ভোলা-১
ভোলা-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ভোলা জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
ভোলা-২ → |
ভোলা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ভোলা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১৫নং আসন।
সীমানা
ভোলা-১ আসনটি ভোলা জেলার ভোলা সদর উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
১৯৮৪ সালে যখন বাকেরগঞ্জ জেলাকে ভেঙে চারটি জেলায় (বাকেরগঞ্জ, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর) ভাগ করা হয়, তখন বাকেরগঞ্জ-১ থেকে এ সংসদীয় আসনটি সৃষ্টি করা হয়।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে তোফায়েল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আন্দালিব রহমান | ৯৫,১৫৮ | ৫৩.২ | -৮.৯ | |
আওয়ামী লীগ | ইউসুফ হোসেন হুমায়ুন | ৭৮,৪৮৯ | ৪৩.৯ | +৬.৪ | |
ইসলামী আন্দোলন | মোঃ আনিসুল হক | ৩,৬৯৮ | ২.১ | প্র/না | |
বিকল্পধারা | আবু আজম খান | ৭২৪ | ০.৪ | প্র/না | |
গণফ্রন্ট | কৃষক মোঃ সাদেক | ৪৮৪ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | তপন কুমার চক্রবর্তী | ২০৪ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৬৬৯ | ৯.৩ | −১৫.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৭৮,৭৫৭ | ৭৭.৪ | +১৬.২ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোশাররফ হোসেন শাহজাহান | ৯৫,৯০৪ | ৬২.১ | +১৯.৪ | ||
আওয়ামী লীগ | তোফায়েল আহমেদ | ৫৮,০১০ | ৩৭.৫ | -৭.৩ | ||
জাসদ | মোঃ নাসির উদ্দিন | ৩১৩ | ০.২ | প্র/না | ||
বিকেএসএমএ (সাদেক) | কৃষক মোঃ সাদেক | ১৭৩ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | হুমায়ুন কবির | ১৩৬ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৭,৮৯৪ | ২৪.৫ | +২২.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৪,৫৩৬ | ৬১.২ | −৫.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
জুন ১৯৯৬ সালের নির্বাচনে তোফায়েল আহমেদ ভোলা-১ ও ভোলা-২ আসনের নির্বাচনে দাড়ান। নির্বাচনে তিনি উভয় আসনে জয় লাভ করলে, তিনি ভোলা-২ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ফলে ভোলা১ আসনে উপ-নির্বাচনের প্রয়োজন পড়ে[১০] তবে হাই কোর্ট, উপনির্বাচন স্থগিত করলে সপ্তম সংসদের পুরো সময়ে আসনটি খালি থাকে।[১০][১১]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | তোফায়েল আহমেদ | ৫০,০৯৯ | ৪৪.৮ | +৭.৬ | |
বিএনপি | মোশাররফ হোসেন শাহজাহান | ৪৭,৭৫৯ | ৪২.৭ | +১৭.৩ | |
জামায়াতে ইসলামী | আবু বক্কর সিদ্দিক | ৬,০৭১ | ৫.৪ | +১.৯ | |
জাতীয় পার্টি | মাকসুদুর রহমান | ৪,০২৪ | ৩.৬ | -২৮.৭ | |
ইসলামী ঐক্য জোট | আব্দুল মান্নান | ২,৮১৬ | ২.৫ | প্র/না | |
জাকের পার্টি | মোঃ শহীদ আলম | ৬০৪ | ০.৫ | +০.২ | |
গণফোরাম | আবু তাহের | ১৯৩ | ০.২ | প্র/না | |
বিকেএসএমএ | কৃষক মোঃ সাদেক | ১৬৯ | ০.১ | প্র/না | |
ফ্রিডম পার্টি | আঃ হাদি মামুদ | ৫৮ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,৩৪০ | ২.১ | −২.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,১১,৭৯৩ | ৬৬.২ | +১৮.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | তোফায়েল আহমেদ | ৩৬,৪৬৫ | ৩৭.২ | |||
জাতীয় পার্টি | নাজিউর রহমান মঞ্জু | ৩১,৬৪৪ | ৩২.৩ | |||
বিএনপি | মোশাররফ হোসেন শাহজাহান | ২৪,৯২২ | ২৫.৪ | |||
জামায়াতে ইসলামী | এএফএম আঃ হামিদ | ৩,৩৮২ | ৩.৫ | |||
জাকের পার্টি | আব্দুল ওয়াহাব মিয়া | ৩২২ | ০.৩ | |||
স্বতন্ত্র | মোঃ আলী জিন্নাহ | ২৭৭ | ০.৩ | |||
স্বতন্ত্র | মাহমুদুল হক কামাল | ২১৬ | ০.৩ | |||
বিকেএসএমএ | কৃষক মোঃ সাদেক | ২১৩ | ০.২ | |||
জাসদ (রব) | মোঃ শাহজাহান | ১৭৯ | ০.২ | |||
স্বতন্ত্র | আব্দুল জব্বার হাওলাদার | ১৪১ | ০.১ | |||
স্বতন্ত্র | মনসুর হেলাল | ১৩২ | ০.১ | |||
ন্যাপ (মোজাফফর) | মোঃ শাহজাহান | ১০০ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৮২১ | ৪.৯ | ||||
ভোটার উপস্থিতি | ৯৮,০০৩ | ৪৭.৭ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
- ↑ "ভোলা-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"। দৈনিক সংগ্রাম। ঢাকা। ১৫ ডিসেম্বর ২০১৩। ১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Dhaka-10 by-poll Symbol Dispute" [ঢাকা-১০ উপ-ভোটগ্রহণে প্রতীক বিতর্ক]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০০৪। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
- প্রথম আলোতে ভোলা-১