কাজান মেট্রো
কাজান মেট্রো
মালিকানায় কাজান পৌরসভা অবস্থান কাজান , তাতারস্তান প্রজাতন্ত্র, রাশিয়া পরিবহনের ধরন দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা লাইনের (চক্রপথের) সংখ্যা ১ বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা ১০ দৈনিক যাত্রীসংখ্যা ৮৬ হাজার (গড়) বাৎসরিক যাত্রীসংখ্যা ৩ কোটি ১৩ লক্ষ (২০১৩)[ ১] চালুর তারিখ ২০০৫ পরিচালক সংস্থা মেত্রোএলেকত্রোত্রান্স (MetroElektroTrans) একক গাড়ির সংখ্যা ৪৭ মোট রেলপথের দৈর্ঘ্য ১৫.৮২২ কিমি (৯.৮ মা) রেলপথের গেজ ১,৫২৪ মিলিমিটার (৫ ফুট )
গণপরিবহন ব্যবস্থার মানচিত্র
কাজান মেট্রো (রুশ : Каза́нское метро́ ; তাতার : Казан метросы ) রাশিয়ার তাতারস্তান রাজ্যের কাজান শহরকে সেবা প্রদানকারী একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ২০০৫ সালের ২৭শে আগস্ট এটি চালু করা হয়। এটি রাশিয়ার ৭ম মেট্রো ব্যবস্থা এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর রাশিয়ার প্রথম নতুন মেট্রো। একটিমাত্র লাইন (দৈর্ঘ্য ১৫.৮২২ কিমি (৯.৮ মা)) এবং ১০টি বিরতিস্থলবিশিষ্ট এই পাতালরেল ব্যবস্থাটি প্রতিবছর ৩ কোটিরও বেশি যাত্রী ব্যবহার করেন।[ ১]
তথ্যসূত্র
মধ্য ইউরোপ অস্ট্রিয়া :
ভিয়েনা উ-বান ;
হাঙ্গেরি :
বুদাপেশ্ৎ মেট্রো ;
জার্মানি :
বার্লিন উ-বান (Berlin U-Bahn ) • বার্লিন এস-বান (Berlin S-Bahn) • বিলেফেল্ট শ্টাটবান (Bielefeld Stadtbahn ) •
বোকুম শ্টাটবান (Bochum Stadtbahn ) • কোল্ন শ্টাটবান (Cologne Stadtbahn) • ডর্ট্মুন্ট শ্টাটবান (Dortmund Stadtbahn ) • ড্রেস্ডেন শ্টাটবান (Dresden S-Bahn ) • রাইন্বান (Rheinbahn ) • ডুইসবুর্গ শ্টাটবান (Duisburg Stadtbahn ) • এসেন শ্টাটবান (Essen Stadtbahn ) • ফ্রাংকফুর্ট উ-বান (Frankfurt U-Bahn ) • রাইন-মাইন এস-বান (Rhein-Main S-Bahn ) • হামবুর্গ উ-বান (Hamburg U-Bahn) • হামবুর্গ এস-বান (Hamburg S-Bahn) • হানোভার শ্টাটবান (Hanover Stadtbahn ) • হানোভার এস-বান (Hanover S-Bahn ) • রেজিওট্রাম (RegioTram ) • লাইপজিক-হালে এস-বান (Leipzig-Halle S-Bahn ) • মাগডেবুর্গ এস-বান (Magdeburg S-Bahn ) •
রাইন-নেকার এস-বান • মিউনিখ উ-বান (Munich U-Bahn) • মিউনিখ এস-বান (Munich S-Bahn) • নুরেমবার্গ উ-বান (Nuremberg U-Bahn) • ন্যুর্নবার্গ এস-বান (Nürnberg S-Bahn) • রস্টক এস-বান (Rostock S-Bahn) • রাইন-রুর এস-বান (Rhein-Ruhr S-Bahn ) • স্টুটগার্ট স্টাটবান (Stuttgart Stadtbahn) • এস-বান মিটলেরার নেকার (S-Bahn Mittlerer Neckar ) •
ভুপার্টালের ঝুলন্ত রেলপথ (Schwebebahn Wuppertal);
সুইজারল্যান্ড :
লোজান মেট্রো (Lausanne Metro )
পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপ দক্ষিণ-পূর্ব ইউরোপ উত্তর ইউরোপ দক্ষিণ ইউরোপ
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd