কালাই ইউনিয়ন, কাহালু
কালাই ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
২ নং কালাই ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: কালাই ইউপি | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | কাহালু উপজেলা ![]() |
আসন | ১২ টি চেয়ারম্যানসহ ১৩টি |
সরকার | |
• চেয়ারম্যান | মো: জোবাইদুল ইসলাম সবুজ |
জনসংখ্যা | |
• মোট | ২০,৯৬২ |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৫ শতাংশ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
২ নং কালাই ইউনিয়ন পরিষদ বগুড়া জেলার কাহালু উপজেলার অর্ন্তগত একটি ইউনিয়ন পরিষদ। ২ নং কালাই ইউনিয়ন বাংলাদেশের একটি কৃষি প্রধান এলাকা। এখানে বরি ও খরিপ মৌসুমে প্রচুর পরিমানে কৃষি আবাদ হয়ে থাকে।
গ্রাম্য কুটিরশিল্পের জন্যও প্রসিদ্ধ। কর্নিপাড়া, কাউড়া ও উৎরা গ্রামগুলো ক্ষুদ্র তাঁতশিল্পের জন্য প্রসিদ্ধজ
অবস্থান
বগুড়া জেলা হতে প্রায় ২২ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কাহালু উপজেলা সদর হতে ১১ কিলোমিটার উত্তরে অবস্থিত। কালাই ইউনিয়নের উত্তর-পশ্চিম ঘেষে প্রবাহিত হয়েছে নাগর নদী। এই নদী কাহালু উপজেলা ও শিবগঞ্জ উপজেলাকে পৃথক করেছে। এর পশ্চিমে ১ নং বীরকেদার ইউনিয়ন পরিষদ এবং পূর্বে ৩ নং পাইকড় ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান ও সদস্যবৃন্দ
২৬ ডিসেম্বর ২০২১ ইং অনুষ্ঠিত নির্বাচনে আগামী ৫ বছরের জন্য ২নং কালাই ইউনিয়ন পরিষদের নেতৃত্ব পেলেন যারা
চেয়ারম্যান
- মো. জোবাইদুল ইসলাম সবুজ
সংরক্ষিত আসনে সদস্য (মহিলা)
- ওয়ার্ড (১,২,৩) :
- ওয়ার্ড (৪,৫,৬): মোছা রমেনা খাতুন
- ওয়ার্ড (৭,৮,৯): মোছা: হেলেনা বিবি
সদস্য বৃন্দ:
- ১ নং ওয়ার্ড:
- ২ নং ওয়ার্ড:
- ৩ নং ওয়ার্ড:
- ৪ নং ওয়ার্ড: মো: আব্দুর রশিদ
- ৫ নং ওয়ার্ড: মো: রাশেদুল ইসলাম
- ৬ নং ওয়ার্ড:
- ৭ নং ওয়ার্ড: মো আব্দুল করিম
- ৮ নং ওয়ার্ড:
- ৯ নং ওয়ার্ড:
একনজরে কালাই ইউনিয়ন পরিষদ
একনজরে ইউনিয়ন পরিচিতি[১]
- আয়তন: ৫,১৯৪ একর
- মোট জনসংখ্যা: ২০,৯৬২ জন (আদমশুমারী ২০১১)
- মোট ভোটার সংখ্যা: ১৮,৭৬৪ জন
- নির্বাচনী এলাকা: কাহালু-নন্দীগ্রাম-বগুড়া-৪
- মোট খানা (পরিবারের সংখ্যা): ৫,৫১৪
- গ্রামের সংখ্যা: ৩০টি
- মৌজার সংখ্যা: ৭টি
- মাধ্যমিক বিদ্যালয়: ৪টি (১টি বালিকা বিদ্যালয়)
- কলেজ সমমান মাদ্রাস (ফাজিল মাদ্রাসা): ১টি
- মাধ্যমিক সমমান মাদ্রাসা: ২টি
- প্রাথমিক বিদ্যালয়: ৮টি
- মসজিদ: ৪১টি
- মন্দির: ১৬ টি
- হাট-বাজার: ৪টি
- ক্ষুদ্র কুটির শিল্প: ১৫০টি (প্রায়)
শিক্ষা প্রতিষ্ঠান
- পিলকুঞ্জ ফাজিল মাদ্রাসা (ডিগ্রি কলেজ সমমান)
- তিনদিঘী উচ্চ বিদ্যালয়
- পাঁচ গ্রাম উচ্চ বিদ্যালয়
- কালাই ঘোনপাড়া উচ্চ বিদ্যালয়
- কালাই কর্ণিপাড়া বালিকা বিদ্যালয়
- কালাই রাজবাটি দাখিল মাদ্রাসা
- পিলকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কর্ণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কালাই ঘোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উৎরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান
- সিংহদ্বার কালাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স
- কালাই রাজবাটী ইসলামিক মিশন হাসপাতাল ও খেলার মাঠ
- কালমি বাবার মাজার শরীফ, নলডুবি
- পুরানপুকুর ঐতিহাসিক এক গুম্বুজ মসজিদ, পিলকুঞ্জ হাজী পাড়া
- তিনদিঘী বাজার মাজার শরীফ
- সৌলা দরগা, ভাদাহার, নাগর নদী সংলগ্ন
- নাগর নদী ও ব্রীজ
তথ্যসূত্র
- ↑ "এক নজরে ইউনিয়ন"। কালাই ইউনিয়ন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।