শীলকূপ ইউনিয়ন

শীলকূপ
ইউনিয়ন
৯নং (ক) শীলকূপ ইউনিয়ন পরিষদ
শীলকূপ চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
শীলকূপ
শীলকূপ
শীলকূপ বাংলাদেশ-এ অবস্থিত
শীলকূপ
শীলকূপ
বাংলাদেশে শীলকূপ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৫৮′৪৭″ উত্তর ৯১°৫৬′১৯″ পূর্ব / ২১.৯৭৯৭২° উত্তর ৯১.৯৩৮৬১° পূর্ব / 21.97972; 91.93861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাবাঁশখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানকায়েস সরওয়ার সুমন
আয়তন
 • মোট১১.২৫ বর্গকিমি (৪.৩৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,০৪৩
 • জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩০.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৯০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র

শীলকূপ বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

শীলকূপ ইউনিয়নের আয়তন ২,৭৮১ একর (১১.২৫ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শীলকূপ ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,০৪৩ জন। এর মধ্যে পুরুষ ৯,৭৩৫ জন এবং মহিলা ১০,৩০৮ জন। মোট পরিবার ৪,০৭৫টি।[]

অবস্থান ও সীমানা

বাঁশখালী উপজেলার দক্ষিণ-মধ্যাংশে শীলকূপ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাঁশখালী পৌরসভাসরল ইউনিয়ন; পশ্চিমে গণ্ডামারা ইউনিয়ন; দক্ষিণে চাম্বল ইউনিয়ন এবং পূর্বে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

শীলকূপ ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ৯নং (ক) ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • শীলকূপ
  • মনকিরচর

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শীলকূপ ইউনিয়নের সাক্ষরতার হার ৩০.৫%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়
  • বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর মনকিরচর ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মনকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্যম মনকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্যম শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মনকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • ইমাম বুখারী (রহ.) মডেল একডেমী
  • বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ
  • জামেয়াতুল ফয়েজানে মাদীনা মাদ্রাসা,পশ্চিম মনকিচর।

যোগাযোগ ব্যবস্থা

শীলকূপ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঁশখালী-পেকুয়া সড়ক।সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়

খাল ও নদী

শীলকূপ ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল। এছাড়া দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বামের ছড়া ও সিবা খাল এবং উত্তর প্রান্ত দিয়ে জালিয়াখালী খাল।

হাট-বাজার

শীলকূপ ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল টাইমবাজার, জালয়াখালী নতুন বাজর, মনছুরিয়া বাজার ও নুরু মার্কেট।

দর্শনীয় স্থান

  • বাঁশখালী ইকো পার্ক
  • সরল্যার দীঘি
  • সরল্যার মসজিদ
  • মহিষের টেক সবুজ বেস্টনী
  • শীলকূপ বৌদ্ধ বিহার

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: কায়েশ সরওয়ার সুমন

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ