ঝিনাইদহ-৪
ঝিনাইদহ-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঝিনাইদহ জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বর্তমান সাংসদ | পদ শূন্য |
যশোর-১ → |
ঝিনাইদহ-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঝিনাইদহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৮৪নং আসন।
সীমানা
ঝিনাইদহ-৪ আসনটি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদর জেলার নলডাঙ্গা ইউনিয়ন, ঘোড়াশাল ইউনিয়ন, ফুরসুন্ধি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আনোয়ারুল আজীম | ১,০৩,৪৭৮ | ৯৫.০ | +৪৪.১ | |
ওয়ার্কার্স পার্টি | মোহাম্মদ মোস্তফা আলমগীর | ৫,৩৯৮ | ৫.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৮,০৮০ | ৯০.১ | +৮৭.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,০৮,৮৭৬ | ৪৩.১ | −৪৮.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুল মান্নান | ১,০৫,৮৫২ | ৫০.৯ | +৮.০ | ||
বিএনপি | শহিদুজ্জামান বেল্টু | ১,০১,১৭৫ | ৪৮.৭ | -৬.৬ | ||
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি | আব্দুস সালাম | ৩৮৬ | ০.২ | প্র/না | ||
ন্যাশনাল পিপলস পার্টি | মোঃ কামরুল হাসান | ২৬৯ | ০.১ | প্র/না | ||
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন | নুর উদ্দিন আহমেদ | ২৩৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪.৬৭৭ | ২.২ | −১০.২ | |||
ভোটার উপস্থিতি | ২,০৭,৯১৭ | ৯১.৬ | +৬.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | শহিদুজ্জামান বেল্টু | ৯৫,৯৯১ | ৫৫.৩ | +৯.৫ | |
আওয়ামী লীগ | মোঃ আব্দুল মান্নান মিয়া | ৭৪,৪৫৮ | ৪২.৯ | +৫.৫ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ শাহজাহান আলী | ২,৪৬৭ | ১.৪ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | মোঃ এ সালাম | ৩৯৪ | ০.২ | -০.৪ | |
স্বতন্ত্র | গোলাম মোরশেদ | ১৩৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৫৩৩ | ১২.৪ | +৪.০ | ||
ভোটার উপস্থিতি | ১,৭৩,৪৪৭ | ৮৫.৩ | +৪.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | শহিদুজ্জামান বেল্টু | ৬০,৬৯৬ | ৪৫.৮ | +৮.৩ | |
আওয়ামী লীগ | আব্দুল মান্নান | ৪৯,৬০৫ | ৩৭.৪ | +৯.২ | |
জামায়াতে ইসলামী | মোঃ আবু তালেব | ২০,১০৬ | ১৫.২ | -২.৬ | |
জাতীয় পার্টি | মোঃ জাহিদুল ইসলাম | ১,৩১১ | ১.০ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | আব্দুস সালাম | ৮৫১ | ০.৬ | -০.৮ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১১,০৯১ | ৮.৪ | −০.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,৩২,৫৬৯ | ৮০.৮ | +১১.৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | শহিদুজ্জামান বেল্টু | ৪১,৯৭১ | ৩৭.৫ | |||
আওয়ামী লীগ | শাহ মোঃ জাহাঙ্গীর শিকদার | ৩১,৫৫৩ | ২৮.২ | |||
জামায়াতে ইসলামী | নজরুল ইসলাম | ১৯,৯৪৪ | ১৭.৮ | |||
স্বতন্ত্র | মোহাম্মদ এবাদত হোসেন মন্ডল | ১২,০৯০ | ১০.৮ | |||
ইসলামী ঐক্য জোট | রোস্তম আলী | ১,৮৪২ | ১.৬ | |||
ওয়ার্কার্স পার্টি | আব্দুস সালাম | ১,৫৩৬ | ১.৪ | |||
স্বতন্ত্র | নুর উদ্দিন আহমেদ | ১,৪৫১ | ১.৩ | |||
জাকের পার্টি | দরবেশ আলী লশকর | ১,১৮৭ | ১.১ | |||
জাসদ (রব) | আব্দুর রাজ্জাক | ২৭৪ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৪১৮ | ৯.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১,১১,৮৪৮ | ৬৯.২ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
- ↑ "ঝিনাইদহ-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Jhenaidah-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- প্রথম আলোতে ঝিনাইদহ-৪