হাটশেরপুর ইউনিয়ন
হাটশেরপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | সারিয়াকান্দি উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | নূর মোঃ মেহেদী হাসান আলো (সতন্ত্র) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৬,১৭৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৮৩০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
হাটশেরপুর ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একটি ইউনিয়ন। হাটশেরপুর ইউনিয়ন সারিয়াকান্দি উপজেলার উত্তর অংশে অবস্থিত। এই ইউনিয়নের পূর্বে ও উত্তরে যমুনা নদী ও পশ্চিমে বাঙ্গালী নদী প্রবাহিত।
অবস্থান
এ ইউনিয়নের উত্তরে সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়ন, পূর্বে মাদারগঞ্জ উপজেলা, দক্ষিণে ধুনট উপজেলা এবং পশ্চিমে গাবতলী উপজেলা। এই ইউনিয়নের পূর্ব ও উত্তরে যমুনা নদী এবং পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে বাঙ্গালি নদী প্রবাহিত।
প্রশাসনিক কাঠামো
হাটশেরপুর ইউনিয়ন সারিয়াকান্দি উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ড আছে।
১নং ওয়ার্ডটি নিজবলাইল উত্তর পাড়া ও নিজবলাইল মধ্য পাড়া নিয়ে গঠিত।
২নং ওয়ার্ড নিজবলাইল দক্ষিণ পাড়া ও নিজবলাইল পশ্চিম পাড়া নিয়ে গঠিত।
৩নং ওয়ার্ড তাজুরপাড়া, নিজ বরুরবাড়ি (ভেগিরপাড়া) ও বরুরবাড়ী।
ইতিহাস
কথিত আছে, একসময় হাটশেরপুর ইউনিয়নটি ছিল জঙ্গলে ভরা। এখানে খুবই কম মানুষ বসবাস করত। জয়পুরহাট এর ঘোড়াঘাট এলাকা থেকে কিছু লোক এই ইউনিয়নে প্রথম বসতি স্থাপন করে।তারপর আস্তে আস্তে ইউনিয়নটি জনবসতিপূর্ণ হয়। একসময় সেন বংশের রাজারা এখানে জমিদারি করতেন। বিখ্যাত জমিদার পরিবারের হাতি ও ঘোড়া গুলো একসময় এই ইউনিয়নে চলাচল করত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই এলাকায় মুক্তিবাহিনীর সাথে পাকবাহিনীর ব্যাপক যুদ্ধ সংগঠিত হয়।
শিক্ষা
- উচ্চ বিদ্যালয়
- নিজবলাইল উচ্চ বিদ্যালয়।
- খোর্দ্দ বলাইল উচ্চ বিদ্যালয়।
- হাটশেরপুর উচ্চ বিদ্যালয়।
- মাদ্রাসা
- নিজবলাইল ইসলামিয়া আলিম মাদ্রাসা।
- দূর্ঘাদহ দরবেশ জাফর আলী মাদ্রাসা।
- মহাবিদ্যালয়
- নিজবলাইল ইএন কলেজ।
- সরকারী প্রাথমিক বিদ্যালয়
- তাজুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
- বরুবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়
হাট-বাজার
- হাসনাপাড়া বা হাটশেরপুর বাজার
- বলাইল বাজার
তথ্যসূত্র
১. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে সারিয়াকান্দি"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগৃহীত ১৪ জুলাই, ২০১৬।