সাধনপুর ইউনিয়ন
সাধনপুর | |
---|---|
ইউনিয়ন | |
২নং সাধনপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে সাধনপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫′৪৬″ উত্তর ৯১°৫৫′৫৮″ পূর্ব / ২২.০৯৬১১° উত্তর ৯১.৯৩২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | বাঁশখালী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | কে. এম. সালহউদ্দিন কামাল চৌধুরী |
আয়তন | |
• মোট | ২৮.৭০ বর্গকিমি (১১.০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৩,৯৩৭ |
• জনঘনত্ব | ৮৩০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সাধনপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
সাধনপুর ইউনিয়নের আয়তন ৭,০৯১ একর (২৮.৭০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাধনপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১,৬৯৬ জন এবং মহিলা ১২,২৪১ জন। মোট পরিবার ৪,৭৮১টি।[১]
অবস্থান ও সীমানা
বাঁশখালী উপজেলার উত্তরাংশে সাধনপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে পুকুরিয়া ইউনিয়ন ও সাঙ্গু নদী; পশ্চিমে খানখানাবাদ ইউনিয়ন; দক্ষিণে বাহারছড়া ইউনিয়ন, কালীপুর ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন এবং পূর্বে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সাধনপুর ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- বেলগাঁও
- লটহল
- খোর্দ্দ মোজাফফরাবাদ
- রাতা
- ভোলমারা
- বাণীগ্রাম
- লটমনি
- সাধনপুর
- জঙ্গল সাধনপুর
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাধনপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.১%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়
- সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়
- সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বেলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সাধনপুর রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বেলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাতা খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সাধনপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-বাঁশখালী সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
সাধনপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। এছাড়া পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।
উল্লেখযোগ্য ব্যক্তি
- আসহাব উদ্দীন আহমদ –– লেখক, সম্পাদক ও রাজনীতিবিদ।
- রামজীবন বিদ্যাভূষণ –– বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের কবি।[৩]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: কে. এম. সালহউদ্দিন কামাল চৌধুরী
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক জনসংখ্যা - সাধনপুর ইউনিয়ন - সাধনপুর ইউনিয়ন"। sadhanpurup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - সাধনপুর ইউনিয়ন - সাধনপুর ইউনিয়ন"। sadhanpurup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭।