শিনকানসেন

২০১২ অক্টোবরে, শিনকানসেন ট্রেইন

শিনকানসেন শিন্‌কান্‌সেন্‌ (জাপানি: 新幹線; অর্থ "নতুন শুঁড় লাইন") হল একটি উন্নত রেলগাড়ির উচ্চগতি রেল প্রযুক্তি যা জাপানে বিকাশ করা। জাপানে বর্তমানে জাপান রেলওয়ে গ্রুপ দ্বারা শিনকানসেন চালনা করা হচ্ছে। শিনকানসেনের প্রথম সংস্করণ হল তৌকাইদৌ শিনকানসেন (東海道新幹線) যার চালনার বিস্তার ৫১৫কিঃমিঃ ছিল টোকিও থেকে ওসাকা পর্যন্ত ১৯৬৪ খ্রিস্টাব্দে। বর্তমানে শিনকানসেনের চালনার বিস্তার হল ২,৩৮৭কিঃমিঃ। শিনকানসেন উচ্চগতির বিশ্বরেকর্ড ধরে ৫৮১কিঃমিঃ/ঘঃ।

বছরের পর বছর ধরে শিনকানসেনের অনেক সংস্করণ উন্নত করা হয়েছে। শিনকানসেন গড়ে ৩৮৪ মিলিয়ন যাত্রী বছরে বহন করতে পারে।[]

ইতিহাস

প্রযুক্তি

সমস্যা

শব্দ দূষণ

ভূমিকম্প

ভারি তুষারপাত

শিনকানসেনের লাইনসমূহ

শিনকানসেনের সংস্করণসমূহ

জাপানের বাইরে শিনকানসেনের প্রযুক্তি

আরো দেখুন

তথ্যসূত্র