সিরাজগঞ্জ-২

সিরাজগঞ্জ-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসিরাজগঞ্জ জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার
  • ৪,০৪,৫০৭ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,০২,৭২০
  • নারী ভোটার: ২,০১,৭৮৫
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সিরাজগঞ্জ-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬৩নং আসন।

সীমানা

সিরাজগঞ্জ-২ আসনটি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন, খোকশাবাড়ী ইউনিয়ন, কাওয়াকোলা ইউনিয়ন, কালিয়াহরিপুর ইউনিয়ন, সয়দাবাদ ইউনিয়নসিরাজগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

নির্বাচন সদস্য দল
১৯৮৬ ইকবাল হাসান মাহমুদ টুকু জাতীয় পার্টি[][]
১৯৯১ মীর্জা মুরাদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ রুমানা মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ হাবিবে মিল্লাত বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ হাবিবে মিল্লাত বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ জান্নাত আরা হেনরী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে হাবিবে মিল্লাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: সিরাজগঞ্জ-২[][]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি রুমানা মাহমুদ ১,২৮,৪৩২ ৪৭.৯ -৭.২
আওয়ামী লীগ জান্নাত আরা হেনরী ১,২৬,৩১১ ৪৭.২ +৩.৭
বিজেপি এম এ মতিন ৫,৭১৮ ২.১ প্র/না
জাতীয় পার্টি আমিনুল ইসলাম ঝন্টু ২,৯৮১ ১.১ প্র/না
স্বতন্ত্র মাসুদুর রহমান ১,৯৭৮ ০.৭ প্র/না
বাসদ আবু বকর ভূঁইয়া ৯২৬ ০.৩ প্র/না
কমিউনিস্ট পার্টি মোঃ ইসমাইল হোসাইন ৫৮০ ০.২ প্র/না
ইসলামী আন্দোলন মোঃ জিয়াউল হক ৩৮৯ ০.১ প্র/না
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন মঞ্জুর আলম ৩০৫ ০.১ প্র/না
জাসদ (রব) মোঃ আব্দুল আজিজ তালুকদার ২৪৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২,১২১ ০.৮ −১০.৮
ভোটার উপস্থিতি ২,৬৭,৮৬৩ ৮৭.৭ +১০.৬
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: সিরাজগঞ্জ-২[]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি ইকবাল হাসান মাহমুদ টুকু ১,৩৮,৬৪০ ৫৫.১ +২৫.৪
আওয়ামী লীগ মোহাম্মদ নাসিম ১,০৯,৪৮২ ৪৩.৫ +৪.৯
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ লুৎফর রহমান ২,৬৫৪ ১.১ প্র/না
স্বতন্ত্র মোহাম্মদ সেলিম ৫৩৪ ০.২ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) আবু বকর ভূঁইয়া ৪৯৯ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৯,১৫৮ ১১.৬ +২.৭
ভোটার উপস্থিতি ২,৫১,৮০৯ ৭৭.১ −২.৭
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিরাজগঞ্জ-২[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোহাম্মদ নাসিম ৬৮,৫৯৮ ৩৮.৬ +৮.৯
বিএনপি একেএম শামসুল আলামিন ৫২,৭০৯ ২৯.৭ -১১.২
জাতীয় পার্টি আব্দুল মতিন ৩২,৫১৫ ১৮.৩ +১৬.৩
জামায়াতে ইসলামী আব্দুল লতিফ ২২,৭৯৫ ১২.৮ -১০.৯
জাকের পার্টি আমিন কোরায়শী ৪৩১ ০.২ -০.২
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) আবু বকর ভূঁইয়া ৪০৭ ০.২ প্র/না
ফ্রিডম পার্টি মোঃ আজিজুর রহমান সওদাগর ১৮২ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৫,৮৮৯ ৮.৯ −২.৪
ভোটার উপস্থিতি ১,৭৭,৬৩৭ ৭৯.৮ +২৩.৯
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: সিরাজগঞ্জ-২[]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মীর্জা মুরাদুজ্জামান ৫৮,৪৩৭ ৪০.৯
আওয়ামী লীগ মোতাহার হোসেন তালুকদার ৪২,৩৭৬ ২৯.৭
জামায়াতে ইসলামী আব্দুল আজিজ আজাদ ৩৩,৮৮১ ২৩.৭
জাসদ আব্দুল হাই তালুকদার ৩,৩৫৬ ২.৪
জাতীয় পার্টি আবুল হাসনাত গোফরান ২,৮৯৪ ২.০
বিকেএ আব্দুল মান্নান ৯২০ ০.৬
জাকের পার্টি মোঃ নজরুল ইসলাম ৫১৫ ০.৪
স্বতন্ত্র শাহজাহান আলী ৩৪৭ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১৬,০৬১ ১১.৩
ভোটার উপস্থিতি ১,৪২,৭২৬ ৫৫.৯
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. "সিরাজগঞ্জ-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ