লৌহজং নদী
লৌহজং নদী | |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সীগঞ্জ জেলা |
মোহনা | পদ্মা নদী |
দৈর্ঘ্য | ২০ কিলোমিটার (১২ মাইল) |
লৌহজং নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের মুন্সীগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২০ কিলোমিটার।[১]
প্রবাহ
লৌহজং নদীটি লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে। অতপর নদীটি ষোলঘর ইউনিয়ন পেরিয়েছে এবং পরবর্তীতে একই উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে পদ্মা নদীতে পতিত হয়েছে।
ষোলঘর ইউনিয়ন হতে আরম্ভ হয়ে প্রবাহিত নদীটিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইছামতি নদী (মানিকগঞ্জ) হিসেবে চিহ্নিত করে থাকে। বারোমাসি প্রকৃতির এই নদীতে সারাবছর জলপ্রবাহ থাকে। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে জলের প্রবাহ বৃদ্ধি পায়। পলির প্রভাবে নদীর তলদেশ ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে, এর প্রশস্ততা সংকুচিত হচ্ছে এবং পানির প্রবাহ হ্রাস পাচ্ছে। নদীটির দৈর্ঘ্য ৭৬ কিলোমিটার এবং প্রস্থ ৪০ মিটার[২] [৩]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৪১।
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৩৫, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৩৭-২৩৮। আইএসবিএন 984-70120-0436-4।