পোপাদিয়া ইউনিয়ন
পোপাদিয়া | |
---|---|
ইউনিয়ন | |
৬নং পোপাদিয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পোপাদিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৩′৪০″ উত্তর ৯১°৫৬′১৯″ পূর্ব / ২২.৩৯৪৪৪° উত্তর ৯১.৯৩৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | বোয়ালখালী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এস এম জসিম উদ্দীন |
আয়তন | |
• মোট | ১০.৩৮ বর্গকিমি (৪.০১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৩,১৮৮ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৬৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পোপাদিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
পোপাদিয়া ইউনিয়নের আয়তন ২,৫৬৪ একর (১০.৩৮ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পোপাদিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,১৮৮ জন। এর মধ্যে পুরুষ ১২,০৫৭ জন এবং মহিলা ১১,১৩১ জন। মোট পরিবার ৪,৩২০টি।[১]
অবস্থান ও সীমানা
বোয়ালখালী উপজেলার মধ্যভাগে পোপাদিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৪ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে সারোয়াতলী ইউনিয়ন, পূর্বে আমুচিয়া ইউনিয়ন ও শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন, উত্তরে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ও চরণদ্বীপ ইউনিয়ন এবং পশ্চিমে কধুরখীল ইউনিয়ন ও বোয়ালখালী পৌরসভা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
পোপাদিয়া ইউনিয়ন বোয়ালখালী উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বোয়ালখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৫নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৮ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- পোপাদিয়া
- সৈয়দপুর
- আকুবদণ্ডী
- আকলিয়া
- বিদগ্রাম
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পোপাদিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬৫.৭%।[১] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা[৩]
- হাওলা কুতুবিয়া আলিম মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়
- ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়
- সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- হাওলা উচ্চ বিদ্যালয়
- সৈয়দপুর নুর কাশেম একাডেমি
- প্রাথমিক বিদ্যালয়
- আকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কধুরখীল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাজা গরীবে নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পোপাদিয়া শহীদ রফিক স্মৃতি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পোপাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শহীদ ডাঃ শ্যামল লালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
★কিন্ডারগার্টেন
- ফাতেমা মনির গ্রামার স্কুল
যোগাযোগ ব্যবস্থা
পোপাদিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল গোমদণ্ডী-পোপাদিয়া সড়ক, চরণদ্বীপ-পোপাদিয়া সড়ক এবং আমুচিয়া-পোপাদিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
পোপাদিয়া ইউনিয়নে ২৫টি মসজিদ, ১টি ঈদগাহ ও ১২টি মন্দির রয়েছে।
খাল ও নদী
পোপাদিয়া ইউনিয়নের পোপাদিয়া, সৈয়দপুর, আকুবদণ্ডী, বিদগ্রাম, আকলিয়া গ্রামের মধ্যখানে প্রবাহিত বোয়ালখালী খাল।[৫]
হাট-বাজার
পোপাদিয়া ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল চাঁদার হাট এবং অন্নপূর্ণা হাট।[৬]
দর্শনীয় স্থান
পোপাদিয়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৭]
- শ্রী শ্রী কাঁলাচাদ ঠাকুর বাড়ী (পোপাদিয়া)
- হাওলা পুরী (আকুবদণ্ডী)
- হাওলা মামা ভাগিনার মাজার শরীফ (সৈয়দপুর)
- ঐতিহ্যবাহী ঝাড়ুয়া দীঘি (সৈয়দপুর)
উল্লেখযোগ্য ব্যক্তি
পোপাদিয়া ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছে:[৮]
- আবুল কালাম –– প্রাক্তন সংসদ সদস্য।
- নির্মল লালা –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- নুরুল হুদা –– বীর মুক্তিযোদ্ধা।
- মধুসূদন দত্ত –– ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
- রমা চৌধুরী –– একাত্তরের বীরাঙ্গনা এবং লেখিকা।
- অভিনেত্রী কবরী সরোয়ার
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: এস এম জসিম উদ্দীন[৯]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০।
- ↑ "পোপাদিয়া ইউনিয়নের গ্রামভিত্তিক লোকসংখ্যা - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"। www.popadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"। www.popadiaup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"। www.popadiaup.chittagong.gov.bd।
- ↑ "পোপাদিয়া ইউনিয়ন -"। www.popadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাটবাজার - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"। www.popadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "দর্শনীয় স্থান - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"। www.popadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - পোপাদিয়া ইউনিয়ন - পোপাদিয়া ইউনিয়ন"। www.popadiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "পঞ্চম ধাপের নির্বাচনের ফলাফল ঘোষণা"। jagonews24।