সেন্ট পিটার্সবার্গ মেট্রো

সেন্ট পিটার্সবার্গ মেট্রো
Петербургский метрополитен
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থানসেন্ট পিটার্সবার্গ এবং লেনিনগ্রাদ ওবলাস্ত
পরিবহনের ধরনদ্রুত পরিবহন
লাইনের (চক্রপথের)
সংখ্যা
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
৬০
দৈনিক যাত্রীসংখ্যা৩৪ লক্ষ
চলাচল
চালুর তারিখ১৯৫৫
পরিচালক সংস্থাPeterburgsky Metropoliten
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য১০৫.৬ কিলোমিটার (৬৫.৬ মাইল)*
রেলপথের গেজ১৫২০

সেন্ট পিটার্সবার্গ মেট্রো (রুশ: Петербу́ргский метрополитен) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরকে সেবা প্রদানকারী একটি পাতাল ট্রেন ব্যবস্থা। এটি অতীতে লেনিনগ্রাদ মেট্রো নামে পরিচিত ছিল। এই মেট্রোতে সোভিয়েত শিল্পকলার প্রচুর নিদর্শন দেখতে পাওয়া যায়। মেট্রোটি পৃথিবীর সবচেয়ে গভীরে অবস্থিত পাতাল ট্রেন ব্যবস্থা। [] প্রতিদিন প্রায় ৩০ লক্ষ যাত্রী এই মেট্রো ব্যবহার করে। এটি বিশ্বের ১১শ ব্যস্ততম মেট্রো।

তথ্যসূত্র

  1. মেট্রোটির সবচেয়ে গভীর অংশটি মাটির ১০৫ মিটার গভীরে অবস্থিত: আদমিরালতেইস্কায়া স্টেশন।