ব্রাসেল্‌স মেট্রো

ব্রাসেল্‌স মেট্রো

সংক্ষিপ্ত বিবরণ
অবস্থানব্রাসেলস-রাজধানী অঞ্চল
পরিবহনের ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
লাইনের (চক্রপথের)
সংখ্যা
৪টি মেট্রো লাইন (M1,M2,M5,M6)[]
৩টি প্রাক-মেট্রো লাইন (T3,T4,T7)
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
৫৯ (শুধু মেট্রোর)
৬৯[] (প্রাক-মেট্রো লাইনসহ)
বাৎসরিক যাত্রীসংখ্যা১৩ কোটি ৮৩ লক্ষ (২০১২)[]
ওয়েবসাইটSTIB/MIVB
চলাচল
চালুর তারিখ২০ সেপ্টেম্বর ১৯৭৬; ৪৮ বছর আগে (1976-09-20)[]
পরিচালক সংস্থাSTIB/MIVB
একক গাড়ির সংখ্যা৬৬[]
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য৩৯.৯ কিমি (২৪.৮ মা) (metro only)[]
৫৫.৭ কিমি (৩৪.৬ মা) (w/ premetro)
রেলপথের গেজ১,৪৩৫ মিলিমিটার (৪ ফুট   ইঞ্চি) আদর্শ গেজ
গণপরিবহন ব্যবস্থার মানচিত্র

ইউরোপ মহাদেশের বেলজিয়াম রাষ্ট্রের রাজধানী ব্রাসেল্‌সের পাতাল ট্রেন ব্যবস্থার নাম ব্রাসেল্‌স মেট্রো (ফরাসি: Métro de Bruxelles মেত্‌খো দ্য ব্‌খুসেল, ওলন্দাজ: Brusselse metro)। এই ব্যবস্থাটিতে ৪টি প্রকৃত মেট্রো লাইন এবং ৩টি প্রাক-মেট্রো লাইন আছে। মূল মেট্রো লাইনগুলির মোট দৈর্ঘ্য ৩৯.৯ কিলোমিটার (২৪.৮ মা) এবং এগুলিতে ৫৯টি বিরতিস্থল বা স্টেশন আছে।[] ২০১২ সালে যাত্রীরা মোট প্রায় ১৪ কোটি বার ব্যবস্থাটি ব্যবহার করেন।[]

তথ্যসূত্র

  1. "Activity Report 2011 - Figures & statistics '11" (পিডিএফ)। STIB/MIVB। পৃষ্ঠা 08। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৫ 
  2. "STIB - Key Figures"। STIB। ২০১৩। ২০১৩-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১২-১২ 
  3. "STIB - Historique de la STIB de 1970 à 1979" [STIB - History of STIB from 1970 to 1979] (French ভাষায়)। STIB। ২০১৩। ২০১৩-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৫ 
  4. "Activity Report 2011 - Figures & statistics '11" (পিডিএফ)। STIB/MIVB। পৃষ্ঠা 12। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৫ 

আরও দেখুন