রামভদ্রপুর ইউনিয়ন, ফুলপুর
রামভদ্রপুর | |
---|---|
ইউনিয়ন | |
২নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রামভদ্রপুর ইউনিয়ন, ফুলপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৬′৫২″ উত্তর ৯০°২০′৫৭″ পূর্ব / ২৪.৯৪৭৭৮° উত্তর ৯০.৩৪৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ফুলপুর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২১৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
২ নং রামভদ্রপুর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
উত্তরে ১ নং ছনধরা ইউনিয়ন দক্ষিণে ব্রহ্মপুত্র নদ পূর্বে ৩ নং ভাইটকান্দি ইউনিয়ন এবং পশ্চিমে নকলা উপজেলা।
অর্থনীতি
অধিকাংশ এলাকা হালকা চরাঞ্চল হওয়ায়এখানকার মানুষ তুলনামূলক ধনী। প্রতি মৌসুমে এখানকার জনগণ অনেক টাকার ধান এবং আবাদি ফসল বিক্রি করে থাকে।
প্রশাসনিক এলাকাসমূহ
১.দেওখালী
২.খড়িয়াপাড়া
৩.মিচকিপাড়া
৪.জাটিয়া
৫.গাইরা
৬.গোয়াডাঙ্গা
৭.বাঘেধরা
৮.টুপারকান্দা
৯.চরগোয়াডাঙ্গা
১০.চরনিয়ামত
১১.বেলতলী
১২.সিংগীমারি
১৩.রামভদ্রপুর
১৪.চরবাহদুরপুর
১৫.চরআশাবট
১৬.চরস্বল্পা
আয়তন ও জনসংখ্যা
শিক্ষা
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
উচ্চ বিদ্যালয়সমূহঃ
১.বাঘেধরা উচ্চ বিদ্যালয়।
২.চরমিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয়।
৩.গোয়াডাঙ্গা আবেদুজ্জামান খান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়।
৪.রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়।
৫.মিচকিপাড়া নৌজুয়ান হাই স্কুল।
৬.গোয়াডাঙ্গা প্রি-ক্যাডেট স্কুল।
______________________________________
মাদ্রাসাসমূহঃ
১.চরগোয়াডাঙ্গা ফাযিল ডিগ্রি মাদরাসা।
২.খড়িয়াপাড়া দাখিল মাদরাসা।[মহিলা]
৩.খড়িয়াপাড়া দাখিল মাদরাস।
______________________________________
প্রাথমিক বিদ্যালয়সমূহঃ
১.৯ং চরগোয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২.খড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩।মিচকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৪.গোয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫.বাঘেধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৬.চরনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৭.রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮.বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯.চরবাহদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১০.রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১১.চর স্বল্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১২.শেখ ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। [চর স্বল্পা]
১৩.চর আশাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান
১.রামভদ্রপুর পুরাতন ব্রহ্মপুত্র নদী।
২.নলবাড়ি বিল।
৩.চরগোয়াডাঙ্গা ঐতিহ্যবাহী খেলার মাঠ।
৪.চরগোয়াডাঙ্গা ফাযিল ডিগ্রি মাদরাসা।
৫.কুকড়া ডোবা বিল।
৬.চরনিয়ামত বড় জামে মসজিদ
৭. চরনিয়ামত লাল ব্রীজ
৮.চর আশাবট, চর বাহাদুরপুর বাইয়া মৃত ফাঁসি ডোবা।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | সাইফুল ইসলাম | |
০৫ | সাইফুল ইসলাম | |
০৬ | মো.রোকনুজ্জামান রোকন |
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "রামভদ্রপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ "ফুলপুর উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।