্তর ৮৯.০৩০৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | চৌগাছা উপজেলা |
আয়তন | |
• মোট | ৪৪.৯১ বর্গকিমি (১৭.৩৪ বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পাতিবিলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত চৌগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]
ভৌগোলিক অবস্থান
পাতিবিলা ইউনিয়ন ৪৪.৯১ কিমি২ (১৭.৩৪ বর্গমাইল) এলাকাজুড়ে অবস্থান করছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী চৌগাছা ইউনিয়নটির উত্তরে: হাকিমপুর ইউনিয়ন, দক্ষিণে: চৌগাছা ইউনিয়ন, পূর্বে: জগদীশপুর ইউনিয়ন, পশ্চিমে: নারায়ণপুর ইউনিয়ন।
গ্রাম
চৌগাছা ইউনিয়নে মোট ১০টি গ্রাম নিয়ে গঠিত হয়েছে।
- ছোট নিয়ামতপুর
- বড় নিয়ামতপুর
- মুক্তদাহ
- তেঘরী
- বিশ্বনাথপুর
- পাতিবিলা
- হায়াতপুর
- পুড়াহুদা
- ভবানীপুর
- রোস্তমপুর
- সাদীপুর
তথ্যসূত্র
- ↑ "পাতিবিলা ইউনিয়ন"। patibilaup7.jessore.gov.bd। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।