নেপালতলী ইউনিয়ন
নেপালতলী | |
---|---|
ইউনিয়ন | |
৫ নং নেপালতলী ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | গাবতলী উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ শহীদুল ইসলাম বাবু (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৩৪.৪৮ বর্গকিমি (১৩.৩১ বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
নেপালতলী ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রশাসনিক এলাকা। ইউনিয়নটিকে প্রশাসনিকভাবে ৫ নং নেপালতলী ইউনিয়ন ডাকা হয়। এটি ইছামতি নদীর তীরে অবস্থিত।
অবস্থান ও আয়তন
এটি রাজশাহী বিভাগের বগুড়া জেলার গাবতলী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। এর আয়তন ৭৫৫২ একর (৩৪.৪৮ বর্গ কিলোমিটার)।
ইতিহাস
ভৌগোলিক উপাত্ত
নেপালতলী ইউনিয়ন ৭ টি মৌজা এবং ২৫ টি গ্রাম নিয়ে গঠিত
প্রসাশন
০১জন চেয়ারম্যান, ০১জন সচিব এবং ১৩জন সদস্য ( ০৯জন পুরুষ এবং ০৩জন সংরক্ষিত মহিলা সদস্য ) নিয়ে নেপালতলী ইউনিয়ন প্রশাসন গঠিত। এছাড়াও ইউনিয়নের ১০ জন নিজস্ব গ্রাম পুলিশ রয়েছে ইউনিয়ন সচিব স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত, অন্যদিকে প্রতি ৫ বছর অন্তর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ নির্বাচিত হয়।
শিক্ষা
নেপালতলী ইউনিয়নে ১ টি কলেজ ও বিশ্ববিদ্যালয়, ৩ টি উচ্চ বিদ্যালয়, ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উল্লেখযোগ্য স্থান
সুখানপুকুর
বিবিধ
অত্ত ইউনিয়নে ৩৬ টি মসজিদ, ২২ টি ঈদগাহ মাঠ,১৭ টি মন্দির ও ৪ টি এতিমখানা রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
গাবতলী উপজেলা পরিষদ হতে ৪ কি: মি: পূর্ব-উত্তরে অবস্থিত নেপালতলী ইউনিয়ন পরিষদ। গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে বাস ,বেবি টেক্সি, অটোরিক্সা, ভ্যান, সি এন জি ইত্যাদি যানবাহন দিয়ে সরাসরি ইউনিয়ন পরিষদে যাতায়াত করা যায়।