খোট্টাপাড়া ইউনিয়ন
খোট্টাপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে খোট্টাপাড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৬′২৯″ উত্তর ৮৯°২৫′২১″ পূর্ব / ২৪.৭৭৪৭২° উত্তর ৮৯.৪২২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | বগুড়া জেলা |
উপজেলা | শাজাহানপুর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল্লাহ আল- ফারুক |
আয়তন | |
• মোট | ১৫.১৮ বর্গকিমি (৫.৮৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,৮৪৮ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৮০১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
খোট্টাপাড়া বাংলাদেশের বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
খোট্টাপাড়া ইউনিয়নের আয়তন ৩,৭৫২ একর (১৫.১৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খোট্টাপাড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,৮৪৮ জন। এর মধ্যে পুরুষ ১১,৫৮৯ জন এবং মহিলা ১১,২৫৯ জন। মোট পরিবার ৫,৮৮০টি।[১]
অবস্থান ও সীমানা
প্রশাসনিক কাঠামো
ইতিহাস
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী খোট্টাপাড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.৭%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৪৯.৬% এবং নারীদের মধ্যে সাক্ষরতার হার ৪৭.৭%।[১]
ধর্মীয় প্রতিষ্ঠান
খোট্টাপাড়া ইউনিয়নে
• ভোমরকুটি বালিয়া দরবার শরিফ[৩]
• মোস্তাইল পাঁচপীরতোলা মাজার[৩]
- ২টি মন্দির।[৩]
• জালশুকা দাসপাড়া শ্রী শ্রী দূর্গা মন্ডব[৩]
• জালশুকা সার্বজনীয় পূর্জা মন্ডপ[৩]
হাট-বাজার
খোট্টাপাড়া ইউনিয়নের হাট-বাজার:
ক্রম নং | হাট/বাজারের নাম |
---|---|
১ | দুবলাগাড়ী হাট |
২ | জালশুকা বাজার |
৩ | হরিতোলা বাজার |
৪ | মোস্তাইল বাজার |
ঐতিহ্যবাহী উৎসব
খারুয়া মেলা
খারুয়া মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা। বগুড়া জেলা শহর হতে ১৩ কিলোমিটার পূর্বদিকে খারুয়া দহ নামক স্থানে প্রতি বছর যে মেলা বসে তাই খারুয়া মেলা নামে পরিচিত। একে ছোট সন্ন্যাসী মেলা বলেও ডাকা হয়। বাংলাদেশে গ্রামীণ মেলাসেমূহের মধ্যে বগুড়ার খারুয়া মেলা অন্যতম। মেলাটি প্রায় ৩শত বছর পূর্বে শুরু হয় বলে ধারণা করা হয়। প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম বুধবার শাজাহানপুরের জালশুকা গ্রামের খারুয়া দহে অনুষ্ঠিত এ মেলা। মেলাটি এ এলাকার প্রায় ৩শ’ বছরের ঐতিহ্য।
জনপ্রতিনিধি
- চেয়ারম্যান: আব্দুল্লাহ আল- ফারুক[৪]
কর্মকর্তাবৃন্দ
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
- ↑ "সকল মসজিদ - খোট্টাপাড়া ইউনিয়ন - খোট্টাপাড়া ইউনিয়ন"। khottaparaup.bogra.gov.bd/। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ "ধর্মীয় প্রতিষ্ঠান"। খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ। ৭ আগষ্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২০ আগষ্ট ২০২৪।
- ↑ "আব্দুল্লাহ আল- ফারুক - খোট্টাপাড়া ইউনিয়ন - খোট্টাপাড়া ইউনিয়ন"। khottaparaup.bogra.gov.bd/। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "ইউপি সচিব"। খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ। ৭ আগষ্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২০ আগষ্ট ২০২৪।
- ↑ "হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর"। খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ। ৭ আগষ্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২০ আগষ্ট ২০২৪।