বরিশাল-১
বরিশাল-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বরিশাল জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← ভোলা-৪ বরিশাল-২ → |
বরিশাল-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১৯নং আসন।
সীমানা
বরিশাল-১ আসনটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা ও গৌরনদী উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
বরিশাল-১ নির্বাচনী এলাকা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশ প্রথম নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আবুল হাসনাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৮]
২০০০-এর দশকে নির্বাচন
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | তালুকদার মোঃ ইউনুস | ৯৮,২৪৫ | ৫৭.২ | +১২.১ | ||
বিএনপি | আব্দুস সোবহান | ৭০,৯৬৯ | ৪১.৩ | -১৩.১ | ||
ইসলামী আন্দোলন | গোলাম মাহমুদ | ১,৫৮২ | ০.৯ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | শুভাষিশ সমদ্দার | ৪১৫ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | অশোক গুপ্তা | ৩৭১ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | জহির উদ্দিন স্বপন | ২০৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৭,২৭৬ | ১৫.৯ | +৬.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৭১,৭৮৫ | ৮৭.০ | +১০.৫ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | জহির উদ্দিন স্বপন | ৮১,৭৯১ | ৫৪.৪ | +১১.২ | ||
আওয়ামী লীগ | আবুল হাসনাত আবদুল্লাহ | ৬৭,৭৬০ | ৪৫.১ | ০.০ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ হারুন অর রশিদ | ৪৭০ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | ভাবরঞ্জন বাইদা | ২৬২ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | জন নিহার রঞ্জন বিশ্বাস | ৬৪ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,০৩১ | ৯.৩ | +৭.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৫০,৩৪৭ | ৭৬.৫ | −০.৭ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবুল হাসনাত আবদুল্লাহ | ৫২,৪১৮ | ৪৫.১ | -২.৫ | |
বিএনপি | কাজী গোলাম মাহবুব | ৫০,১২৫ | ৪৩.২ | +৩.২ | |
জাতীয় পার্টি | সুনিল কুমার গুপ্ত | ৬,০৫৪ | ৫.২ | +৪.২ | |
জামায়াতে ইসলামী | সরদার আব্দুস সালাম | ৫,৩৯৫ | ৪.৬ | -৪.৩ | |
ইসলামী ঐক্য জোট | আব্দুর রাজ্জাক খান | ১,৬১৯ | ১.৪ | প্র/না | |
স্বতন্ত্র | জন নিহার রঞ্জন বিশ্বাস | ৩৭৪ | ০.৩ | প্র/না | |
জাতীয় জনতা পার্টি (আসাদ) | মাহবুবুর রহমান | ১১১ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | আব্দুল লতিফ কবিরাজ | ৭৯ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,২৯৩ | ২.০ | −৫.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,১৬,১৭৫ | ৭৭.২ | +১৬.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আবুল হাসনাত আবদুল্লাহ | ৫৫,৬৯৭ | ৪৭.৬ | |||
বিএনপি | কাজী গোলাম মাহবুব | ৪৬,৮৫৫ | ৪০.০ | |||
জামায়াতে ইসলামী | সরদার আব্দুস সালাম | ১০,৪৩০ | ৮.৯ | |||
জাকের পার্টি | একেএম ফরহাদ হোসেন | ১,৫১০ | ১.৩ | |||
জাতীয় পার্টি | সরওয়ার আলম | ১,১৫৪ | ১.০ | |||
ইউসিএল | জহির উদ্দিন স্বপন | ৬১৩ | ০.৫ | |||
স্বতন্ত্র | এসকে জামান | ৫৯৭ | ০.৫ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | খলিলুর রহমান | ১৬৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৮৪২ | ৭.৬ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৭,০২১ | ৬০.৬ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
- ↑ "বরিশাল-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"। দৈনিক সংগ্রাম। ঢাকা। ১৫ ডিসেম্বর ২০১৩। ১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- প্রথম আলোতে বরিশাল-১